Nabanita Das opens up about divorce with Jeetu Kamal in facebook live: টলিপাড়ার (Tollywood) গসিপের এখন হট টপিক হল জিতু কমল (Jeetu Kamal) এবং নবনীতা দাসের (Nabanita Das) ডিভোর্স। সপ্তাহ খানেক আগে আচমকাই সবাইকে অবাক করে ডিভোর্সের (Divorce) কথা ঘোষণা করেন অভিনেত্রী। এরপর থেকেই এই নিয়ে চর্চা চলেই যাচ্ছে। সেই সঙ্গেই বিচ্ছেদের কারণ নিয়েও একাধিক জল্পনা-কল্পনা চলছে। কেউ কেউ জিতু-নবনীতার ডিভোর্সের জন্য দায়ী করছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Srabanti Chatterjee)।
জিতু এবং শ্রাবন্তী একসঙ্গে দু’টি সিনেমায় কাজ করছেন। কয়েক মাস আগেই লন্ডনে থেকে ‘বাবুসোনা’র শ্যুটিং সেরে ফিরেছেন দু’জনে। এরপর এসকে মুভিজের ব্যানারে ‘আমি আমার মতো’ ছবিতে একসঙ্গে কাজ করবেন জিতু-শ্রাবন্তী। পরপর দু’টি সিনেমায় তাঁদের কাজ করার কথা সামনে আসার পর থেকেই নানান গুজব রটতে শুরু করে দিয়েছে।
অনেকেই জিতু-শ্রাবন্তীর সম্পর্কে দিকে আঙুল তুলেছেন। কেউ নায়কের চরিত্রের দিকে আঙুল তুলছেন, কেউ আবার নবনীতার। টলিউডে সাফল্য পাওয়ার পরেই জিতুর চরিত্রে বদল এসেছে, একথাও শোনা গিয়েছিল। অবশেষে এই বিষয় নিয়ে মুখ খুললেন নবনীতা নিজে। মঙ্গলবার ফেসবুক লাইভে এসে এই নিয়ে মুখ খোলেন অভিনেত্রী।
নবনীতা বলেন, ‘এটা আমার এবং জিতুর যৌথ সিদ্ধান্ত। আমাদের সম্পর্ক ভাঙার জন্য কোনও তৃতীয় ব্যক্তি দায়ী নন। জিতুর সঙ্গে অন্য সহ-অভিনেত্রীর নাম জড়ানো হচ্ছে। অনেক জায়গায় আমি শ্রাবন্তীদিকে নিয়ে জিতুর নাম জড়াতে দেখছি, কুরুচিকর মন্তব্যও করা হচ্ছে। এগুলো একেবারেই ঠিক নয়। আমি আশাহট হয়েছি। শ্রাবন্তীদির সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। আমি যখন লন্ডনে গিয়েছিলাম গল্প করেছি, আড্ডা দিয়েছি, চিপস খেয়েছি। যেগুলি রটছে সেগুলি ঠিক নয়’।
আরও পড়ুনঃ টলিপাড়ায় সুখবর, বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! নিজেই শুভদিনের কথা জানালেন অভিনেত্রী
নবনীতার সংযোজন, ‘জিতুর সম্বন্ধে যা বলা হচ্ছে, আচমকা সাফল্য পেয়ে ও উদ্ধত হয়ে গিয়েছে এটা ঠিক নয়। ও যখন সাফল্য পাচ্ছিল আমি ওঁর সঙ্গেই ছিলা। আমি নতুন কাজ যখন শুরু করলাম, জিতুর সঙ্গে ফোনে আলোচনা করেছি। জিতুর মধ্যে কোনও পরিবর্তন আসেনি। বাড়িতে সময় দেওয়াটা হয়তো কমিয়ে দিয়েছিল। আমাদের মধ্যে কখনও প্রফেশনাল ইগো আসেনি’।
আরও পড়ুনঃ মিঠাই সিরিয়ালের দৌলতে সকলের প্রিয়, পর্দার প্রফেসর ‘শ্রীতমা’র বাস্তবে বিদ্যার দৌড় কতদূর?
সবশেষে ‘বিয়ের ফুল’ অভিনেত্রী বলেন, আমাদের ঝগড়া হয়েছে এটা ঠিক, তবে সেটা কোনও তৃতীয় ব্যক্তির জন্য না। সেটা আমাদের দু’জনের ইগো সমস্যার জন্য। একসঙ্গে থেকে একে অপরকে সম্মান না করার চেয়ে আলাদা থেকে সম্মান করাটা শ্রেয়। বিয়ে ভাঙলেও জিতুকে নিয়ে কোনও রকম কুৎসা মানতে পারছেন না নবনীতা। সেই জন্যই ‘স্বামী’র পাশে দাঁড়িয়ে কড়া জবাবে নিন্দুকদের মুখ বন্ধ করে দিলেন তিনি।