• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দারুন খবর! পর্দায় ফিরছে ‘মা’ সিরিয়ালের ফুলকি, প্রকাশ্যে অস্মিতার নতুন সিরিয়ালের প্রোমো

Published on:

Maa serial Phulki actress Ashmita Chakraborty coming back with a new serial

‘তোমায় ছাড়া ঘুম আসে না মা…!’- বাংলা সিরিয়ালপ্রেমী মানুষদের নস্ট্যালজিক করে তোলার জন্য এই একটা লাইনই যথেষ্ট। একটা সময় সন্ধ্যা হলেই ‘মা’ (Maa) দেখার জন্য টিভির সামনে বসে পড়তেন দর্শকরা। স্টার জলসার এই আইকনিক সিরিয়াল রীতিমতো রাজত্ব করতো টিআরপি (TRP) তালিকায়। টানা ৫ বছর দর্শকদের বিনোদনের রসদ জুগিয়েছে এই ধারাবাহিক।

‘মা’ শেষ হওয়ার পর এতগুলো বছর কেটে গেলেও দর্শকদের মুখে মাঝেমধ্যেই শোনা যায় এই ধারাবাহিকের (Bengali Serial) নাম। এই সিরিয়ালে অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল মেগার কলাকুশলীরা। এত বছর পরেও দর্শকরা ভুলতে পারেননি ঝিলিক, ফুলকি (Phulki), বিল্টুদের।

Maa serial Fulki, Fulki, Ashmita Chakraborty

‘মা’ সিরিয়ালে ছোট ঝিলিকের চরিত্রে অভিনয় করেছিলেন শিশুশিল্পী তিথি বসু। বড় ঝিলিক রূপে দেখা যায় শ্রীতমা ভট্টাচার্যকে। একইভাবে ধারাবাহিকের খলনায়িকা ফুলকির চরিত্রে প্রথমে দেখা গিয়েছিল শিশুশিল্পী ভাবনাকে। বড় হওয়ার পর সেই চরিত্রে দেখা যায় অস্মিতা চক্রবর্তীকে (Ashmita Chakraborty)।  ফুলকি চরিত্রে তাঁর হাড়জ্বালানো অভিনয় আজও ভুলতে পারেননি দর্শকরা।

আরও পড়ুনঃ আরও পড়ুনঃ হুড়মুড়িয়ে বাড়বে TRP, জনপ্রিয় এই সিরিয়ালের হাত ধরে ছোটপর্দায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়!

যদিও ‘মা’ শেষ হওয়ার পর ছোটপর্দায় সেভাবে দেখা মেলেনি অস্মিতার। একসময় সেরা খলনায়িকার পুরস্কার জিতলেও ‘মা’ শেষের পর টেলি দুনিয়া থেকে একপ্রকার যেন গায়েব হয়ে গিয়েছিলেন তিনি। এত দিন ধরে অস্মিতার ভক্তরা তাঁর নতুন সিরিয়াল আসার অপেক্ষায় ছিলেন। অবশেষে তাঁদের সেই অপেক্ষার অবসান ঘটলো।

আরও পড়ুনঃ দীপার দিন শেষ! ধামাকা পর্বে রাজত্ব করছে জ্যাস-পর্ণা-ফুলকি, রইল সপ্তাহের ওলটপালট TRP তালিকা

Phulki actress Ashmita Chakraborty in Katha serial

সদ্য প্রকাশ্যে এসে স্টার জলসার (Star Jalsha) নতুন ধারাবাহিক ‘কথা’র (Katha) প্রোমো। মুখ্য চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা দে এবং সাহেব ভট্টাচার্য। এই সিরিয়ালেই দেখা যাবে ‘ফুলকি’ অভিনেত্রী অস্মিতাকে। প্রোমোতেই দেখা মিলেছে তাঁর। এত সময় পর অবশেষে অস্মিতাকে সিরিয়ালে দেখতে পেয়ে ভীষণ খুশি হয়েছে তাঁর ভক্তরা।

প্রসঙ্গত, ‘মা’য়ের সাফল্যের পর এতটা সময় কাজ না পেয়ে এক ইউটিউব চ্যানেলের কাছে মুখ খুলেছিলেন পর্দার ফুলকি। অস্মিতা বলেছিলেন, ‘আমি নিজের জীবনে কোনও কিছুই সহজে পাইনি। যেটুকু পেয়েছি সেটার জন্য আমায় প্রচুর স্ট্রাগল করতে হয়েছে। এখনও সেটাই হচ্ছে। তবে আমি আশা করি, একদিন আমার প্রতিভার গুরুত্ব কেউ না কেউ করবেন’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥