• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গলায় সাক্ষাৎ সরস্বতীর বাস! বাবুউউর মায়ের গলায় গান শুনে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

Published on:

Neem Phooler Madhu Krishna AKA Arijita Mukherjee singing talent impresses netizens

Arijita Mukherjee Singing : এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Bengali Seral) হল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। বাংলা টেলি দুনিয়ার সেই একঘেয়ে পরকীয়া-কুটকচালির ভিড়ে একান্নবর্তী পরিবারের গল্প দেখিয়ে দর্শকমনে স্থান করে নিয়েছে এই সিরিয়াল। মুখ্য চরিত্রে অভিনয় করছেন রুবেল দাস এবং পল্লবী শর্মা। এছাড়া পার্শ্ব চরিত্রে দেখা যাচ্ছে, লিলি চক্রবর্তী, অরিজিতা মুখোপাধ্যায় (Arijita Mukherjee), মানসী সেনগুপ্তের (Manosi Sengupta) মতো তারকাদের।

বাংলা সিরিয়ালপ্রেমী মানুষদের কাছে পর্ণা, কৃষ্ণা (Krishna), সৃজন, মৌমিতারা (Moumita) এখন অত্যন্ত পরিচিত মুখ হয়ে গিয়েছে। ধারাবাহিকের চরিত্রের নামেই এখন পল্লবী, রুবেলদের চেনে অধিকাংশ দর্শক। অরিজিতার পরিচিতি যেমন এখন কৃষ্ণা কিংবা বাবুউউর মা নামেই হয়ে গিয়েছে। সম্প্রতি সেই অভিনেত্রীরই গানের (Singing) ট্যালেন্ট দেখে মুগ্ধ হয়ে গিয়েছে নেটিজেনরা।

Neem Phooler Madhu, Arijita Mukherjee, Arijita Mukherjee singing

বিনোদন দুনিয়ার তারকাদের একাধিক সুপ্ত প্রতিভা থাকে। তুখোড় অভিনয়ের পাশাপাশি কেউ হয়তো ভালো নাচ করেন, কেউ খুব সুন্দর ছবি আঁকেন, কারোর আবার হয়তো গানের (Song) গলা দারুণ। পর্দার বাবুউউর মা তথা অরিজিতারই যেমন গানের গলা ভীষণ সুন্দর। সম্প্রতি খালি গলায় তাঁর গান শুনে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

আরও পড়ুনঃ জল্পনাই সত্যি, চোখের জলে শেষ হল ‘এক্কা দোক্কা’র পথচলা! রইল অন্তিম শ্যুটিংয়ের ঝলক

Arijita Mukherjee Manosi Sengupta, Arijita Mukherjee singing

আরও পড়ুনঃ চোখ বুজে চুম্বনে মত্ত, নবনীতাকে ভুলে কোথায় মজলেন জিতু? ছবি ভাইরাল হতেই হুলুস্থূল নেটপাড়া

দিন কয়েক আগে ‘নিম ফুলের মধু’র মৌমিতা তথা অভিনেত্রী মানসী সেনগুপ্ত নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে, মেক আপ রুমে নাচ-গানের আসর বসিয়েছেন তিনি এবং তাঁর দুই অনস্ক্রিন শাশুড়ি মা। এর মধ্যে অরিজিতা গান গাইছিলেন এবং মানসী এবং তাঁর অনস্ক্রিন শাশুড়ি মা নাচ করছিলেন।

খালি গলায় ‘আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে’ গেয়ে তাক লাগিয়ে দেন অরিজিতা। নাচের মাধ্যমে তাঁকে যোগ্য সঙ্গত দেন মানসী এবং সৃজনের অনস্ক্রিন জেঠিমা। দত্ত বাড়ির তিন বৌয়ের এই পারফরম্যান্স দেখে মন ভরে গিয়েছে নেটিজেনদের। প্রায় প্রত্যেকে তাঁদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। ‘কাজের ফাঁকে’ অরিজিতা-মানসীরা যে বেশ মজা করেই সময় কাটান তা এই ভিডিও দেখেই বুঝে গিয়েছেন নেটিজেনরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥