• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্য-দীপা, জগদ্ধাত্রী-স্বয়ম্ভূ অতীত! সবাইকে হারিয়ে বাংলা সিরিয়ালের সেরা জুটি কারা হল জানেন?

Published on:

Kamala and Manik from Kamala O Sreeman Prithwiraj are the best couple according to audience

Bengali Serial Best Couple : এই মুহূর্তে টিআরপি তালিকায় (TRP List) রাজত্ব করছে স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। সপ্তাহের পর সপ্তাহ ধরে বেঙ্গল টপার হয়ে আসছে এই ধারাবাহিক। সূর্য-দীপার রসায়ন যে দর্শকদের কতখানি পছন্দের তা সিরিয়ালের জনপ্রিয়তা দেখলেই বুঝে নেওয়া যায়। ‘অনুরাগের ছোঁয়া’র ঠিক পরেই রয়েছে জি বাংলার (Zee Bangla) ‘জগদ্ধাত্রী’র (Jagaddhatri) নাম। এই দুই ধারাবাহিকই আপাতত সিরিয়ালপ্রেমী সব মানুষদের মনে রাজত্ব করছে।

দর্শকদের মতে, ‘অনুরাগের ছোঁয়া’র এই বিপুল জনপ্রিয়তার পিছনে সিরিয়ালের (Bengali Serial) কাহিনী এবং কলাকুশলীদের অভিনয়ের পাশাপাশি নায়ক-নায়িকা সূর্য-দীপার কেমিস্ট্রিরও অনেকখানি ভূমিকা আছে। একই কথা প্রযোজ্য ‘জগদ্ধাত্রী’র ক্ষেত্রেও। এই ধারাবাহিকের নায়ক-নায়িকা জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভূর রসায়নও প্রচণ্ড পছন্দ দর্শকদের। তবে তা সত্ত্বেও দর্শকদের বিচারে কিন্তু এনারা বাংলা সিরিয়ালের সেরা জুটির খেতাব পাননি। বরং সেই শিরোপা উঠেছে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’র (Kamala O Sreeman Prithwiraj) হাতে।

Kamala O Sreeman Prithwiraj, Kamala and Manik

সিরিয়ালপ্রেমী দর্শকদের বিচারে, কমলা (Kamala) এবং মানিকের (Manik) জুটিই এই মুহূর্তে সবচেয়ে সেরা। তাদের কিশোর বয়সের দুষ্টু-মিষ্টি প্রেম কাহিনী ভীষণ পছন্দ দর্শকদের। কমলা ও মানিকের মধ্যেকার বন্ডিং, তাদের দু’জনের মধ্যেকার ভালোবাসা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছে টেলিভিশনের পর্দায়। আর সেই জন্য বাল্যবিবাহ দেখানো হলেও দর্শকদের বিচারে সেরা জুটির শিরোপা জিতে নিয়েছে কমলা ও মানিক।

আরও পড়ুনঃ মেঘের জীবনে দ্বিতীয় পুরুষ আসতেই তেলে বেগুনে জ্বলছে নীল, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্ব

‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ শুরু হওয়ার পর থেকেই দেখানো হচ্ছে, প্রত্যেক পদে পদে নিজের স্ত্রীকে আগলে রাখে মানিক। কমলার মুখের হাসি ফোটানোর জন্য সে পুরো দুনিয়ার জন্য লড়ে যেতে রাজি। এমনকি তার নিজের মা-পিসিমা যখন কমলাকে শাস্তি দিতে চায়, তখন ঢাল হয়ে এগিয়ে আসে মানিক। দর্শকদের কথায়, তাদের এই ভালোবাসা ভীষণই পবিত্র।

Kamala O Sreeman Prithwiraj, Kamala and Manik

আরও পড়ুনঃ বাস্তবেও বিয়ে করলেন জগদ্ধাত্রী-স্বয়ম্ভূ? সিঁদুর পরে অঙ্কিতার ছবি ফাঁস হতেই হুলুস্থূল নেটপাড়ায়

স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়ালে কমলার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অয়ন্যা চট্টোপাধ্যায়। অপরদিকে মানিকের ভূমিকায় দেখা যাচ্ছে সুকৃৎ সাহাকে। অয়ন্যাকে এর আগে ‘করুণাময়ী রানী রাসমণি’, ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ ধারাবাহিকে দেখেছেন দর্শকরা। অপরদিকে সুকৃৎ বেশ কিছু ওয়েব সিরিজে কাজ করলেও টেলি দুনিয়ায় এটাই প্রথম কাজ।

দর্শকদের কথায়, এই বয়সেই মানিক জানে কীভাবে নিজের স্ত্রীকে সম্মান করতে হয়, আগলে রাখতে হয়। শুধু তাই নয়, স্ত্রীয়ের ইচ্ছা-অনিচ্ছাকেও সম্মান করতে জানে সে। ধারাবাহিকের কাহিনী অনুযায়ী, মানিক পড়াশোনা করতে ভালোবাসে না। তবে সে যখন জানতে পারে কমলা পড়াশোনা করতে ভালোবাসে তখন সে তার জন্য গোটা সমাজের বিরুদ্ধে লটাই করে। সাম্প্রতিক পর্বে আবার দেখানো হয়েছে, জ্বরে মুমূর্ষু কমলার সেবাশুশ্রূষা করছে মানিক। দু’জনের মধ্যেকার এই নিষ্পাপ ভালোবাসাই ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’র ইউএসপি বলে মত দর্শকদের। আর সেই জন্য তাঁদেরকেই সেরা জুটির তকমা দিয়েছে দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥