• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পেটের দায়ে পার্লারে কাজ, শুনতে হয়েছিল লোকের কুকথা! সংগ্রাম করেই সফল কাঞ্চন মল্লিক

Published on:

Kanchan Mullick opened up about struggle of becaming actor in tollywood

বাংলা টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় কৌতুক অভিনেতা (Comedian) হলেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। দীর্ঘ অভিনয় জীবনে সারাক্ষণ তাঁর মুখে হাসিই দেখেছেন দর্শক। নিজের অভিনয় গুণেই অর্জন করেছেন বিপুল নাম-যশ-খ্যাতি। ইতিমধ্যেই যোগ দিয়েছেন রাজনীতিতেও। গোটা বাংলা এখন এক ডাকে চেনে কাঞ্চন মল্লিককে।

তবে অভিনেতার জীবনে এই সাফল্য কিন্তু একদিনে আসেনি। জীবনটা সিনেমার মতো ছিল না একেবারেই। একটা সময় ছিল যখন পার্লারে কাজ করতেন কাঞ্চন মল্লিক। তখনও অভিনয়ে আসেননি তিনি। অভিনয়ে কেরিয়ার শুরুর আগে দীর্ঘ পাঁচ বছর পার্লারে কাজ করেছিলেন তিনি। একবার জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো অপুর সংসারে এসে জীবনের এমনই অজানা দুঃখের কাহিনী শুনিয়েছিলেন অভিনেতা।

Kanchan Mullick

যা বলতেগিয়ে ক্যামেরার সামনে সারাক্ষণ হাসিমুখে থাকা কাঞ্চনের চোখের কোণে জল চিকচিক করে উঠেছিল সেদিন। সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায়ের সামনে বসে সেদিন কাঞ্চন বলেছিলেন ‘দীর্ঘ পাঁচ বছর আমি পার্লারে কাজ করতাম। কাউন্টারে বিল কাটতাম। সেই পার্লারে তোমাদের মতো অনেক জনপ্রিয় মানুষই চুল কাটতে আসতেন। তাঁরা তো আর আমায় খেয়াল করতেন না। আমি শুধু ভাবতাম এমন দিন কবে আসবে, সবাই আমায়ও চিনতে পারবে। তার পরেও আমার পাড়ার লোক অনেক কটু কথা শুনিয়েছিল’।


যদিও জীবন বদলে গিয়েছে অভিনেতার। এমনকি সাংসারিক জীবন নিয়ে লম্বা সময় ধরে চর্চায়ও রয়েছেন অভিনেতা। স্ত্রী তথা অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের (Pinki Banerjee) সাথে বিবাহ বিচ্ছেদের ঘটনা তো বটেই সেইসাথে বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় খলনায়িকা চরিত্রের অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattaraj) সাথেও বিবাহবহির্ভূত সম্পর্কে থাকার অভিযোগে রাতারাতি লাইমলাইটে চলে আসেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক।

কাঞ্চন মল্লিক Kanchan Mallick

পিঙ্কি মনে করেন তাদের দুজনেরই ভালো থাকার জন্য বিচ্ছেদ টা অত্যন্ত জরুরি। তাই অনেক বছর ধরেই অশান্তি ভোগ করার পর শেষ পর্যন্ত তিনি বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। পরবর্তীতে পিঙ্কির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয়েছেন কাঞ্চন মল্লিক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥