• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সৃজনকে আটকাতে নতুন ছদ্মবেশে পর্ণা! টিভির আগেই ফাঁস ‘নিম ফুলের মধু’র আগাম পর্ব

Published on:

Neem Phooler Madhu Upcoming track revealed

Neem Phooler Madhu Upcoming Track Revealed: জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হলো ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন সদ্য তিন্নির  চক্রান্তে মোটা মাইনের চাকরি হারিয়ে অথৈ জলে সৃজন। আর বাবুর এই অবস্থা দেখে বড্ড অস্থির হয়ে পড়েছে তার মা কৃষ্ণাও। তাই মায়ের কষ্ট সহ্য করতে না পেরে শেষমেষ সৃজনও আদা  চল খেয়ে লেগে পড়ে চাকরি জোগাড় করতে।

কিন্তু ভালো ইন্টারভিউ দিয়েও বারবার কলকাতায় রিজেক্ট হয়েছে সে। তাই কলকাতায় কোনো  চাকরি না পেয়ে অবশেষে পঞ্চাশ হাজার টাকা মাইনের চাকরি নিয়ে বাড়ি ছেড়ে গুজরাট চলে যাচ্ছে সে। কিন্তু চাকরি করার  জন্য সৃজন যখন বাড়ি ছাড়ছিল তখন তার মায়ের অবস্থা দেখে আর সৃজনের দুঃখী মুখটা দেখে তাকে যে কোন ভাবে আটকানোর জন্য একটা নতুন প্ল্যান করে ফেলে দত্ত বাড়ির জিনিয়াস বৌমা পর্ণা।

Neem Phooler madhu serial Parna offer's new job to Srijan

তাই বান্ধবী রুচিরাকে দিয়ে ‘নিউ জার্নি’ নামে একটা ভুয়া কোম্পানি খুলিয়ে আর ভুয়ো অ্যাপ্লিকেশন লেটার লিখিয়ে সৃজনকে একই মাইনের চাকরি দিয়ে সে আটকে রাখে কলকাতায়। কিন্তু সবকিছুই হঠাৎ করেই সব ঠিক করা করায় সবটাই হয়েছে খুবই তাড়াহুড়োর মধ্যে।

তাই তাড়াহুড়োতে সৃজনকে আটকাতে পর্ণা  ঠিক করেছে তার এই নতুন কোম্পানি শাড়ির ব্যবসা করবে।সেই কোম্পানিরই কলকাতার ব্রাঞ্চের হেড হবে সৃজন। তবে বউ ভোল বদলে ফেললেও তাকে দেখে প্রথমে সৃজনেরও বেশ খটকা লেগেছিল।

আরও পড়ুনঃ ‘ফুলকি’ অভিনেত্রীর দিদিও জনপ্রিয় তারকা! ছবি দেখেই ধরে ফেলল গোয়েন্দা দর্শকেরা 

Neem Phooler madhu serial Parna offer's new job to Srijan

তার মনে হয়েছে এই নতুন মাড্যামকে সে আগে কোথায় দেখেছে। তবে সৃজনকে মোটা মাইনের চাকরি দিয়ে কলকাতায় আটকে রাখতে গিয়ে বিনা পুজঁজিতেই একটা বিরাট ঝুঁকি নিয়ে ফেলেছে পর্ণা। যার জন্য পর্ণার নিজের মনে এক বিরাট দ্বন্দ কাজ করছে। দুম করে একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে এখন নিজেই বেশ দোটানার মধ্যে রয়েছে পর্ণা।

আরও পড়ুনঃ কি চলছে বাংলা সিরিয়ালে? লেটেস্ট খবর জানতে হলে ক্লিক করুন

জানা যাচ্ছে আগামী পর্বে সৃজনকে নতুন চাকরির মাইনে দেওয়ার জন্য নিজের বিয়ের গয়না বিক্রি করবে পর্ণা। তবে দেখারসৃজনকে আড়ালে রেখে এত বড় একটা কাজ কিভাবে সামলায় পর্ণা?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥