• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রুটি বেলা থেকে নাচ-গান! মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে জমজমাট ‘দিদি নম্বর ১’, দেখুন প্রোমো

দিন কয়েক আগেই জানা গিয়েছিল, ‘দিদি নম্বর ১’র (Didi No 1) মঞ্চে উপস্থিত হতে চলেছেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ‘পর্দার দিদি নম্বর ওয়ানে’র অনুষ্ঠানে এবার দেখা যাবে ‘বাংলার দিদি নম্বর ওয়ান’কে। এরপর থেকেই এই পর্ব দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শকরা। অবশেষে প্রকাশ্যে এল সেই প্রোমো।

শুক্রবার জি বাংলার (Zee Bangla) তরফ থেকে আসন্ন এই বিশেষ পর্বের প্রথম ঝলক শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন রচনা (Rachana Banerjee)। এরপর ‘দিদি নম্বর ১’ লেখা উত্তরীয় মুখ্যমন্ত্রীকে পরিয়ে দিতে যান তিনি। কিন্তু মুখ্যমন্ত্রী সেটা নিয়ে রচনার গলায় পরিয়ে দেন। সেই সঙ্গেই বলেন, ‘এটা তোমাকেই শোভা পায়। যথার্থ অর্থে দিদি নম্বর ওয়ান’।

   

Rachana Banerjee and Mamata Banerjee in Didi No 1

এরপর রচনা এবং ডোনা গাঙ্গুলীর (Dona Ganguly) হাত ধরে নাচ করতে দেখা যায় মাননীয়া মুখ্যমন্ত্রীকে। ‘দিদি নম্বর ওয়ান’ সঞ্চালিকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ছুঁয়ে আশীর্বাদও নেন। জানা যাচ্ছে, প্রতিযোগী নয়, বিশেষ অতিথি হিসেবে ‘দিদি নম্বর ওয়ানে’র মঞ্চে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রতিযোগী হিসেবে খেলতে এসেছিলেন ডোনা গাঙ্গুলী, অরুন্ধতী হোম চৌধুরী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের মতো তারকারা।

আরও পড়ুনঃ ‘যোগমায়া’ আসতেই লালবাতি! আচমকাই শেষ হচ্ছে জি বাংলার এই জনপ্রিয় মেগা, মাথায় বাজ দর্শকদের

মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছিলেন, তিনি খেলবেন না। বরং প্রতিযোগীদের উৎসাহ দেবেন। এদিনের পর্বে সেটে প্রথমে লুচি ভাজার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরে কিছু কারণবশত সেই খেলা বদলে রুটি বেলার প্রতিযোগিতা করা হয়।

Mamata Banerjee in Didi No 1

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে জানিয়েছিলেন, তিনি রুটি বেলবেন না। কিন্তু নাচ-গান করবেন। তবে শেষ অবধি স্নেহধন্যা রচনার কথা ফেলতে পারেননি তিনি। প্রথমে সঞ্চালিকা নিজে রুটি বেলেন। এরপর মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন। রচনার কথায় রুটি বেলে দেখান মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা যাচ্ছে, ‘দিদি নম্বর ওয়ানে’র শ্যুটিংয়ে বেশ খোশমেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী। আড্ডা, গল্প করে বেশ আনন্দে সময়টা কাটিয়েছেন তিনি। নিজের ব্যস্ত শিডিউলের মধ্যে থেকে সময় বের করে প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা সেটে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই বিশেষ পর্ব টেলিভিশনে কবে দেখানো হবে তা এখনও ঘোষণা করা হয়নি।

site