• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মিলি’ আসতেই পুড়ল কপাল! জি বাংলার এই ধারাবাহিকের টাইম স্লট পাল্টাতেই রেগে আগুন দর্শকেরা

Updated on:

Zee Bangla Bengali serial Mili will take this popular serial slot

সাম্প্রতিক অতীতে স্টার জলসা, জি বাংলার (Zee Bangla) পর্দায় একাধিক নতুন ধারাবাহিক (Bengali Serial) শুরু হয়েছে। টিআরপি তালিকায় সেরার আসন দখল করতে একের পর এক নতুন মেগা আনছে দুই চ্যানেল। শীঘ্রই যেমন জি বাংলার পর্দায় শুরু হতে চলেছে ‘মিলি’ (Mili)। ইতিমধ্যেই প্রকাশ্যে চলে এসেছে আসন্ন এই ধারাবাহিকের প্রোমো। এবার সামনে চলে এল সম্প্রচার শুরুর (Telecast Time) দিনক্ষণও।

জি বাংলার এই নতুন সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ‘আলতা ফড়িং’ খ্যাত খেয়ালী মণ্ডল (Kheyali Mondal) এবং অনুভব কাঞ্জিলাল (Anubhav Kanjilal)। বাংলা সিরিয়ালের তথাকথিত পরকীয়া-কুটকচালির ভিড়ে আদ্যোপান্ত প্রেমের কাহিনী নিয়ে আসছে ‘মিলি’। প্রোমো দেখে তেমনটাই আঁচ করেছেন দর্শকরা। এবার প্রকাশ্যে এসে গেল ধারাবাহিক শুরুর দিন এবং স্লট।

Mili, Mili serial promo

‘মিলি’র প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকমহলে নানান জল্পনা-কল্পনা চলছিল। কোন ধারাবাহিক বন্ধ (End) হবে? কোন স্লটে দেওয়া হবে এই সিরিয়াল? এমন নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সিরিয়ালপ্রেমীদের মনে। অবশেষে পাওয়া গেল সেই উত্তর।

আরও পড়ুনঃ তেল না দিলে পুরস্কার পাওয়া যায় না! ৪০ বছরে কোনো জাতীয় পুরস্কার না পেয়ে ক্ষুব্ধ কুমার শানু

Khelna Bari, Khelna Bari time slot change

আরও পড়ুনঃ শুরুতেই চমকে দিল লাভ বিয়ে আজকাল, চিন্তায় দীপা-জগদ্ধাত্রী! জন্মাষ্টমীতে ওলটপালট TRP তালিকা

প্রথমে শোনা গিয়েছিল, ‘মিলি’কে স্থান করে দিতে পথচলা শেষ হবে ‘মুকুট’র (Mukut)। টিআরপি তালিকায় ধুঁকতে থাকা এই সিরিয়াল বন্ধ করে দেবে চ্যানেল কর্তৃপক্ষ। কিন্তু সম্প্রতি ‘মিলি’র সম্প্রচার শুরুর যে দিনক্ষণ সামনে আসে তাতে দেখা গিয়েছে, কোপ পড়তে চলেছে ‘খেলনা বাড়ি’ (Khelna Bari) ওপর। একসময়কার এই টপার ধারাবাহিকের স্থানে রাত ৯টার স্লটে দেখানো হবে খেয়ালী-অনুভবের সিরিয়াল। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে ‘মিলি’র পথচলা।

সম্প্রতি জি বাংলার তরফ থেকে ‘মিলি’র সম্প্রচার শুরুর দিনক্ষণ জানানো হয়। এরপরই হইচই পড়ে যায় নেটপাড়ায়। ইন্দ্র-মিতুলের ‘খেলনা বাড়ি’ ওপর কোপ পড়েছে দেখে অনেকেই বেশ ক্ষুব্ধ হয়ে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে জোর চর্চাও চলছে। যদিও এখনও জানা যায়নি, ‘খেলনা বাড়ি’ শেষ হয়ে যাবে নাকি স্লট পরিবর্তন হচ্ছে। আপাতত সেটা জানার অপেক্ষাতেই রয়েছেন প্রত্যেকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥