• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

২৪ ঘন্টা বাড়িতেই করা যাবে BP চেকিং ও ECG! দুর্দান্ত ফিচার্সের দিচ্ছে এই Samsung Galaxy Watch

যতদিন যাচ্ছে ততই নিত্যনতুন স্মার্টফোন থেকে স্মার্টওয়াচ (Smart Watch) লঞ্চ হচ্ছে। তবে মাঝেমধ্যে এমন কিছু গেজেট লঞ্চ হয় যেগুলো মানুষের জীবনকে আরও সহজ করে তোলে। সম্প্রতি এমনই একটি স্মার্টওয়াচ লঞ্চ করল স্যামসং। অক্সিমিটার থেকে হার্টরেট সেন্সর তো এখন সমস্ত স্মার্টওয়াচেই আছে, তবে এবার ব্লাড প্রেসার থেকে ইসিজি করা যাবে Samsung Galaxy Watch 6 দিয়েই।

হ্যাঁ ঠিকই ধরেছেন, এতদিন যেখানে ব্লাডপ্রেশার বা ইসিজি করানোর জন্য ল্যাবে টেস্ট করতে যেতে হত সেটা অতীত হতে চলেছে। এর আরও একটা সুবিধা রয়েছে, ঘড়ির মত হওয়ায় এটা সর্বদাই হাতে পড়ে থাকতে পারবেন আর নিজের শারীরিক অবস্থার ওপর ২৪ ঘন্টায় নজর দেওয়া সম্ভব হবে। তাছাড়া ডেটা ট্র্যাকিংয়ের সুবিধা তো থাকছেই।

   

Samsung Galaxy Watch 6

Samsung Galaxy Watch 6 Features

Samsung Galaxy Watch 6 এ একটি ১.৫ ইঞ্চি ও 480×480 পিক্সেল রেজোলিউশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। 425mAh এর ব্যাটারি রয়েছে লম্বা ব্যাকআপের জন্য। একই সাথে ২ জিবি র‍্যাম ও ১৬ জিবি ইন্টারনাল মেমরি থাকছে।

আরও পড়ুনঃ Apple Watch অতীত! অবাক করা দামে হেব্বি ফিচার্স, ২০ দিনের ব্যাটারির স্মার্ট ওয়াচ আনল Redmi

Samsung Galaxy Watch 6 BP & ECG

প্রথমেই আসি এই স্মার্টওয়াচের সবচেয়ে বড় দাবি ব্লাড প্রেসার ও ইসিজি পরীক্ষার রেজাল্ট সম্পর্কে। অনেকেই হয়তো ভাবতে পারেন, প্রফেশনাল মেশিনের মত ফলাফল কিভাবে একটা ছোট্ট স্মার্টওয়াচ থেকে পাওয়া সম্ভব? এর উত্তরে জানা যাচ্ছে, ইন্ডিয়ান সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের দ্বারা এই ফিচার্সের অনুমোদন করা হয়েছে।

এছাড়া আরও জানা যাচ্ছে, স্মার্টওয়াচটিতে ফটোপ্লেথিসমোগ্রাম (PPG) সেন্সর আছে, হৃদপিণ্ডের সিস্টোলিক এবং ডায়াস্টোলিক চাপ থেকে শুরু করে পালস রেট রেকর্ড করতে পারে।

কিভাবে Samsung Galaxy Watch 6 দিয়ে BP ও ECG দেখবেন?

  1. এর জন্য সবার প্রথমে আপনাকে ফোনের সাথে Galaxy Watch পেয়ারিং করে নিতে হবে।
  2. এরপর স্মার্টওয়াচটিকে নিজের হাতে ভালো করে পরে নিন।
  3. এবার ফোনে Samsung Health Monitor অ্যাপ খুলুন।
  4. তারপর অ্যাপ খোলা অবস্থাতেই ECG সিলেক্ট করে ওয়াচের বাটনটিকে ৩০ সেকেন্ড আলতো করে রাখুন।
  5. ECG কমপ্লিট হয়ে গেলেই সেটা PDF এর আকারে রিপোর্ট তৈরী করে দেবে।