• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অল্প বয়সেই মিলেছে ব্যাপক জনপ্রিয়তা! জানেন মিঠাইয়ের নীপার বিদ্যার দৌড় কতদূর?

Mithai Serial Nipa Actress Oindrila Saha Educational Qualification: টিভির পর্দায় ‘মিঠাই’ (Mithai) এর সম্প্রচার শেষ হয়ে গেলেও দর্শকমহলে এই সিরিয়ালের ক্রেজ কমেনি একফোঁটাও।সিরিয়াল শেষ হওয়ার পর একে একে নতুন নতুন সিরিয়ালে ফিরছেন এই সিরিয়ালের সমস্ত কলা কুশলীরা। যদিও এখনও  দর্শকদের কাছে এই সিরিয়ালের কলা কুশলীরা সকলেই সিরিয়ালের চরিত্রের নামেই পরিচিত। মিঠাই সিরিয়ালের এমনই  একজন জনপ্রিয় চরিত্র ছিলেন নায়িকা মিঠাইয়ের ছোট ননদ নীপা।

ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করেই তুমুল পেয়েছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা (Oindrila Saha)। একসময় শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করলেও ইদানিং বেশ পরিণত চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে ঐন্দ্রিলাকে।দর্শক যার প্রমাণ পেয়েছেন মিঠাই সিরিয়ালে পুলিশ দাদা রুদ্রর সাথে বিয়ের পর নিপার চরিত্রে বিরাট বদল দেখে। বিয়ের পরেই এক ধাক্কায় যেন বড় হয়ে গিয়েছিল মাদক পরিবারের আদরের ছোট মেয়ে নিপা।

   

Mithai fame Nipa Oindrila Saha takes entry in colors bangla's serial Tumi Je amar ma

বর্তমানে এই অভিনেত্রীকে দেখা যাচ্ছে কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘তুমি যে আমার মা’তে। কিছুদিন আগেই লীপ নিয়েছে এই ধারাবাহিক। তারপর এই ধারাবাহিকের শিশুশিল্পী আরু বড় হয়ে যায়। আর সেই আরুর বড়বেলার চরিত্রেই অভিনয় করছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা।

টেলিভিশনের পর্দায় দাপিয়ে অভিনয় করার পাশাপাশি ব্যক্তিগত জীবনে নিজের পড়াশোনাটাকেও কিন্তু সমান গুরুত্ব দিয়েছেন অভিনেত্রী।বর্তমানে অভিনেত্রী আশুতোষ কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। পড়াশুনা করছেন জেনারেল কোর্সে।   ছ নম্বর সেমিস্টার শেষ হলেই স্নাতক হয়ে যাবেন তিনি।

আরও পড়ুনঃ সিরিয়াল থেকে সোজা সিনেমার নায়িকা, বাকিদের থেকে কেন পিছিয়ে ‘নিম ফুলের মধু’র পর্ণা?

Mithai serial Nipa

আরও পড়ুনঃ বৌকে ছেড়ে ফুলশয্যায় মায়ের সাথে ছেলে, ‘কার কাছে কই মনের কথা’ দেখে ছিঃ ছিঃ করছে নেটপাড়া

আগে ঐন্দ্রিলা যখন মিঠাইয়ের শুটিং করতেন তখন তাঁকে যেতে হতো ইন্দ্রপুরী স্টুডিওতে। যার কাছাকাছি মেট্রো স্টেশন হলো রবীন্দ্র সরোবর। আর সেখান থেকেই মাত্র দশ মিনিটে মেট্রো করে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে পৌঁছে যেতেন  পর্দার নিপা। সেখান থেকে খুব কাছেই রয়েছে আশুতোষ কলেজ। এই ভাবেই দুদিক বজায় রেখে শুটিং চালিয়ে গিয়েছেন ঐন্দ্রিলা।