• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দার সেরা শ্বাশুড়ি লাবণ্য বাস্তবে বসছেন বিয়ের পিঁড়িতে! প্রকাশ্যে এল বিয়ের দিনক্ষণ 

Updated on:

Anurager Chhowa Labonyo Sengupta Actress Rupanjana Mitra's wedding date

টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)। যদিও এখন তিনিই বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের কাছে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) সিরিয়ালের লাবণ্য সেনগুপ্ত নামেই পরিচিত। সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে এখন তিনি সেনগুপ্ত পরিবারের অত্যন্ত দাপুটে একজন সদস্য। বাংলা সিরিয়ালের তথাকথিত দজ্জাল শাশুড়ির সব মিথ ভেঙে তিনি দেখিয়ে দিয়েছেন শাশুড়িরাও কিভাবে মা হতে পারেন।

বিশেষ করে টিভির পর্দায় লাবণ্যর সাথে তার বৌমা দীপার বন্ডিংটা দারুন। যদিও এই লাবণ্যই একসময় দীপাকে সহ্য করতে পারতো না। তার গায়ের রং কালো হওয়ায় তাকে একসময় যাচ্ছে তাই ভাবে অপমান করতো লাবণ্য। কিন্তু পরে দীপাই  নিজের গুণে মন জয় করে নেয় লাবণ্য সেনগুপ্তের। বাংলা সিরিয়ালের জগতে এখন তারাই সেরা শ্বাশুড়ি বৌমার জুটি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,লাবণ্য সেনগুপ্ত,Labonyo Sengupta,রূপাঞ্জনা মিত্র,Rupanjana Mitra,বিয়ে,Marriage,রাতুল মুখার্জী,Ratul Mukherjee

পর্দার এই সেরা শাশুড়ি এবার বাস্তব জীবনে বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই  পাহাড়ের কোলে দীর্ঘদিনের প্রেমিক রাতুল মুখার্জীর (Ratul Mukherjee) সাথেই  আংটি বদল সেরে ছিলেন রূপাঞ্জনা। সাক্ষী ছিলেন অভিনেত্রীর ছেলে রিয়ান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল রূপাঞ্জনা রাতুলের আংটি বদলের সেই মিষ্টি ছবি।

আর এবার খুব তাড়াতাড়ি সাত পাকেও  বাঁধা পড়তে চলেছেন তাঁরা। টেলিপাড়া সূত্রে খবর পর্দার এই আদর্শ শ্বাশুড়ি চলতি বছরের শেষেই অর্থাৎ ডিসেম্বরে ধুমধাম করে সারবেন সামাজিক বিয়ে। ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে তাঁদের বিয়ের দিন তারিখ। প্রসঙ্গত এর আগেও রূপাঞ্জনা একবার বসেছিলেন বিয়ের পিঁড়িতে। কিন্তু অভিনেত্রীর প্রথম বিয়ে সুখের হয়নি।

আরও পড়ুনঃ ‘সারেগামাপা’ থেকে তৃণমূল বিধায়ক, কীর্তন শিল্পী অদিতি মুন্সির কাছে গান শেখার খরচ কত জানেন?

Rupanjana Mitra and Ratoo Mukherjee, Rupanjana Mitra marriage, Rupanjana Mitra second marriage

আরও পড়ুনঃ ভেস্তে গেল মিশকার প্ল্যান, দীপাকে স্ত্রীর মর্যাদা দিল সূর্য, ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র ধামাকা পর্ব

বিয়ে ভেঙে যাওয়ার পর ছেলেকে নিয়ে আলাদা থাকতে শুরু করেছিলেন তিনি। টেলি পাড়ার পরিচিত মুখ রাতুলের সাথে সম্পর্ক তৈরি হয় অভিনেত্রীর।  প্রসঙ্গত রাতুল রূপাঞ্জনার থেকে বয়সে৬ বছরের ছোট। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম ট্রোলিংয়ের মুখে পড়তে হয়নি অভিনেত্রীকে।

কিন্তু কথায় আছে ভালোবাসায় বয়স একটা সংখ্যা মাত্র। এই মিষ্টি জুটি রূপাঞ্জনা-রাতুলের ক্ষেত্রেও এই একই কথা খাটে।  তাই এবার বয়সের সমস্ত বেড়াজাল ভেঙে  খুব তাড়াতাড়ি চার হাত এক হতে চলেছে তাঁদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥