• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

TRP তালিকায় ফাটাফাটি রেজাল্ট করেও দুঃসংবাদ, বদলাচ্ছে জগদ্ধাত্রীর নায়িকা! কি বললেন অঙ্কিতা?

Published on:

Jagaddhatri actress Ankita Mallick Reaction on Changing actress Rumours in social media

বর্তমান সময়ে দাঁড়িয়ে জনপ্রিয় সিরিয়ালের (Bengali Serial) কথা উঠলে জি বাংলার (Zee Bangla) জগদ্ধাত্রী (Jagaddhatri) সিরিয়ালের নাম উঠতে বাধ্য। কিন্তু সম্প্রতি সিরিয়ালের ট্রাক নয় বরং আচমকারী নায়িকা বদলের জল্পনায় চর্চায় উঠে এসেছে ধারাবাহিকটি। সত্যিই কি বদলে যাচ্ছে নায়িকা? এবার প্রশ্নের উত্তর জানিয়ে মুখ খুললেন স্বয়ং অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। 

আসলে সম্প্রতি স্টার জলসার পপুলার ধারাবাহিক লাভ বিয়ে, আজকাল এর মূল নায়িকা বদল হওয়ার খবর মিলেছে। গল্পে শ্রাবণ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মৌমিতা সরকার। সিরিয়াল চলাকালীন আজমকাই এইভাবে নায়িকার চরিত্রের পরিবর্তন সচরাচর হয় না।  যে কারণে সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। 

Zee Bangla Jagaddhatri serial actor might act in Star Jalsha’s upcoming Bengali serial

যারা নিয়মিত দর্শক তাঁরা জানেন কাঁকনকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে। তাকে দিয়ে ভিক্ষাবৃত্তি করানো হচ্ছে ভয় দেখিয়ে। যেটা কিছুতেই মেনে নিতে পারছে না জগদ্ধাত্রী বা কৌশিকী। দুজনেই আপ্রাণ চেষ্টা করছে কাঁকনকে খুঁজে বের করার জন্য।

আরও পড়ুনঃ শুধু সোনা-রূপাকে চাই! লাবণ্যর আসল রূপ দেখে ফুঁসে উঠল দীপা, টিভির আগেই ফাঁস তোলপাড় করা পর্ব

এসবের মাঝেই খবর আসে জি বাংলার জগদ্ধাত্রী সিরিয়ালের নায়িকার নাকি বদলাতে চলেছে।  এই সিরিয়ালটিই  অঙ্কিতা মল্লিকের প্রথম সিরিয়াল।  প্রথম সিরিয়ালেই জনপ্রিয় তাও মিলেছে বেশ।  তাহলে কেন আচমকা সিরিয়াল ছাড়বেন তিনি! এবার সেই প্রশ্নের উত্তর নিজেই দিলেন অঙ্কিতা। 

Jagaddhatri, Ankita Mallick on decreasing number of Bengali serial

সংবাদ মাধ্যমের তরফ থেকে নায়িকা বদলের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হয়েছিল অঙ্কিতাকে। শুনে অভিনেত্রী বলেন, এটা মোটেই হচ্ছে না , কোনোভাবেই এই মুহূর্তে ধারাবাহিক ছাড়ছেন না তিনি। কারা এই ধরণের গুঞ্জন ছড়াচ্ছে বা কেন ছড়াচ্ছে তা তিনি জানেন না!

আরও পড়ুনঃ বিয়ের আগেই প্রেগন্যান্ট, আকাশনীল-তারার বিয়ে দেবে সন্ধ্যা! টিভির আগেই ফাঁস আজকের তুলকালাম পর্ব

শুধু তাই নয়, সাথে অঙ্কিতা আরও জানান, ‘শুরু থেকেই জগদ্ধাত্রী চরিত্রটাকে নিজের মত করে দর্শকদের সামনে তুলে ধরেছেন তিনি। ফলে দর্শকদের সাথেও একটা যোগসূত্র তৈরী হয়েছে। আচমকা নায়িকা বদলে ফেললে সেটা এনিয়ে নিতে সময় লাগে। অবশ্য একটানা দেখতে দেখতে পুরোনো যে গেলে তখন আপত্তি থাকে না আর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥