• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চশমা পরেও ব্যর্থ হয় ৯৯% লোকে! ৬ সেকেন্ডে ছবিতে বেড়াল খুঁজতে পারলে আপনি জিনিয়াস

Published on:

Optical illusion can you find a cat in the kitchen within 6 seconds

Optical Illusion find the cat in picture: অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা চোখের ধাঁধা এমনে একটি জিনিস যা এক প্রকারের দৃষ্টি বিভ্রম (Confusion) তৈরি করে। চোখের সামনে থাকা জিনিসও অনেক সময় আমরা খুঁজতে ব্যর্থ হয়। আপাতদৃষ্টিতে দেখতে মনে হবে, এই ছবিগুলি আর পাঁচটি সাধারণ ছবির মতোই। তবে আসলে এমনটা হয় না। এই ছবিগুলির মধ্যেই লুকিয়ে থাকে অভিনবত্ব। আর সেটিই এই ছবিটিকে বিশেষ করে তোলে।

এমন অনেক মানুষ আছেন যারা নিয়মিত অপটিক্যাল ইলিউশন সমাধান করতে ভীষণ ভালোবাসেন। তাঁরা এটিকে একটি চ্যালেঞ্জের মতো করে দেখেন। বেশিরভাগ ক্ষেত্রে এই ধাঁধাগুলিতে লুকিয়ে থাকা কোনও জিনিস, অবয়ব কিংবা সংখ্যা খুঁজে বের করতে হয়। আজ আপনার জন্য এমনই একটি চোখের ধাঁধা নিয়ে এসেছি আমরা।

Optical illusion, Optical illusion cat in the kitchen

আজ যে অপটিক্যাল ইলিউশনটি নিয়ে আসা হয়েছে সেটি সমাজমাধ্যমে (Social Media) ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভাইরাল (Viral) এই চোখের ধাঁধা দেখে একেক রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। দাবি করা হয়েছে, একশোজনের মধ্যে মাত্র একজন এই ধাঁধা সমাধান করতে সক্ষম! চলুন দেখে নেওয়া যাক কী এমন রয়েছে সেই ধাঁধায়।

আরও পড়ুনঃ ১০০ জনে পারে মাত্র ১ জন! ১০ সেকেন্ডে জেব্রার ভিড়ে বাঘ খুঁজতে পারলে আপনার নজর বাজ পাখির মত

সম্প্রতি নেটপাড়ায় ভাইরাল হওয়া চোখের ধাঁধায় একটি রান্নাঘরের (Kitchen) ছবি দেখতে পাওয়া যাচ্ছে। সুসজ্জিত সেই রান্নাঘরে ঝোলানো রয়েছে হাঁটা, খুন্তি সহ রান্না করার সকল সামগ্রী। সেই সঙ্গেই কিচেন ক্যাবিনেটের ওপর এবং ভেতরে সাজানো রয়েছে নানান জিনিস। তবে এসবের মাঝেই লুকিয়ে রয়েছে একটি বিড়াল (Cat)। ঘড়ি ধরে মাত্র ৬ সেকেন্ডের মধ্যে সেই বিড়ালটিকে খুঁজে বের করাই হল আজকের চ্যালেঞ্জ। আপনি একবার চেষ্টা করে দেখুন তো বিড়ালটিকে খুঁজে বের করতে পারেন কিনা।

আরও পড়ুনঃ ৯৯% লোক ব্যর্থ হয়! দেখুন তো ৭ সেকেন্ডে পাতার মধ্যে লুকিয়ে থাকা কুকুর খুঁজে পান কিনা?

Optical illusion, Optical illusion cat in the kitchen

আপনি যদি নির্ধারিত ৬ সেকেন্ডের মধ্যে রান্নাঘরে লুকিয়ে থাকা বিড়ালটিকে খুঁজে বের করে ফেলেন তাহলে আপনার দৃষ্টিশক্তি এবং বুদ্ধির কুর্নিশ জানাতেই হয়। তবে না পেয়ে থাকলেও চিন্তা নেই। কারণ আমরা আপনার জন্য সেটিকে খুঁজে দিচ্ছি। ঠাণ্ডা মাথায় ছবিটি এক ঝলক দেখে ক্যাবিনেটের ওপরের দিকে একবার আপনি তাকান। তাহলেই দেখতে পাবেন ডান দিকে বসে রয়েছে বিড়ালটি। শুধু বিড়ালটির মুখ দেখতে পাওয়া যাচ্ছে। ক্যাবিনেটের ওপর এত জিনিসের মাঝে বসে থাকাতেই সেটিকে খুঁজতে গিয়ে নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে অনেকের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥