• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাহাড়ের বুকে সুইমিং পুল, পাশেই বইছে নদী! শীতকালের আদর্শ গন্তব্য এই অফবিট পাহাড়ি গ্রাম

শীতকাল পড়তে না পড়তেই অনেকে উত্তরবঙ্গের উদ্দেশে বেরিয়ে পড়েছেন (North Bengal Travel)। কারোর ডেস্টিনেশন দার্জিলিং, কারোর আবার গন্তব্য কালিম্পং কিংবা কার্শিয়াং। তবে এমনও অনেক মানুষ আছেন যারা এই চেনা জায়গাগুলি ছেড়ে অন্য কোথাও যাওয়ার প্ল্যান করছেন। ইন্টারনেট ঘেঁটে তাই অফবিট নানান স্থানের (Offbeat Location) খোঁজখবর জোগাড় করছেন তাঁরা।

আজ আপনার জন্য এমনই একটি অফবিট পাহাড়ি গ্রামের (Offbeat Hill Station Destination) খোঁজ নিয়ে এসেছি আমরা। দার্জিলিংয়ের (Darjeeling) কাছে ছবির মতো সাজানো এই গ্রামের নাম বিজনবাড়ি (Bijanbari)। একদিকে সবুজে ঘেরা পাহাড়, অন্যদিক দিয়ে বয়ে যাচ্ছে খরস্রোতা নদী। সকালে ঘুম ভাঙবে পাখির কিচিরমিচির শুনে, আবার রাতে ঘুম পাবে ঝিঁঝিঁর ডাকে।

   

Travel Bijanbari near Darjeeling

রঙ্গিত নদীর তীরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম হল বিজনবাড়ি। এখানে রয়েছে বিদ্যুৎ কেন্দ্র। তবে এই স্থানের মূল আকর্ষণই হল রঙ্গিত। বিজনবাড়ির গা বেয়েই চলে গিয়েছে এই নদীটি। আর সেই নদীর তীরেই গড়ে উঠেছে একাধিক হোমস্টে। ইচ্ছা হলে সেই হোমস্টের বারান্দায় বসেই দেখতে পাবেন নদীর বয়ে চলা। কীভাবে ঘণ্টার পর ঘণ্টা কেটে যাবে ধরতে পারবেন না আপনি।

আরও পড়ুনঃ বাজেটে ফিট, ছুটি সুপারহিট! স্বল্প খরচে শীতের ছুটিতে ঘুরে আসুন এই অফবিট হিল স্টেশন থেকে

এছাড়া এখানে রয়েছে সুইমিং পুলের ব্যবস্থাও। সবুজে ঘেরা পাহাড়ের মাঝে নীল জলের সুইমিং পুল। সেখানে ডুব দিতে কিন্তু বেশ লাগে। নীল জলে শরীর ভিজিয়ে মেঘেদের আনাগোনা দেখার অনুভূতিটাই আলাদা। তবে হ্যাঁ, এই সুইমিং পুল ব্যবহার করতে আপনাকে টাকা দিতে হবে।

Travel Bijanbari near Darjeeling

বিজনবাড়ি থেকে পাথুরে রাস্তা দিয়ে কিছুটা হেঁটে গেলেই আপনি দেখতে পাবেন চা বাগান। অনেকক্ষণ হাঁটার পর যদি ক্লান্ত হয়ে পড়েন তাহলে চুমুক দিতে পারেন চায়ের কাপে। রাস্তার ধারেই পেয়ে যাবেন ছোট ছোট চায়ের দোকান। রাতে আবার নদীর ধারে বসে করতে পারেন ক্যাম্প ফায়ার।

আরও পড়ুনঃ চোখ খুললে সবুজ আর সবুজ! এই অফবিট পাহাড়ে একবার গেলে দূর হবে যাবে সকল ক্লান্তি, রইল ঠিকানা

তবে বিজনবাড়ি ঘুরতে গিয়ে শুধু যে সেখানেই থাকতে হবে এমনটা কিন্তু নয়। ইচ্ছা হলে গাড়ি করে ঘুরে আসতে পারেন দার্জিলিং, লেপচাজগৎ কিংবা লামাহাটা থেকে। সারাদিন সেখানে ঘুরে রাতে আবার ফিরে আসতে পারেন নিজের ঠিকানায়।

Travel Bijanbari near Darjeeling

কীভাবে যাবেন?

হাওড়া থেকে ট্রেন ধরে চলে আসুন নিউ জলপাইগুড়ি। এরপর সেখান থেকে গাড়ি বুক করে চলে আসুন বিজনবাড়ি। এখানে থাকা-খাওয়া মিলিয়ে রোজ মাথাপিছু ২ হাজার টাকা মতো খরচ পড়বে আপনার।