• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কার প্রেমে পড়েছেন মিঠাইয়ের তোর্সা? গোপন খবর ফাঁস হতেই মুখ খুললেন অভিনেত্রী

বাংলা টেলিভিশনের ইতিহাসের অত্যন্ত আইকনিক একটি ধারাবাহিক (Serial) হল ‘মিঠাই’ (Mithai)জি বাংলার (Zee Bangla) পর্দায় প্রায় আড়াই বছর ধরে সম্প্রচারিত হয়েছিল এই সিরিয়াল। চলতি বছরই শেষ হয়েছে পথচলা। এই ধারাবাহিকে অভিনয় করেই বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন টেলি অভিনেত্রী তন্বী লাহা রায় (Tonni Laha Roy)। সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে তাঁর পরিচিতি অবশ্য ‘তোর্সা’ (Torsha) নামেই বেশি।

‘মিঠাই’ শেষের পর ছোটপর্দায় সেভাবে তন্বীর দেখা মেলেনি। তবে সোশ্যাল মিডিয়ায় (Social Media) বেশ সক্রিয় থাকেন অভিনেত্রী। মাঝেমধ্যেই কিছু না কিছু পোস্ট করতে দেখা যায় তাঁকে। সম্প্রতি সেই অভিনেত্রীই নিজের ব্যক্তিগত জীবনের সৌজন্যে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন। শোনা গিয়েছে, চুটিয়ে প্রেম করছেন তন্বী।

   

Tonni Laha Roy, Tonni Laha Roy boyfriend

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি রিল ভিডিও শেয়ার করেছেন তন্বী। সেখানে টলিউডের (Tollywood) জনপ্রিয় কোরিওগ্রাফার তথা অভিনেতা সন্দীপ ওরফে ‘স্যান্ডি রং’র (Sandy Rong) সঙ্গে নাচের তালে পা মেলাতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। শোনা যাচ্ছে, এই স্যান্ডির সঙ্গেই চুটিয়ে প্রেম করছেন ‘মিঠাই’র তোর্সা।

আরও পড়ুনঃ ‘মিলি’ আসতেই পুড়ল কপাল! জি বাংলার এই ধারাবাহিকের টাইম স্লট পাল্টাতেই রেগে আগুন দর্শকেরা

গত বেশ কয়েকমাস ধরে শোনা যাচ্ছে তন্বী-সন্দীপের প্রেমের গুঞ্জন। স্টুডিওপাড়ায় মাঝেমধ্যেই নাকি একসঙ্গে দেখা যাচ্ছে তাঁদের। তাহলে কি সত্যিই প্রেম করছেন দু’জনে? সম্প্রতি এক নামী সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে মুখ খোলেন তন্বী নিজে।

আরও পড়ুনঃ তেল না দিলে পুরস্কার পাওয়া যায় না! ৪০ বছরে কোনো জাতীয় পুরস্কার না পেয়ে ক্ষুব্ধ কুমার শানু

Tonni Laha Roy and Sandy Rong

স্যান্ডির সঙ্গে প্রেম করা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি বুঝি না, কোনও পুরুষের সঙ্গে যদি ছবি দেখা যায় তাহলেই কি প্রেম করতে হবে? মানুষের ভাবনাচিন্তা মাঝেমাঝে আমায় সত্যিই হাসায়। আমি আর স্যান্ডি একেবারেই প্রেম করছি না। আমাদের নামে গুজব ছড়ানো হচ্ছে। আমরা দু’জন খুব ভালো বন্ধু। মাঝেমধ্যে সময় পেলে রিল ভিডিও বানাই এটুকুই’।

 

View this post on Instagram

 

A post shared by Tonni Laha Roy (@roytonni)

প্রসঙ্গত, বাংলা টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী এখন তেমন কোনও কাজ করছেন না। ‘মিঠাই’ শেষের পর কিছু সময়ের জন্য বিরতি নিয়েছেন তন্বী। তবে বেশ কিছু প্রোজেক্টের কথাবার্তা চলছে। পছন্দমতো প্রোজেক্ট পেলে ফের পর্দায় দেখা যাবে ‘মিঠাই’ অভিনেত্রীকে।