• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উপহারের দামেই বসে খাবে সাতপুরুষ! স্ত্রী নীতাকে দীপাবলিতে কি দিলেন মুকেশ আম্বানি জানেন?

মুকেশ আম্বানি নামটা সমস্ত ভারতবাসী তো বটেই সমগ্র বিশ্বে বেশ পরিচিত। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) মালিক হওয়ার পাশাপাশি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন তিনি। অবশ্য স্ত্রী নীতা আম্বানি (Nita Ambani) ও কোনো অংশে কম যান না। ব্যবসায়িক মহলে দুজনেরই খ্যাতি বেশ। কয়েকশো কোটির বাড়ি থেকে কোটি টাকার গাড়ি নিয়ে এলাহী জীবন যাপন করে আম্বানি পরিবার।

মুম্বাইতে প্রায় ১৫,০০০ কোটি টাকার বাড়ি এন্টিলিয়াতে থাকেন মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। তবে সম্প্রতি দীপাবলির আগে স্ত্রীকে বহুমূল্য উপহার দেওয়ার কারণে শিরোনামে উঠে এসেছেন আম্বানি। এবছর উপহার হিসাবে স্ত্রী নীতাকে রোলস রয়েস কুলিনান ব্ল্যাক ব্যাজ (Rolls Royce Cullinan Black Badge) গিফট করছেন মুকেশ আম্বানি। যার দাম রীতিমত মাথা ঘুরিয়ে দেওয়ার মত।

   

Nita Ambani wife of Mukesh Ambani

বহুমূল্য কুলিয়ান ডায়মন্ডের নামের থেকেই এই এসইউভি গাড়ির নামকরণ করা হয়েছে। জানলে অবাক হবেন ৩১০০ ক্যারেটের এই কুলিয়ান ডায়মন্ডটি এপর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় হীরে। রোলস রয়েস ৫ই ডিসেম্বর ২০১৮তে লঞ্চ করা হয়। বর্তমানে এই গাড়ির দাম প্রায় ১০ কোটি টাকা।

আরও পড়ুনঃ ‘দেখে জানোয়ার মনে হয়…’, আচমকাই চিৎকার নন্দিনী দিদির! হু হু করে ভাইরাল ভিডিও

বৈদ্যুতিক মডেলের এই গাড়ি যেমন নিরাপদ তেমনি অধ্যাধুনিক ফিচার্স ভরপুর। সম্পূর্ণ বুলেট প্রুফ এই ৭ সিটার গাড়ি সেলেব্রিটিদের খুবই পছন্দের। কিন্তু আকাশছোঁয়া দামের কারণে খুব কমজনের কাছেই এই গাড়ি আছে। এবছর লাল রঙের এই রোলস রোয়েস গাড়িটি যুক্ত হল আম্বানি পরিবারের গাড়ির তালিকায়।

আরও পড়ুনঃ কোটিপতি হয়েও সোনার গয়না পরেন না আম্বানিরা! সিক্রেট জানলে চমকে যাবেন আপনিও

Rolls Royce Cullinan Black Badge

অবশ্য এই গাড়ির আগেই মুকেশ আম্বানির কাছে রোলস রয়েস গাড়ি ছিল। তাছাড়া বিএমডব্লিউ, মার্সিডিজ, অডি, বেন্টলি, ল্যান্ড রোভার রেঞ্জ রোভার, টেসলা, ফেরারী, টয়োটা, ভলভো এর মত একাধিক কোটি টাকার গাড়ি রয়েছে আম্বানির কাছে। তবে শুধু ফিচার্স বা শো অফার জন্য নয় নিরাপত্তার জন্যই মূলত এতদামী ব্যবহার করে থাকেন কোটিপতিরা।