• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঝড় উঠবে TRP তালিকায়! ১৩ বছর র নতুন সিরিয়ালের ফিরছেন ওম সাহানি, প্রকাশ্যে ট্রেলার

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,ওম সাহানি,Om Sahani,মৌমিতা সরকার,Moumita Sarkar,লাভ বিয়ে আজকাল,Love Biye Ajkal,নতুন প্রোমো,New Promo

Love Biye Ajkal Trailer : টিভি খুললেই এখন নিত্যনতুন বাংলা সিরিয়ালের (Bengali Serial) মেলা।  প্রতিদ্বন্দ্বী চ্যানেলকে ধরাশায়ী করে টি আর পি তালিকায় এগিয়ে থাকতে স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হচ্ছে আরও একটি নতুন সিরিয়াল। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সদ্য প্রকাশ্যে এসেছে জনপ্রিয় অভিনেতা ওম সাহানির নতুন সিরিয়াল ‘লাভ বিয়ে আজকাল’ (Love Biye Ajkal)।

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল খুব তাড়াতাড়ি আসছে যীশু সেনগুপ্তের প্রোডাকশন হাউসের নতুন সিরিয়াল। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে এসে গেল স্টার জলসার এই নতুন সিরিয়ালের প্রোমো। এই নতুন সিরিয়ালের হাত ধরে প্রায় এক দশক পরেই  টেলিভিশনের পর্দায় কামব্যাক করছেন ওম সাহানি (Om Sahani)। প্রোমোতে  তাঁর বিপরীতে দেখা যাবে এক নতুন অভিনেত্রীকে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,ওম সাহানি,Om Sahani,মৌমিতা সরকার,Moumita Sarkar,লাভ বিয়ে আজকাল,Love Biye Ajkal,নতুন প্রোমো,New Promo

ছোট পর্দায় নতুন মুখ হলেও মডেলিং দুনিয়ার পরিচিত মুখ মৌমিতা সরকার (Moumita Sarkar)। বহুদিন পর ওম সাহানির নতুন সিরিয়ালের প্রোমো দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়ছে সোশ্যাল মিডিয়ায়। প্রোমোতে দেখা যাচ্ছে  ‘স্ক্যান্ডাল লাউঞ্জ অ্যান্ড বার’-এর মালিক ওম বারে ঢুকতেই ভয়ে কাঁটা সেখানকার কর্মচারীরা।

বারে ঢুকেই ম্যানেজারকে ডেকে বার মালিকের প্রশ্ন, ‘এখনও গান স্টার্ট হয়নি কেন? সিঙ্গার কে?’ ম্যানেজার বলে ওঠেন, ‘নতুন মেয়ে, তবে গলা ভালো। আর রেটটাও খুব কম’। শুনেই ওমের প্রশ্ন, ‘ও রিয়েলি’। অন্যদিকে দেখা যাচ্ছে ততক্ষণে ‘ডার্লিং আঁখো সে আঁখে চার করনে দো’ গান  গেয়ে আসর মাতিয়ে দিয়েছেন সিরিয়ালের নায়িকা শ্রাবণ।

আরও পড়ুনঃ জন্মসূত্রে দক্ষিণ ভারতীয়, তবে বাংলা অন্ত প্রাণ! ঊষা উত্থুপ কেন ‘ক’ লেখা টিপ পড়েন জানেন?

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,ওম সাহানি,Om Sahani,মৌমিতা সরকার,Moumita Sarkar,লাভ বিয়ে আজকাল,Love Biye Ajkal,নতুন প্রোমো,New Promo

বারের কর্মচারীদের কথায় এই শ্রাবণ নাকি ‘রাতের প্রজাপতি’। তাঁকে এক ঝলক দেখেই হুঁশ উড়ে যায় ওমের। এরপর দেখা যায় গান গাওয়া শেষ করে শ্রাবণ যখন বার থেকে বেরিয়ে যাচ্ছে, তখন তাঁকে গিয়ে আরও বেশি টাকার প্রস্তাব দিয়ে ওম জানতে চান তিনি আগ্রহী কিনা? কিন্তু কিছু না বলেই মুখ ঘুরিয়েই সেখান থেকে বেরিয়ে যান ‘শ্রাবণ’।

আরও পড়ুনঃ অভিনয়ের পোকা নড়তেই মুম্বাই ছেড়ে বাংলায় সন্ধ্যাতারার নীল! রইল সৌরজিতের অজানা গল্প

উল্লেখ্য রিয়ালিটি শোয়ের হাত ধরে কেরিয়ার শুরু হলেও, প্রায় ১৩ বছর আগে রূপসী বাংলায় ‘আলোর বাসা’ সিরিয়ালের হাত ধরে ছোট পর্দায় প্রথম অভিনয়ে হতেখড়ি হয়েছিল ওমের। বহুদিন পর অভিনেতাকে কামব্যাক করতে দেখে দারুণ উচ্ছসিত হয়ে পড়েছেন অনুরাগীরা। শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেওয়ার পাশাপাশি শুরুতেই ঢালাও প্রশংসা করেছেন ওম-মৌমিতা জুটির। কেউ আবার বলছেন একেবারে হিন্দি সিরিয়ালের প্রোমো ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥