Optical Illusion find the number : সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই নানান রকম অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা চোখের ধাঁধা ভাইরাল হতে দেখা যায়। এর মধ্যে কোনও ছবিতে কোনও প্রাণী, অবয়ব বা জিনিস খুঁজতে হয়, কোনও ছবিতে আবার লুকিয়ে থাকা কোনও সংখ্যা খুঁজে বের করতে হয়। আজ আমরা আপনার জন্য এমনই একটি চোখের ধাঁধা নিয়ে এসেছি।
বিশেষজ্ঞরা বলেন, নিয়মিত চোখের ধাঁধা সমাধান করার একাধিক গুণাগুণ রয়েছে। এতে মস্তিষ্কের পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়। সেই সঙ্গেই বুদ্ধির তীক্ষ্ণতা তথা আইকিউ লেভেলও যাচাই করে নেওয়া যায়। এমন অনেক মানুষ আছেন যারা নিয়মিত চোখের ধাঁধা সমাধান করতে ভালোবাসেন। আজকের এই চ্যালেঞ্জটিও তাঁদের নিঃসন্দেহে ভালোলাগবে।
সম্প্রতি নেটমাধ্যমে (Social Media) একটি চোখের ধাঁধা ব্যাপক ভাইরাল (Viral) হয়েছে। সেই ছবি দেখে একেকজন নেটিজেন একেক রকম মন্তব্য করছেন। দাবি করা হয়েছে, এই চ্যালেঞ্জ এতটাই কঠিন যে ৯৯% মানুষই শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হয়েছেন। চলুন দেখে নেওয়া যাক আজকের চোখের ধাঁধায় কী আছে।
সম্প্রতি ভাইরাল হওয়া সেই চোখের ধাঁধায় অনেকগুলি ‘721’ সংখ্যা লেখা রয়েছে। তবে এতগুলি ‘721’র ভিড়েই কিন্তু লুকিয়ে আছে একটি ‘771’। ১০ সেকেন্ডের মধ্যে সেই সংখ্যাটি খুঁজে বের করাই হল আজকের চ্যালেঞ্জ।
আরও পড়ুনঃ রথী-মহারথীরাও হার মানে! দেখুন তো ৬ সেকেন্ডে একমাত্র আলাদা প্রাণীটিকে খুঁজে পান কি না?
অনেকে এই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন, কিন্তু সময়ের মধ্যে ‘771’ সংখ্যাটি খুঁজে বের করতে পেরেছেন হাতে গোনা কয়েকজন। বাকি সবাই হার মানতে বাধ্য হয়েছেন। দেখুন তো নির্ধারিত সময়ের মধ্যে আপনি ‘771’ সংখ্যাটি খুঁজে পান কিনা।
আপনি যদি নির্ধারিত সময়ের মধ্যে ‘771’ সংখ্যাটি খুঁজে পেয়ে থাকেন তাহলে সত্যিই আপনার দৃষ্টিশক্তির প্রশংসা করতে হয়। আর যদি না পেয়ে থাকেন তাহলেও হতাশ হবেন না। কারণ আমরা আপনার জন্য সেই সংখ্যাটি হাইলাইট করে দিচ্ছি। লুকিয়ে থাকা ‘771’ সংখ্যাটি খুঁজে পেতে গেলে বেশ কয়েকবার ছবিটি খুঁটিয়ে দেখতে হবে। তাহলে দেখতে পাবেন শেষের দিক থেকে দ্বিতীয় সারিতে নীচ থেকে ওপরের দিকে চতুর্থ লাইনে রয়েছে ‘771’ সংখ্যাটি। আপনার সুবিধার জন্য আমরা লাল বৃত্তের মাধ্যমে সংখ্যাটি হাইলাইট করে দিলাম।