• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাজনীতি থেকে অভিনয়ের এসেই টুরু লাভের কাহিনী! ‘ওহ লাভলী’র ট্রেলারেই কাঁপিয়ে দিলেন মদন মিত্র

Updated on:

Madan Mitra Upcoming moie Oh Lovely Trailer Out

Madan Mitra Upcoming Film ‘Oh Lovely’ Trailer : রাজনীতির ময়দানের ‘কালারফুল বয়’ তিনি, এবার সেই মদন মিত্রই (Madan Mitra) পা রাখতে চলেছেন অভিনয় জগতে (Tollywood)। এমনিতে বিনোদন দুনিয়ার তারকাদের সঙ্গে তাঁর ভালোই ওঠাবসা রয়েছে। অতীতে বহুবার একাধিক টলি তারকার সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। তবে এবার দর্শকদের মন জয় করতে ‘ওহ লাভলি’র (Oh Lovely) হাত ধরে টলি ইন্ডাস্ট্রিতে পা রাখলেন মদনবাবু। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে ছবির ট্রেলার (Oh Lovely Trailer)

কেমন হল ‘ওহ লাভলি’র ট্রেলার?

মদনবাবুর ডেবিউ ছবির ট্রেলারে দেখা গিয়েছে, বাবার চাষবাস, ব্যবসা ফেলে চাকরির সন্ধানে শহরে এসেছে নায়ক ঋক (Rik)। সেখানে এসে বড়লোক বাড়ির সুন্দরী মেয়ে রাজনন্দিনীর (Rajnandini Paul) প্রেমে পড়ে সে। বড়লোক বাড়ির মেয়ে হলেও নায়িকা প্রাণপণে একটা চাকরি জোটানোর চেষ্টা করছে। নাহলে দুবাইয়েই এক বড়লোক ছেলের সঙ্গে বাড়ি থেকে বিয়ে দেওয়া হবে। এমতাবস্থায় নায়ক ঋকের সঙ্গে ‘টুরু লাভ’ শুরু হয় নায়িকার।

Oh Lovely, Oh Lovely trailer

শেষ অবধি কি আদৌ মিল হবে নায়ক-নায়িকার?

এদিকে নায়িকার সঙ্গে প্রেম শুরু হলেও বাড়িতে সেই সম্পর্কের কথা বলতে পারে না নায়ক। এসব দেখে বেঁকে বসেন নায়িকা। স্পষ্ট জানিয়ে দেয়, সে পালিয়ে বিয়ে করবে না। পান পাতা সরিয়ে গোটা শ্বশুরবাড়িকে না দেখলে সে কিছুতেই নায়কের গলায় মালা দেবে না। এরপরেই দেখা যায়, অন্য একজনের সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে নায়িকার। তাহলে কি বিচ্ছেদই লেখা আছে নায়ক-নায়িকার ভাগ্যে? উত্তর পাওয়া যাবে ‘ওহ লাভলি’ রিলিজের পর।

আরও পড়ুনঃ কন্ট্রোল হারিয়ে ফেলেছিলেন! প্রসেনজিতের পায়ের কাছে বসে কি করেছিলেন ঋতুপর্ণা?

Madan Mitra Oh Lovely, Oh Lovely trailer

মদন মিত্রের ধামাকেদার এন্ট্রি

‘ওহ লাভলি’র মূল আকর্ষণ যদি কেউ হয়ে থাকেন তাহলে তিনি নিঃসন্দেহে মদন মিত্র। ট্রেলারে বন্দুক হাতে দেখা মিলেছে তাঁর। নায়ক-নায়িকার প্রেমে তিনি সাহায্য করবেন নাকি ব্যাঘাত ঘটাবেন সেই প্রশ্নের উত্তর মেলেনি ট্রেলারে। এই প্রশ্নেরও জবাব পাওয়া যাবে ‘ওহ লাভলি’ রিলিজের পরেই।

আরও পড়ুনঃ বাপ বাপ বলে বাড়বে TRP! পাল্টে যাচ্ছে স্বয়ম্ভু? জগদ্ধাত্রীর নতুন বর হয়ে আসছেন এই অভিনেতা


কবে রিলিজ করবে ‘ওহ লাভলি’?

বাংলা ওয়েব দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ হলেন রাজনন্দিনী। ‘ওহ লাভলি’র হাত ধরে টলিউডে ডেবিউ করতে চলেছেন তিনি। অপরদিকে নায়ক ঋকেরও এটি প্রথম সিনেমা। মদন মিত্র, ঋক, রাজনন্দিনী ছাড়াও এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, লাবনী সরকারের মতো তারকাদের। হরনাথ চক্রবর্তী পরিচালিত রোম্যান্টিক কমেডি ঘরানার এই সিনেমা রিলিজ করবে আগামী ২৫ আগস্ট।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥