• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কোটিপতির দামি শখ! মুকেশ আম্বানির ১০ কোটি টাকার বিলাসবহুল গাড়ির ফিচার শুনলে চোখ কপালে উঠবে

Published on:

Mukesh Ambani bought new luxury car Mercedes-Benz S680 Guard Bulletproof Sedan

Mukesh Ambani New 10Cr worth Car: ভারত, এশিয়া তো বটেই, গোটা বিশ্বের অন্যতম ধনী শিল্পপতিদের মধ্যে একজন হলেন মুকেশ অম্বানি (Mukesh Ambani)। গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে তাঁর নানান ব্যবসা রয়েছে। এহেন মুকেশ এবং তাঁর স্ত্রী নীতা প্রায়ই নিজেদের লাক্সারি লাইফস্টাইলের কারণে চর্চার কেন্দ্রে চলে আসেন। কখনও আলোচনার বিষয়বস্তু হয় নীতার চায়ের কাপ কিংবা লিপস্টিক, কখনও আবার তাঁদের কোনও নতুন গাড়ি (Car)। সম্প্রতি যেমন ১০ কোটি টাকারও বেশি দামের ‘মার্সিডিজ-বেঞ্জ S680 গার্ড বুলেটপ্রুফ সেডান’ (Mercedes-Benz S680 Guard Bulletproof Sedan) কিনেছেন রিল্যায়েন্স কর্তা।

‘CS12 Vlogs’ দ্বারা শেয়ার করা একটি ভিডিওয় মুকেশকে তাঁর নতুন গাড়ি ‘মার্সিডিজ-বেঞ্জ S680 গার্ড বুলেটপ্রুফ সেডান’এ ভ্রমণ করতে দেখা গিয়েছে। এক্ষেত্রে জানিয়ে রাখা প্রয়োজন, S680 অন্য মার্সিডিজ-বেঞ্জ লাক্সারি সেডানের মতো। তবে তফাৎ রয়েছে অন্য একটি জায়গায়। এই গাড়িটি নিরাপত্তার দিক থেকে অনেকখানি উন্নত। সাধারণ সেডানের থেকে প্রায় ২ টন ভারী এটি।

Mukesh Ambani, Mukesh Ambani Mercedes-Benz S680 Guard Bulletproof Sedan car

‘মার্সিডিজ-বেঞ্জ S680 গার্ড’এর আগেও মুকেশ এই ব্র্যান্ডেরই একটি গাড়িতে চড়ে যাতায়াত করতেন। সেই গাড়ির নাম হল, ‘মার্সিডিজ-বেঞ্জ S600 গার্ড বুলেটপ্রুফ সেডান’। অনুমান করা হচ্ছে, শিল্পপতির নিরাপত্তার দিকে নজর রেখেই গাড়ি পরিবর্তন করা হয়েছে। দেশের অন্যতম ধনী ব্যক্তিদের মধ্যে একজন হলেন মুকেশ। তাই স্বাভাবিকভাবেই তাঁর নিরাপত্তায় যে কোনও প্রকারের ত্রুটি রাখা হবে না তা একপ্রকার স্বাভাবিক।

অম্বানির কেনা ‘মার্সিডিজ-বেঞ্জ S680 গার্ড বুলেটপ্রুফ সেডান’র একটি বৈশিষ্ট্যও রয়েছে। এই গাড়ির বডিতে একটি বিশেষ ইন্টিগ্রেটেড শেল দেওয়া আছে। পাশাপাশি এই গাড়িতে ব্লাস্ট প্রুফ এবং বুলেট প্রুফ মাল্টি লেয়ারযুক্ত প্রতিরক্ষামূলক একটি গ্লাসের আস্তরণও রয়েছে। সেটি ৩.৫ থেকে ৪ ইঞ্চি পুরু।

 আরও পড়ুনঃ বুদ্ধি থাকলে ১০ সেকেন্ডেই দেবেন উত্তর! দেখুন তো সাংকেতিক চিহ্ন দেখে যুবতীর নাম বলতে পারেন কি না?

Mukesh Ambani, Mukesh Ambani Mercedes-Benz S680 Guard Bulletproof Sedan car

আরও পড়ুনঃ ভারতেই রয়েছে বিশ্বের সবচেয়ে ধনী ৫ মন্দির,যাদের ধন-সম্পদের পরিমাণ চোখ কপালে তোলার মত

সেই সঙ্গেই বিলাসবহুল এই গাড়িতে চাঞ্চা টায়ার ব্যবহৃত হয়েছে। সেটি ৮০ কিলোমিটার/ঘণ্টা গতিতে চলতে পারে। কোটি টাকা মূল্যের এই গাড়িতে একটি 6.0 লিটার V12 ইঞ্জিন রয়েছে। সেটি 612 Ps এবং 830 Nm পিক টর্ক জেনারেট করার ক্ষমতা রাখে।

বিভিন্ন নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, বিলাসবহুল এই গাড়ি কেনার জন্য ১০ কোটি টাকারও বেশি খরচ করেছেন রিল্যায়েন্স কর্তা। যদিও এটিই প্রথম নয়, এর আগেও প্রচুর কোটি টাকা মূল্যের গাড়িতে চড়েছেন তিনি। মুকেশের বাড়ির গ্যারাজে সাজানো রয়েছে, ‘Rolls-Royce Cullinan SUV’, ‘Land Rover’, ‘Lamborghini Urus’ সহ বিশ্বের একাধিক দামি দামি গাড়ি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥