• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেমিকের হাত ধরেই হল কেক কাটিং! রইল ‘কথা’ সুস্মিতার এলাহি জন্মদিন সেলিব্রেশনের অ্যালবাম

বাংলা টেলিভিশনের প্রথমসারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন সুস্মিতা দে (Susmita Dey)। ‘অপরাজিতা অপু’, ‘বৌমা একঘর’ থেকে শুরু করে ‘পঞ্চমী’ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এখন স্টার জলসার ‘কথা’ (Katha) সিরিয়ালে নামভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। গত ২৮ জানুয়ারি সেই অভিনেত্রীরই জন্মদিন ছিল।

ঘড়ির কাঁটা রাত বারোটা ছুঁতেই একের পর এক শুভেচ্ছা বার্তা আসতে থাকে সুস্মিতার (Susmita Dey Birthday) জন্য। নায়িকার জন্মদিন উপলক্ষ্যে ‘কথা’ সেটেও কেক কেটে এলাহি সেলিব্রেশন (Birthday Celebration) করা হয়। পর্দায় এভির সঙ্গে আদায়-কাঁচকলায় সম্পর্কে হলেও বাস্তবে দুই তারকার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। সহ-অভিনেত্রী সুস্মিতার জন্মদিনে নিজের হাতে মোমবাতি জ্বালিয়ে দিতে দেখা যায় সাহেব ভট্টাচার্যকে।

   

Susmita Dey birthday celebration in Katha serial set

শ্যুটিং সেরে বাড়ি ফেরার পর ফের একদফা সেলিব্রেশনের করা হয় নায়িকার বাড়িতে। সুস্মিতার জন্মদিনে কেক নিয়ে উপস্থিত হন প্রেমিক অনির্বাণ রায় (Anirban Roy)। লাল রঙের কেকে জ্বলজ্বল করছিল ‘হ্যাপি বার্থডে’ লেখা। ভালোবাসার মানুষকে পাশে নিয়ে কেক কাটতে দেখা যায় ছোটপর্দার ‘কথা’কে।

আরও পড়ুনঃ ‘মেঘ ঠকাচ্ছে’, কান ভাঙানি দিতেই ময়ূরীকে কষিয়ে চড় দিল নীল! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র ধুন্ধুমার পর্ব

Susmita Dey birthday celebration

সোশ্যাল মিডিয়ায় জন্মদিন সেলিব্রেশনের নানান মুহূর্তের ছবি শেয়ার করেছেন সুস্মিতা। কোথাও দেখা গিয়েছে, ‘কথা’র সেটে উদযাপনের ছবি, কোথাও আবার ফুটে উঠেছে নায়িকার বাড়ির অন্দরমহলের চিত্র। জন্মদিন উপলক্ষ্যে বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল সুস্মিতার বাড়ি।

আরও পড়ুনঃ সৌজন্যবোধ নেই, সামনেই পা তুলে দেয়! নতুন প্রজন্মের তারকাদের ব্যবহার নিয়ে বিস্ফোরক শঙ্কর চক্রবর্তী

Susmita Dey birthday celebration

মা-বাবা, প্রেমিক এবং ভালোবাসার মানুষদের সঙ্গে তোলা একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সুস্মিতা। সেই পোস্ট দেখেই পরিষ্কার, তাঁর জন্মদিনটা স্পেশ্যাল করে তুলতে কোনও খামতি রাখেননি অনির্বাণ। ভালোবাসার মানুষের জন্য ফুলের তোড়া আর কেক নিয়ে হাজির হয়েছিলেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Susmita Dey (@susmitadey.official)

পর্দায় শাড়িতে দেখা গেলেও, জন্মদিনের দিন পশ্চিমী পোশাকে সেজে উঠেছিলেন ‘কথা’ নায়িকা। নীল রঙের জিন্স, লাল হাইনেক টপের সঙ্গে সারদা রঙের ব্লেজারে পরেছিলেন সুস্মিতা। স্বল্প মেক আপে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল অভিনেত্রীকে। পঞ্চব্যঞ্জনে মধ্যাহ্নভোজ থেকে শুরু করে দু’দফায় সেলিব্রেশন, সব মিলিয়ে সুস্মিতার চলতি বছরের জন্মদিনটা যে বেশ ভালোই কেটেছে তা বুঝতে কোনও অসুবিধা হয় না।