• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাস্তবেও বিয়ে করলেন জগদ্ধাত্রী-স্বয়ম্ভূ? সিঁদুর পরে অঙ্কিতার ছবি ফাঁস হতেই হুলুস্থূল নেটপাড়ায়

Published on:

Bengali serial Jagaddhatri actress Ankita Mallick shares new bride look on her Instagram

Jagaddhatri Actress Ankita Mallick Viral Photo : জি বাংলার (Zee Bangla) টপার ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’তে (Jagaddhatri) অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) এবং অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায় (Soumyadeep Mukherjee)। নায়ক-নায়িকা জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভূর চরিত্রে অভিনয় করছেন তাঁরা। দু’জনের অনস্ক্রিন রসায়ন দারুণ পছন্দ দর্শকদের।

মাস খানেক ধরে আবার শোনা যাচ্ছিল, সিরিয়ালের (Bengali Serial) জগদ্ধাত্রী-স্বয়ম্ভূর পর্দার প্রেম নাকি বাস্তবেও গড়িয়েছে। রিয়েল লাইফেও নাকি সম্পর্কে জড়িয়েছেন অঙ্কিতা এবং সৌম্যদীপ। যদিও এই নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি ‘জগদ্ধাত্রী’ নায়িকা। তবে এসবের মাঝেই নতুন বউয়ের বেশে ধরা দিলেন অঙ্কিতা। আর তা ভাইরাল হওয়ার পরেই ঝড় উঠেছে নেটপাড়ায়।

Jagadhatri Ankita Mallick Swanbhu

হলুদ শাড়ি, গোলাপি রঙের ব্লাউজ, হাতে শাঁখা-পলা আর সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর- নববধূর সাজে লাজুক হাসিতে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় অঙ্কিতাকে। অভিনেত্রী এই ছবি শেয়ার করার পর সকলের মনে একটাই প্রশ্ন উঁকি দিচ্ছে, তাহলে কি বাস্তবেও বিয়েটা সেরেই ফেললেন অঙ্কিতা-সৌম্যদীপ?

নেটিজেনদের প্রায় সকলেই অঙ্কিতার এই নববধূ লুক দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন। পাশাপাশি তাঁরা এও জানতে চান, সত্যিই কি গাঁটছড়া বেঁধেছেন ‘জগদ্ধাত্রী’ জুটি? অঙ্কিতা এখনও এই বিষয়ে কিছু না বললেও, তিনি যে বিয়ে করেননি একথা প্রায় নিশ্চিত।

আরও পড়ুনঃ মা কালী রূপে দেখা যাবে না পায়েলকে! রাতারাতি ‘রামপ্রসাদ’ ছাড়লেন অভিনেত্রী

Jagadhatri actress Ankita Mallick Reacation TRP Bengal Topper Deepa

‘জগদ্ধাত্রী’ নায়িকার এই ছবি একটু ভালো করে দেখলেই বোঝা যাবে তিনি এই ছবিতে আদতে ফটোশ্যুটের জন্যই তুলেছেন। সম্ভবত, ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালে কৌশিকীর বিয়ের জন্য এমন সাজে সেজে উঠেছেন অঙ্কিতা। আর সেই ছবি দেখেই অনেকেই ভাবছেন, তিনি হয়তো বাস্তবে বিয়ে করে নিয়েছেন।

আরও পড়ুনঃ মেঘের নতুন নায়ককে দেখে ঘায়েল মহিলা ভক্তরা, রইল নিউ ক্রাশ ‘নীলাঞ্জন’র আসল পরিচয়

অপরদিকে কয়েকদিন আগে এক নামী সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় ‘স্বয়ম্ভূ’ অভিনেতা সৌম্যদীপ বলেছিলেন, তাঁর এবং অঙ্কিতার প্রেমের গুঞ্জন সম্পূর্ণ মিথ্যে। তাঁরা শুধুমাত্র ভালো বন্ধু। এর চেয়ে বেশি আর কিছুই নেই তাঁদের মধ্যে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥