টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি হলেন অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra) এবং অভিনেত্রী ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। দীর্ঘদিন ধরেই একে অপরকে ডেট করছেন টলিউডের এই জনপ্রিয় লাভ বার্ডস। দেখতে দেখতে ১১ বছরেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে দুজনের একসাথে থেকে। এবার তাদের বিয়ের পিঁড়িতে বসা এখন শুধু সময়ের অপেক্ষা। তবে এবার ঐন্দ্রিলার জন্মদিনে বাকি বিয়ের ঘোষণা (wedding announcement) করেছেন প্রেমিকযুগল!
শুরু থেকেই নিজেদের সম্পর্ক নিয়ে কোনো রকম রাখঢাক না রেখেই খুল্লামখুল্লা প্রেম করে আসছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। টলিপাড়ার অন্যতম রোম্যান্টিক জুটি তারা। ইতিমধ্যেই দুজনের বিয়ে নিয়ে একাধিকবার গুজব রটেছে। অনুগামীরাও উত্তেজিত হয়ে পড়েছিলেন দুজনের বিয়ে নিয়ে তবে সেই শুভদিন এখনো আসেনি। ভক্তরা অধীর আগ্রহে অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের অপেক্ষা করছেন। আর এদিন সেই সুখবর নিয়েই শুরু হল গুঞ্জন।
জন্মদিনের দিনে সকাল সকাল সন্ধ্যের পার্টির কথা বন্ধুদের ফোনে জানিয়েছিলেন অঙ্কুশ ঐন্দ্রিলা। সেই মত সন্ধ্যে হতেই টলিউডের তারকাদের নিয়ে চলল জমজমাট পার্টি। ঢালাও খাওয়া দেওয়ার আয়োজনের পাশাপাশি জমজমাট আয়োজনে হল বার্থডে গার্ল ঐন্দ্রিলার জন্মদিনের সেলিব্রেশন।
এদিনের পার্টিতে আমন্ত্রিত ছিলেন টলিউডের প্রসেনজিৎ চ্যাটার্জী, দেব, সোহম চক্রবর্তী, যীশু সেনগুপ্ত, বিক্রম চ্যাটার্জী প্রমুখরা। সকলে মিলে তোলা একটি ছবি ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। এদিন জন্মদিনের পার্টিতে কাঁধ খোলা ঝলমলে পোশাকে দেখা গিয়েছে ঐন্দ্রিলাকে।
এরপর ঐন্দ্রিলাকে জন্মদিন উইশ করে চুমুতে ভরিয়ে দিয়েছেন অঙ্কুশ। তাঁর মতে ১১ বছর একসাথে থাকার পর এর থেকে বেশি দেওয়ার থাকে না। তবে টলিপাড়ায় জল্পনা রয়েছে যে এদিনেই নাকি নিজেদের বহুপ্রতিক্ষিত বিয়ের ঘোষণা সেরে ফেলেছেন আঁকিস-ঐন্দ্রিলা জুটি। তবে এটা গুজব নাকি সত্যি সেটা এখনও জানা যায়নি। এই প্রসঙ্গে টলিপাড়ার তারকাদের মুখেও টুঁ শব্দটি নেই।
আরও পড়ুনঃ জন্মদিনে প্রেমিকাকে জড়িয়ে ধরে চুমু, অঙ্কুশ-ঐন্দ্রিলার রোমান্সের আদুরে ভিডিও ভাইরাল নেটপাড়ায়
প্রসঙ্গত, এদিন ঐন্দ্রিলাকে নিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন অঙ্কুশ হাজরা। ভিডিওতে ঐন্দ্রিলাকে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষন দোলার পর তাকে জাপটে ধরে জোর জবরদস্তি করে চুমুতে ভরিয়ে দিয়েছেন অঙ্কুশ। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘১১ বছর হয়ে গেলে যা হয়’। সেই ভিডিওটিও বেশ ভাইরাল হয়ে পড়েছিল নেটপাড়ায়।