• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিচ্ছেদ জল্পনার মাঝেই ‘ধূসর’ ধামাকা! বেনারসি পরে নবনীতার ছবি দেখেই হামলে পড়ল নেটপাড়া

Published on:

Nabanita Das Benarasi look goes viral

Nabanita Das shares photo in Benarasi: বিগত বেশ কিছুদিন ধরেই সংবাদ শিরোনামে রয়েছেন বাংলা সিরিয়ালের (Bengali Serial) জনপ্রিয় টেলি অভিনেত্রী নবনীতা দাস (Nabanita Das)। ছোট পর্দার তারা মা তিনি। দীর্ঘ ৪ বছরের দাম্পত্য জীবনে ফাটল ধরেছে অভিনেত্রীর। তাই কিছুদিন আগেই অভিনেতা জিতু কমলের (Jeetu Kamal) সাথে বিচ্ছেদের খবর একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে নিজেই জানিয়েছিলেন নবনীতা।

যদিও ‘বাচ্চা বউ’ এর সাথে বিচ্ছেদ প্রাথমিক মানতে নারাজ জীতু। সম্ভবত অনুরাগীদের মতো তিনিও চাইছেন নবনীতার সাথে সম্পর্কটাকে আবার মিটমাট করে নিতে। কিন্তু জীতু কামালের সাথে বিচ্ছেদ নিয়ে সম্প্রতি লাইভে এসে নিজের বক্তব্য একেবারেই স্পষ্ট করে দিয়েছিলেন নবনীতা। সেখানে তিনি জানিয়েছিলেন তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার আসল কারণ।

nabanita das jeetu kamal

আরও পড়ুনঃ ‘সৌগুন’ অতীত! নতুন প্রজেক্টে কৌশিকের নায়িকা হচ্ছেন এই সুন্দরী

সেইসাথে এদিন নবনীতা জানিয়েছিলেন তাঁরা নাকি বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন মাত্র তিন মাস আগে।এসবের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেনারসি পড়ে সাদা কালো একটি ছবি দিয়ে নতুন করে চর্চায় এসেছেন নবনীতা। যা দেখে অনেকের প্রশ্ন বিচ্ছেদের মাঝেই কি তিনি নাকি আবার নতুন করে সম্পর্কের কথা ভাবছেন?

একেবারেই তা নয়। বিচ্ছেদের পর  অভিনেত্রী শুধুমাত্র ফোকাস করতে চান কেরিয়ারে। তাছাড়া নবনীতা নিজেই জানিয়েছিলেন জীতু এবং তাঁর মাঝে নাকি কোনওদিন কোনও তৃতীয় ব্যক্তি আসেইনি। আপাতত নিজেকে এই পরিস্থিতি থেকে বার করে নিয়ে যেতে চান অভিনেত্রী। ফলে নতুন করে সম্পর্কের কথা এখন আর তিনি ভাবছেন না।

আরও পড়ুনঃ পর্দার পর বাস্তব বিয়ে কবে? নেটিজেনদের প্রশ্নের দিলখুশ করে দেওয়া উত্তর দিলেন প্রতীক-সোনামণি!

বাংলা সিরিয়াল,Bengali Serial,নবনীতা দাস,Nabanita Das,জীতু কামাল,Jeetu Kamal,বিচ্ছেদ,Separation,বেনারসি,Benarasi,ভাইরাল ছবি,Viral Photo

আসলে সম্প্রতি সান বাংলায় শুরু হয়েছে অভিনেত্রীর নতুন সিরিয়াল ‘বিয়ের ফুল’। সেখানেই অভিনেতা রাজা গোস্বামীর সাথে জুটি বেধেছেন নবনীতা। সম্ভবত সেই সিরিয়ালের শুটিং এর দৃশ্যই সাদাকালোতে শেয়ার করেছিলেন অভিনেত্রী। তবে এদিন নবনীতার সাদা কালো ছবি দেখে প্রশংসার পাশাপাশি এক নেটিজেন লিখেছেন ‘একদম জমিদার গিন্নিমা লাগছে। কিন্তু এতো সুন্দর ছবি টা সাদা কালো করে দিলে কেনো?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥