ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani)। বিলাসবৈভব কোন কিছুরই অভাব নেই রিলায়েন্স গোষ্ঠীর এই কর্ণধার তথা ভারতের সবচেয়ে ধনী এই ব্যক্তির। গোটা বিশ্ববাসীর কাছে আম্বানিদের জীবন যাপন সম্পর্কে আলাদা করে পরিচয় করানোর কোনো প্রয়োজন পড়ে না। নামিদামি গাড়ি-বাড়ি পোশাক থেকে আসবাবপত্র সবকিছুতেই ছাপ আভিজাত্যের। যা দেখেই তাক লেগে যায় আম জনতার।
মুম্বাইয়ের অভিজত এলাকায় আম্বানিদের ‘অ্যান্টিলিয়া’র রাজপ্রাসাদের মতো বাড়ি আর তার অন্দরমহলের চোখ ধাঁধানো সৌন্দর্য দেখে তাক লেগে যায় যে কারও। মুকেশ আম্বানির এই তলার বাড়িতে কমতি নেই কোন কিছুরই। তবে শুধু মুম্বাইতেই নয় বিশ্বের আরও অনেক জায়গাতেই রাজপ্রাসাদের মতো বাড়ি রয়েছে মুকেশ আম্বানির। মুকেশ আম্বানির কেনা এমনই একটি বিলাসবহুল বাড়ি রয়েছে ব্রিটেনে।
ব্রিটেনের বাকিংহ্যামশায়ারের স্টোক পার্কেরও (Stoke Park) মালিক এখন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি। ‘স্টোকস পার্ক’-এর বিলাসবহুল এই সাদা বাড়িটিতে কী নেই? শোয়ার ঘরই রয়েছে প্রায় ৪৯টি এছাড়া বাড়িতেই রয়েছে তিনটি রেস্তরাঁসহ একটি পাঁচতারা হোটেল। এ ছাড়াও রয়েছে ছোটখাট একটা হাসপাতাল যার দায়িত্বে রয়েছেন এক ব্রিটিশ চিকিৎসক। আম্বানিদের ওই প্রাসাদ চত্বরেই রয়েছে ১৩টি টেনিস কোর্ট এবং ২৭ হোলের গল্ফ কোর্স।
১৯০৮ সাল থেকে এই প্রাসাদটিই ইউকের প্রথম কান্ট্রি ক্লাব। ব্রিটিশ পরিবারের দ্বিতীয় প্রজন্ম সংস্থাটি চালালেও, তা এবার থেকে রিলায়েন্সের হসপিটালিটি অ্যাসেটের তালিকায় নাম লিখিয়েছে। এর ভেতরে বিলাসবহুল হোটেল, কনফারেন্স সুবিধা থেকে খেলাধুলার সুবিধা এবং ইউরোপের অন্যতম বৃহৎ গল্ফ কোর্স রয়েছে। তাছাড়া এখানে রয়েছে প্রায় ১৪ একর জুড়ে সাজানো বাগান। এই প্রাসাদে একটি মন্দিরও তৈরি করা হয়েছে। মুকেশ আম্বানির এই বাড়িতেই একসময় শুটিং হয়েছে হলিউডের বেশ কিছু জনপ্রিয় সিনেমার।
আরও পড়ুনঃ দ্বিতীয়বার মা হচ্ছেন অনুষ্কা শর্মা, পুজোর আগেই খুশির হাওয়া বিরাটের পরিবারে!
জানা যায় ব্রিটিশদের এই রাজপ্রাসাদের ইতিহাস প্রায় ৯০০ বছরের পুরনো। প্রায় ৩০০ একর এলাকা জুড়ে বিস্তৃত এই রাজপ্রাসাদটি এক সম্ভ্রান্ত ব্রিটিশ পরিবারের সম্পত্তি ছিল। ১৫৮১ সালে ব্রিটিশ রাজপরিবার কিনে নিয়েছিল এই সম্পত্তি। স্টোক পার্কের বিলাসবহুল প্রাসাদ, সাজানো বাগান সবটাই তৈরি হয়েছিল তৃতীয় জর্জের আমলে। জানা যায় বিখ্যাত স্থাপত্যবিদ জেমস ওয়াটের হাতে তৈরী হয়েছিল এই রাজপ্রাসাদের নকশা।
তবে জানা যাচ্ছে এখনই আম্বানির পরিবার ‘স্টোকস পার্ক’-এর বাড়িতে থাকবেন না। তার আগে নাকি এখানে হোটেল, ক্রীড়াক্ষেত্র সংস্কারের কাজ হবে। তৈরি হবে গলফ কোর্স। তবে রাজ প্রাসাদের মতো এই বাড়ির দাম শুনলে চমকে যাবেন আপনিও। মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর প্রায় ৭৯ মিলিয়ন মার্কিন ডলারে ব্রিটেনের এই স্টোক পার্ক কিনেছেন মুকেশ আম্বানির। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫৯৪ কোটি টাকা।