• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনয়ের পোকা নড়তেই মুম্বাই ছেড়ে বাংলায় সন্ধ্যাতারার নীল! রইল সৌরজিতের অজানা গল্প

বিনোদনের ডেলি ডোজ মানেই বাংলা সিরিয়াল (Bengali Serial)। পছন্দের সিরিয়াল ছাড়া গোটা দিনটাই অসম্পূর্ণ থেকে যায় সিরিয়ালপ্রেমী দর্শকদের। আর এখন তো টিভি খুললেই হরেক রকম বাংলা সিরিয়ালের মেলা। যার ফলে নতুন নতুন সিরিয়ালের হাত ধরেই যেমন এক ঝাঁক পুরনো অভিনেতা-অভিনেত্রী ফিরছেন তেমনই আসছে বেশ কিছু নতুন অভিনেতা অভিনেত্রীরাও। তেমনই একজন নতুন নায়ক হলেন সন্ধ্যাতারা (Sandhyatara) সিরিয়ালের নায়ক নীল (Neel)।

ধারাবাহিকে এই নীলের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌরজিৎ বন্দ্যোপাধ্যায় (Sorajit Banerjee)। এই সিরিয়ালের হাত ধরেই প্রথমবার ক্যামেরায় হাতেখড়ি হয়েছে আভিনেতার। যদিও অভিনয় করার আগে সৌরজিৎ ছিলেন রাজ চক্রবর্তীর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। জনপ্রিয় ‘প্রলয়’ সিনেমায় কাজ করেছেন তিনি। তবে এবার স্টার জলসার সন্ধ্যাতারা সিরিয়ালের এই হ্যান্ডসাম অভিনেতার জীবনে রয়েছে এক বিরাট স্ট্রাগল।

   

SandhyaTara Akashneel Marriage new promo comes out with a big twist

আদতে মেদিনীপুরের বাসিন্দা হলেও সৌরজিৎ পড়াশুনা করেছিলেন লিলুয়ার ডন বস্কো  স্কুলে। তবে এখন এই অভিনেতা হাওড়ায় থাকেন। এর আগে তিনি নাকি বেশ কয়েকটি মিউজিক ভিডিওতেও কাজ করেছিলেন।সৌরজিৎ ছোট থেকেই ইংরেজি থিয়েটার করতেন। তাই সৌরজিতের অভিনেতা হওয়ার ইচ্ছাটা ছিল খুব ছোট থেকেই।তবে  পড়াশোনা শেষ হওয়ার পর বেশ কিছু দিন একটি বহুজাতিক সংস্থায় চাকরি করেছিলেন তিনি।

কিন্তু  নিজের অভিনেতা হওয়ার স্বপ্ন পূরণ করতে তিনি পাড়ি দিয়েছিলেন মুম্বাইতে। সেখানেই অভিনয় শেখার পাশাপাশি কাজ করেছিলেন কয়েকটি মিউজিক ভিডিওতেও। মুম্বাইতে কিছুদিন কাটানোর পরেও যখন তিনি অভিনয় জগতে সেভাবে পাড়ি জমাতে পারেননি তখন তিনি শেষমেশ ফিরে আসেন কলকাতায়। সেসময় কলকাতায় এসেই তাঁর পরিচয় হয়েছিল টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে। এরপর কিছুদিন তিনি  রজ চক্রবর্তীর প্রোডাকশন হাউসে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবেও কাজ করেন সৌরজিৎ।

Saurojit Banerjee and Raj Chakraborty, Sandhyatara hero, Sandhyatara hero

এপ্রসঙ্গে এক সংবাদমাধ্যমে সৌরজিৎ বলেছেন তাঁর কাছে নাকি প্রথমে প্রযোজনা সংস্থার তরফ থেকে ফোন কল এসেছিল। এরপর নাকি পরপর ৮ দফা অডিশন দিতে হয় সৌরজিৎকে। তারপর এই চরিত্রের জন্য বেছে নেওয়া হয় তাঁকে । অভিনেতার নিজের কথায় পর্দার আকাশ নীলের সাথে নাকি বাস্তবে সৌরজিতের মিল রয়েছে অনেক। সৌরজিৎ জানিয়েছেন ভবিষ্যতে তিনি নিজেকে অভিনেতা হিসাবে আরও পরিণত করতে চান। বড় পর্দার পাশাপাশি কাজ করার স্বপ্ন রয়েছে ওয়েব সিরিজেও।