• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাচ্চারা সব বোঝে! শ্রীময়ীকে নিয়ে ব্যস্ত কাঞ্চন, শ্যুটিং সামলে কীভাবে ছেলেকে একা মানুষ করছেন পিঙ্কি?

Published on:

Kanchan Mullick ex wife Pinky Banerjee is upbringing her son all alone

কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টোরাজের (Sreemoyee Chattoraj) রসায়ন প্রায়ই নজর কাড়ে নেটিজেনদের। পিঙ্কি বন্দ্যোপাধ্যায় (Pinky Banerjee) সঙ্গে অভিনেতার ঘর ভেঙেছে অনেকদিন হল। সেই সঙ্গেই তলানিতে ঠেকেছে দু’জনের সম্পর্ক। এই মুহূর্তে আদালতে কাঞ্চন-পিঙ্কির বিবাহবিচ্ছেদের মামলা চলছে। একমাত্র ছেলেকে একা হাতে মানুষ করছেন পিঙ্কি।

কাঞ্চন (Kanchan Mullick) যেমন বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ, তেমনই পিঙ্কিও একজন অভিনেত্রী। এই মুহূর্তে ‘ফেরারী মন’ সিরিয়ালে দেখা যাচ্ছে তাঁকে। এর আগে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘রাঙা বউ’য়ে অভিনয় করছিলেন তিনি। মেগার শ্যুটিং করা একেবারেই সহজ নয়। দিনের বেশিরভাগ সময় কেটে যায় শ্যুটিং সেটে। কাজের এত চাপের মাঝে ছেলেকে সামলান কীভাবে অভিনেত্রী?

Kanchan Mullick Pinky Banerjee with their son

সম্প্রতি জনপ্রিয় এক সংবাদমাধ্যমের কাছে এই বিষয়ে মুখ খোলেন পিঙ্কি। তিনি বলেন, এই বিষয়ে ছেলের সহযোগিতা না পেলে দু’টো একসঙ্গে চালিয়ে যেতে পারতেন না তিনি। এই মুহূর্তে পিঙ্কি ‘সিঙ্গেল মাদার’। অভিনেত্রীর কথায়, সবাই বলে বাচ্চারা অত কিছু বোঝে না। কিন্তু বয়স কম হলেও, ওরা সব বোঝে।

আরও পড়ুনঃ ‘বিপদে কাঞ্চনদার হাতটা আমিই ধরেছিলাম’, সহবাস করছেন? জবাবে চমকে দিলেন শ্রীময়ী

প্রশংসার সুরে পিঙ্কি বলেন, তিনি শ্যুটিংয়ে থাকেন বলে একা একাই নিজের পড়াশোনা সেরে রাখে ছেলে। সময় পেলে মা-ছেলে মিলে একসঙ্গে লেকে হাঁটতে যান। অনেকে সময় জরুরি বিষয়ে ছেলের থেকে পরামর্শ নেন বলেও জানিয়েছেন অভিনেত্রী।

Pinky Banerjee with her son

অতীতে একবার কাঞ্চন বলেছিলেন, একমাত্র ছেলেকে দেখতে চান তিনি। তবে পিঙ্কি সেটা কিছুতেই হতে দিচ্ছে না। এখন অবশ্য প্রায় সব উৎসবেই শ্রীময়ীর সঙ্গে দেখা যায় অভিনেতাকে। দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো থেকে শুরু করে রাস পূর্ণিমা- প্রায় সব কিছুই একসঙ্গে উদযাপন করেন তাঁরা।

আরও পড়ুনঃ পিঙ্কি নয়, ছোটপর্দার এই অভিনেত্রীই ছিলেন কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী, রইল ছবি সহ আসল পরিচয়

পাশাপাশি বহু অনুষ্ঠানেও একসঙ্গে হাজির হন কাঞ্চন-শ্রীময়ী। পিঙ্কির সঙ্গে বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে তেমন কোনও কথা বলতে দেখা যায় না অভিনেতা-বিধায়ককে। অন্যদিকে পিঙ্কিও কাজ এবং ছেলেকে নিয়ে ব্যস্ত। অতীত পিছনে ফেলে নিজেদের মতো করে ফের জীবনটাকে গুছিয়ে নিচ্ছেন দু’জনেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥