• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দিদি-বোন দু’জনেই কাঁপাচ্ছে ছোটপর্দা! ‘ইচ্ছে পুতুল’র মেঘের যমজ বোনকে চেনেন? রইল ছবি সহ পরিচয়

Updated on:

Is Bengali serial actress Titiksha Das and Nandini Dutta are twin sisters

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Bengali Serial) হল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), মৈনাক বন্দ্যোপাধ্যায় এবং শ্বেতা মিশ্র। শুরুতে এই ধারাবাহিক টিআরপি তালিকায় তেমন কামাল না দেখাতে পারলেও ধীরে ধীরে রেটিং বাড়ছে। সেই সঙ্গেই বৃদ্ধি পাচ্ছে নায়ক-নায়িকাদের জনপ্রিয়তা।

‘ইচ্ছে পুতুল’এ অভিনয় করে যেমন বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী তিতিক্ষা দাস। সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে তাঁর পরিচিতি অবশ্য ‘মেঘ’ (Megh) নামেই বেশি। সোশ্যাল মিডিয়া খুললেই পর্দার মেঘের কোনও না কোনও ছবি ভাইরাল হতে দেখা যায়। সম্প্রতি যেমন তাঁর যমজ বোনের (Twin Sister) ছবি ঝড় তুলেছে নেটপাড়ায়!

Icche Putul, Icche Putul Megh

তিতিক্ষার যমজ বোন হিসেবে যে অভিনেত্রীর ছবি ভাইরাল হয়েছে তিনিও একজন জনপ্রিয় টেলি নায়িকা। স্টার জলসার ‘আলতা ফড়িং’ ধারাবাহিকে ‘রিনি’ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এখন ‘রাম কৃষ্ণা’ সিরিয়ালে দেখা যাচ্ছে তাঁকে। এখন নিশ্চয়ই সেই অভিনেত্রীর নাম জানতে ভীষণ ইচ্ছা করছে? তাহলে বলে রাখি, সেই টেলি নায়িকার নাম হল নন্দিনী দত্ত (Nandini Dutta)

আরও পড়ুনঃ ডিভোর্সের আগে ফলাচ্ছে স্বামীর অধিকার! জিষ্ণুর গায়ে হাত তুলতেই নীলের বিরুদ্ধে ফুঁসে উঠল মেঘ

বাংলা টেলিভিশনের বেশ পরিচিত মুখ নন্দিনী। শুধু ‘আলতা ফড়িং’ এবং ‘রাম কৃষ্ণা’ই নয়, জি বাংলার ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকেও অভিনয় করেছিলেন তিনি। সম্প্রতি তাঁর ছবিই তিতিক্ষার যমজ বোন হিসেবে ব্যাপক ভাইরাল হয়েছে নেটপাড়ায়।

আরও পড়ুনঃ সূর্যকে পেতে গিরগিটির মত রূপ বদলেও ব্যর্থ, ‘অনুরাগের ছোঁয়া’ ছাড়ছে ‘মিশকা’! মাথায় হাত দর্শকদের

Titiksha Das and Nandini Dutta, Titiksha Das twin sister

দুই টেলি নায়িকার মুখের মিল নজর কেড়েছে দর্শকদের। এরপর থেকে গুঞ্জন শোনা যেতে থাকে, তিতিক্ষা এবং নন্দিনী নাকি যমজ বোন। অনেকে আবার তাঁদের এক ঝলক দেখে এক মানুষ ভেবে গুলিয়েও ফেলেছিলেন। পরবর্তীকালে তাঁদের ভুল ভাঙে।

Titiksha Das and Nandini Dutta, Titiksha Das twin sister

তবে সোশ্যাল মিডিয়ায় তিতিক্ষা এবং নন্দিনীকে ‘যমজ বোন’ হিসেবে দাবি করা হলেও আদতে কিন্তু এই দুই নায়িকার মধ্যে কোনও সম্পর্ক নেই। তবে একথা ঠিক, দু’জনের মুখে সত্যিই প্রচুর মিল আছে। পর্দায় যদি কখনও এই দুই অভিনেত্রীকে যমজ বোনের চরিত্রে অভিনয় করতে দেওয়া হয় তাহলে বেশ মানাবে তাঁদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥