• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাইয়ের পার্শ্ব চরিত্র থেকে বড়পর্দায়! জনপ্রিয় অভিনেত্রীর নতুন জার্নির খবরে খুশি ভক্তরা

Published on:

Mithai fame Shreetama Modak actress Diya Mukherjee star her new journey with a short film

Mithai actress gets break in Short Film: জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় বাংলা সিরিয়ালের (Bengali Serial) ইতিহাসে ‘মিঠাই’ (Mithai) একটি মাইলফলক। এই সিরিয়াল শেষ হওয়ার সাথে সাথেই একের পর এক নতুন কাজ নিয়ে ফিরছেন এই সিরিয়ালের অধিকাংশ কলাকুশলীরা। মিঠাই শেষ হওয়ার মুখেই এই সিরিয়ালের প্রধান নায়িকা মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু টলিউড সুপার স্টার দেব-এর বিপরীতে জুটি বাঁধার খবর দিয়ে দিয়েছিলেন।

আর সম্প্রতি শোনা যাচ্ছে আরও এক নতুন সিরিয়ালে খুব তাড়াতাড়ি কামব্যাক করবেন এই সিরিয়ালের প্রধান নায়ক সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায়। অন্যদিকে শোনা যাচ্ছে মিঠাই সিরিয়ালের আরও এক জনপ্রিয় অভিনেত্রী সিরিয়ালের গন্ডি ছাড়িয়ে এবার পা রাখতে চলেছেন সিনেমায়। তিনি হলেন নায়ক সিদ্ধার্থের বোন শ্রীতমা ওরফে শ্রী চরিত্রের অভিনেত্রী দিয়া মুখার্জি (Diya Mukherjee)।

Diya Mukherjee, Diya Mukherjee short film, Mithai and Sritama

ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী এবার ছোট পর্দা ছেড়ে পা রেখেছেন এক নতুন সফরে। আগেই জানা গিয়েছিল দিয়া একটি নতুন শর্ট ফিল্মে অভিনয় করেছেন। এবার সেই আসন্ন সিনেমার ঝলক সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করলেন অভিনেত্রী নিজেই।

আরও পড়ুনঃ ঐন্দ্রিলার মৃত্যুর ৭ মাসের মাথাতেই নতুন শুরু! ‘সুখবর’ দিলেন সব্যসাচী চৌধুরী

জানা যাচ্ছে দিয়ার আসন্ন এই শর্ট ফিল্মের নাম ‘ভালোবাসার ১০০ টি উপায়’ (Bhalobashar 100ti Upai)। ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী এবার এই নতুন শর্ট ফিল্মে জুটি বাঁধছেন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মডেল সৌভিক দাসের (Souvik Das) সাথে। ফেসবুকের দেওয়ালে এই আসন্ন সিনেমার ঝলক শেয়ার করে নিয়ে ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন ‘ইচ্ছে করলেই তোমায় কাছে পাওয়া যায়, তুমি ভালোবাসার একশো টি উপায়।’

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,শ্রীতমা,Sritama,দিয়া মুখার্জী,Diya Mukherjee,নতুন সফর,New Journey,শর্ট ফিল্ম,Short Film,ভালোবাসার একশো টি উপায়,Bhalobashar 100ti Upai,সৌভিক দাস,Souvik Das

প্রসঙ্গত টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী দিয়া খুব ছোট থেকেই যুক্ত রয়েছেন অভিনয়ের সাথে। তবে মিঠাই সিরিয়ালের শ্রীতমা মোদক হয়েই বাংলা জোড়া খ্যাতি পেয়েছেন তিনি। বিশেষ করে রাতুল অভিনেতা উদয় প্রতাপ সিংয়ের সাথে তাঁর জুটিটা কিন্তু ব্যাপক পছন্দ করেছেন সিরিয়ালপ্রেমী দর্শকরা। তাই অনুরাগীরা ভালোবেসে আজও তাঁদের শ্রীটুল বলেই ডাকেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥