• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাথা লাগানো ব্যান্ডেজ, কি হল স্মার্ট দিদি নন্দিনীর? ভিডিও ভাইরাল হতেই চিন্তায় ভক্তরা

Published on:

Nandini Didi injured video goes viral on social media

Smart Didi Nandini Viral Video: সোশ্যাল মিডিয়ার হাত ধরে রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে গিয়েছিলেন নন্দিনী দিদি (Nandini Didi) ওরফে স্মার্ট দিদি (Smart Didi)। আসল নাম মমতা গঙ্গোপাধ্যায় (Mamata Ganguly) হলেও ‘স্মার্ট দিদি নন্দিনী’ নামেই নেটিজেনদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। ডালহৌসির অফিস পাড়ায় একটি পাইস হোটেল চালান তিনি।

একটি ইউটিউব ভিডিওর হাত ধরে রাতারাতি ভাগ্যের চাকা ঘুরে গিয়েছিল নন্দিনীর। সেই ভিডিও সমাজমাধ্যমে (Social Media) ভাইরাল (Viral) হতেই সুন্দরী নন্দিনীকে দেখতে তার হোটেলে ভিড় জমতে শুরু করে। অপরদিকে ইউটিউব ভরে যায় তাঁর একাধিক ভিডিওয়। এখনও প্রায়শয়ই সমাজমাধ্যমে তাঁর নানান ভিডিও ভাইরাল হতে দেখা যায়। সম্প্রতি যেমন ‘স্মার্ট দিদি নন্দিনী’র একটি ভিডিও দেখে বেশ চিন্তায় পড়েছেন নেটিজেনরা।

Smart Didi Nandini, Nandini Didi

সম্প্রতি একজন ব্যক্তি নন্দিনীর একটি ভিডিও (Video) সমাজমাধ্যমে শেয়া করেছেন। সেখানে তাঁর ভাতের হোটেলে কাজ করতে দেখা যাচ্ছে তাঁকে। কিন্তু অন্যদিনের মতো ফুরফুরে মেজাজে ছিলেন না নন্দিনী। বরং মুখ দেখেই বোঝা যাচ্ছিল তাঁর মেজাজটা একটু বিগড়ে রয়েছে।

সেই ভিডিও দেখেই অবশ্য কারণটা জানতে পেরেছেন নেটিজেনরা। ভাইরাল সেই ভিডিওয় দেখা যাচ্ছে, নন্দিনীর কপালে, চোখের ঠিক পাশেই একটি বড় ব্যান্ডেজ লাগানো রয়েছে। সম্ভবত কাজের ফাঁকে কোনও ভাবে চোট (Injured) পেয়েছেন তিনি।

আরও পড়ুনঃ শুধু কচি সাজার চেষ্টা! Didi No 1-এর মঞ্চে মিতুলের বয়স ফাঁস হতেই বিতর্কে আরাত্রিকা

Nandini Didi, Nandini Didi injured

শরীর খারাপ হলেও অবশ্য নিজের কাজ বন্ধ রাখেননি নন্দিনী। ভিডিওয় দেখা যাচ্ছে, মলিন মুখ নিয়েই হোটেলের গ্রাহকদের খাবার পরিবেশন করছেন তিনি। কিন্তু এরপর কাজ করতে করতেই আচমকা মাথা ঘুরে যায় নন্দিনীর। সঙ্গে সঙ্গে পাশের এক ভদ্রলোককে স্মার্ট দিদির সাহায্য করতে দেখা যায়।

আরও পড়ুনঃ বাস্তবেও এমন শ্বাশুড়ী হয়! ‘কার কাছে কই মনের কথা’ লেখিকার সাহস আছে বলে কুর্নিশ নেটিজেনদের

ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশ যেমন নন্দিনীর তারিফ করেছেন, তেমনই অনেকে আবার তাঁকে কটাক্ষও করেছেন। অনেকে এও বলেছেন, শুভশ্রী, সায়ন্তিকা নয়, বরং নন্দিনী দিদিরই ‘মহানায়ক সম্মান’ পাওয়া উচিত ছিল। দ্বিতীয়জনের আবার দাবি, ক্যামেরা দেখেই নাটক করতে শুরু করে দিয়েছেন নন্দিনী। এভাবেই নিজেকে এখন চর্চায় রেখেছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥