• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুধু কচি সাজার চেষ্টা! Didi No 1-এর মঞ্চে মিতুলের বয়স ফাঁস হতেই বিতর্কে আরাত্রিকা

Published on:

Khelnabari Serial Mitul actress Aratrika Maity brutally trolled on social media

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল ‘খেলনা বাড়ি’র (Khelna Bari) নায়িকা মিতুলের (Mitul) চরিত্রে অভিনয় করে এখন দর্শকদের একেবারে ঘরের মেয়ে হয়ে উঠেছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। ঝাড়গ্রামের মেয়ে আরাত্রিকার জীবনে এই সাফল্য কিন্তু রাতারাতি আসেনি। যার পিছনে রয়েছে আরাত্রিকা এবং তার বাবা-মায়ের কঠোর পরিশ্রম। যার জন্য একসময় তারা মেয়েকে নিয়ে ঝাড়গ্রাম থেকে কলকাতার ইন্দ্রপুরী স্টুডিওতে আসতেন শুটিংয়ের জন্য।

আরাত্রিকার প্রথম অভিনয়ের হাতেখড়ি হয়েছিল জি বাংলার ‘করুণাময়ী রানী রাসমণি’ সিরিয়ালে একটি ছোট চরিত্রের হাত ধরে। সম্প্রতি খেলনাবাড়ি সিরিয়ালের অন্যান্য কলা কুশলীদের সাথে পর্দার মিতুল হাজির হয়েছিলেন ‘দিদি নাম্বার ওয়ান’-এর মঞ্চে। সেখানে অভিনেত্রী হওয়ার আগের স্ট্রাগলের  কথা বলতে গিয়ে আরাত্রিকা এদিন জানান ‘সকাল আটটায় কল টাইম থাকতো আমরা রাত দুটো ট্রেন ধরে আসতাম সকাল ছটায় কলকাতায় নামতাম ইন্দ্রপুরী স্টুডিওতে কাজ হতো’।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,খেলনা বাড়ি,Khelna Bari,আরাত্রিকা মাইতি,Aratrika Maity,বয়স,Age,মিতুল,Mitul,দিদি নাম্বার ওয়ান,Didi No1,রচনা ব্যানার্জী,Rachna Banerjee

কিন্তু অত সকালে গেট খুলতো না। তাই আরাত্রিকা তার বাবার সাথে একটা বটগাছের তলায় বসে থাকটেনে। ওই গাছের তলায় বসেই নাকি ব্রেকফাস্ট করতেন তাঁরা। সেই পুরোনো স্মৃতি রোমন্থন করে এদিন অভিনেত্রী বলেছেন ‘এখন যখন আউটডোরে কখনও ইন্দ্রপুরী স্টুডিওতে যাই, ওই দিনগুলোর কথা মনে পড়ে যায়’। প্রসঙ্গত পর্দায় মিতুল দুই ছেলে মেয়ের মা হলেও বাস্তবে আরাত্রিকার  বয়স সবে ১৮।

এখন তিনি ক্লাস টুয়েলভে পড়ছেন। এ কথা শুনে এদিন যেন আকাশ থেকে পড়েছিলেন খোদ দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। পর্দায় যারা আরাত্রিকার ছেলে-মেয়ে হয়েছেন তাঁরা দুজনেই তাঁর থেকে বয়সে বড়। বর্তমানে গুগলির বয়স ২৩ বছর অন্যদিকে মিতুলের ছেলে শিবার বয়স ১৯ বছর।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,খেলনা বাড়ি,Khelna Bari,আরাত্রিকা মাইতি,Aratrika Maity,বয়স,Age,মিতুল,Mitul,দিদি নাম্বার ওয়ান,Didi No1,রচনা ব্যানার্জী,Rachna Banerjee

অর্থাৎ দুজনেই পর্দার মিতুলের থেকে বয়সে বড়।  বয়স নিয়ে কথা উঠতেই এদিন পর্দার মিতুল বলেন ‘পর্দায় আমি ওদের শাসন করি। আর অফ স্ক্রিনে ওরা আমায় শাসন করে।’ সেইসাথে অভিনেত্রীর সংযোজন ‘১৮ বছর বয়সে যদি আমাকে বড় বড় দেখতে লাগে আমি কি করবো!’

সোশ্যাল মিডিয়ায়  এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ যেন বিশ্বাসই করতে চাইছেন না পর্দার মিতুলের বর্তমান বয়স ১৮ বছর।  তাই ট্রোল করে কেউ লিখেছেন ‘১৮ কেন ৮ বললেই বা কি ক্ষতি হতো?’ তো আবার কারও মন্তব্য ‘শুধু বয়স নিয়ে কথা! কচি সাজার চেষ্টা।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥