পূজো আসছে। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে মর্ত্যবাসীর কাউন্টডাউন। শুরু হয়ে গিয়েছে পুজোর প্ল্যানিংও। আর মহালয়া (Mahalaya) ছাড়া তো কখনওই দুর্গাপুজো হয় না। তাই দুর্গাপুজোর অবিচ্ছেদ্য অঙ্গ মহালয়া। এই মহালয়া থেকেই পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হয়ে যায় দেবীপক্ষের। তবে মহালয়া মানেই বাঙালির চিরকালের অভ্যাস ভোর হতেই রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় মহিষাসুরমর্দিনী শোনা।
পাশাপাশি টিভিতেও মহালয়া দেখার চল বহুদিনের। আর এখন তো প্রায় প্রত্যেক বিনোদনমূলক চ্যানেলের মধ্যে চলে দেবী দুর্গা সাজার প্রতিযোগিতা। তাই মহালয়ায় দুর্গা (Durga) সাজার সুযোগ পেলে হাতছাড়া করে না কেউ। পরপর কয়েক বছর জি বাংলার পর্দায় দুর্গা রূপে দেখা গিয়েছিল টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে। তবে শুভশ্রী বর্তমানে অন্তঃসত্তা তাই তিনি এবার দুর্গা হতে পারছেন না। তাই মাঝে শোনা গিয়েছিল শুভশ্রীর পরিবর্তে এ বছর জি বাংলার দুর্গা হতে চলেছেন করুণাময়ী রানী রাসমণি অভিনীত দিতিপ্রিয়া রায়।
কিন্তু এসবের মধ্যেই এসে গেল এক বড়সড়ো আপডেট জানা যাচ্ছে শুভশ্রী কিংবা দিতিপ্রিয়া কেউ নয়। এবছর জি বাংলার পর্দায় দেবী দুর্গা হতে চলেছেন জি বাংলার (Zee Bangla) ফার্স্ট গার্ল অর্থাৎ ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri) অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। জগদ্ধাত্রী রূপে পর্দায় একালের অসুরদের বধ করতে দেখা যায় বন্দুকধারী জ্যাস সান্যালকে। আর এবার তিনিই ছোট পর্দায় দুর্গা রূপে বধ করবেন মহিষাসুরকে।
আরও পড়ুনঃ ডিভোর্সের আগেই নতুন সম্পর্কে জড়িয়েছেন নবনীতা? ‘বউ’কে নিয়ে বিস্ফোরক পোস্ট জীতুর
তবে এখনও পর্যন্ত এ বিষয়ে পাকাপাকিভাবে কোন খবর না মিললেও সংবাদ’মাধ্যমে প্রসঙ্গে জগধাত্রী অভিনেত্রী অঙ্কিতা জানিয়েছেন ‘এবারের মহালয়ায় আমাকে দেখা যেতে পারে। কিন্তু দেবীর কোন রূপে আমাকে দেখা যাবে তা এখনো আমি জানিনা। আমাকে চ্যানেলে তরফ থেকে সেরকম নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে আমি খুব খুশি মহালয়ায় অংশ নিতে পারব বলে।’
প্রসঙ্গত অভিনয়ে আসার আগে অঙ্কিতা একসময় চুটিয়ে মডেলিং করেছেন। তন্তুজ থেকে শুরু করে একাধিক জনপ্রিয় শাড়ির বিজ্ঞাপনে মুখ হিসাবে দেখা গিয়েছে তাঁকে। বর্তমানে অঙ্কিতার বয়স মাত্র ২১। মডেলিং করতে করতেই তাঁর কাছে সুযোগ এসেছিল জগদ্ধাত্রী সিরিয়ালে প্রধান নায়িকা হওয়ার। তবে প্রথম সিরিয়ালেই বাজিমাত করেছেন অভিনেত্রী। এখন জগদ্ধাত্রী রূপেই বাংলা সিরিয়াল প্রেমীদের মন জয় করে নিয়েছেন তিনি।