• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘তোমায় রোজ মনে পড়ে’! কার ছবি শেয়ার করে মন খারাপের কথা জানালেন পর্দার ‘শিমুল’ মানালি?

Updated on:

Kar Kache Koi Moner Kotha actress Manali Dey shares a heartfelt note for her mother

বাংলা টেলিভিশনের প্রথমসারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন মানালি দে (Manali Dey)। কখনও ‘মৌরি’, কখনও ‘ফুলঝুরি’ রূপে দর্শকদের সামনে হাজির হয়েছেন তিনি। এখন তাঁকে দেখা যাচ্ছে শিমুলের চরিত্রে। জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকে অভিনয় করছেন এই টেলি নায়িকা। সম্প্রতি সেই অভিনেত্রীকেই খানিক মন খারাপ করতে দেখা গেল।

সারা বাংলার মানুষ এখন পুজো নিয়ে মেতে আছে। দীর্ঘ এক বছরের অপেক্ষা শেষে উমা ফের বাপের বাড়ি ফিরেছে। পুজোর এই আনন্দের মাঝেই প্রিয়জনকে মনে করে মন খারাপ করলেন মানালি দে। সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে ছবি শেয়ার করে আবেগঘন পোস্ট করেন অভিনেত্রী। পর্দার শিমুলের (Shimul) সেই পোস্ট মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের।

Manali Dey, Manali Dey mother

সম্প্রতি মানালি দে এর মায়ের জন্মদিন ছিল। তবে এই বিশেষ দিনে মা পাশে নেই। সেই জন্য মায়ের স্মৃতির উদ্দেশে একটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘শুভ জন্মদিন মা। দাদু আর দিদার সাথে জন্মদিন কাটিও। মাঝে মধ্যে বাপি বলে আমায় নাকি আজকাল তোমার মতো দেখতে লাগে। সেটা শুনে খুব আনন্দ হয়। আমার মধ্যে থেকে যেও সারা জীবন’।

আরও পড়ুনঃ পুজোর আবহেই বিরাট সুখবর! দ্বিতীয়বাবা হলেন জিৎ, ছেলে নাকি মেয়ে কী হল সুপারস্টারের ঘরে?

Manali Dey, Manali Dey mother

আরও পড়ুনঃ টাকা নয় দর্শকদের ভালোবাসাটাই থেকে যাবে, বাস্তবেও সবার মন জিতলেন ‘ইচ্ছে পুতুল’র মেঘ তিতিক্ষা

মানালি দে’র শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্র সৈকতে দাঁড়িয়ে রয়েছে তিনি এবং তাঁর মা। দু’জনেই দূরে কিছু একটার দিকে তাকিয়ে হাসছেন। ‘কার কাছে কই মনের কথা’র নায়িকার এই পোস্টে বাংলা টেলি দুনিয়ার একাধিক তারকা মন্তব্য করেছেন। সোনামণি সাহা লাল রঙের একটি হৃদয়ের ইমোজি কমেন্ট করেছেন। অনিন্দিতা রায়চৌধুরী আবার ভালোবাসা জানিয়েছেন।

প্রসঙ্গত, মানালি দে অভিনীত ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’র জনপ্রিয়তা দর্শকমহলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম চারের মধ্যে উঠে এসেছিল এই মেগা। শিমুলের প্রতিবাদী সত্ত্বা দেখতে ভীষণ পছন্দ করছেন দর্শকরা। সেই সঙ্গেই সিরিয়ালের বাস্তবভিত্তিক কাহিনীও মন ছুঁয়ে গিয়েছে প্রত্যেকের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥