• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের দু’মাসের মাথাতেই এল সুখবর! ছবি ভাইরাল হতেই সন্দীপ্তাকে শুভেচ্ছায় ভরালো ভক্তরা

Published on:

Tollywood actress Sandipta Sen is coming back to movies again

গত বছর ডিসেম্বর মাসে ধুমধাম করে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। স্বামী সৌম্য মুখার্জি (Soumya Mukherjee) হইচইয়ে উচ্চপদে চাকরি করেন। বিয়ের আগে বেশ অনেকটা সময় চুটিয়ে প্রেম করেছেন দু’জনে। একসঙ্গে বহুবার ঘুরতেও গিয়েছেন তাঁরা। বিয়ের পরেও মধুচন্দ্রিমায় গিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন এই তারকাজুটি। এবার বিয়ের দু’মাসের মাথায় সুখবর শোনালেন সন্দীপ্তা

সিরিয়াল, সিনেমা থেকে ওয়েব সিরিজ, সন্দীপ্তা এমন একজন অভিনেত্রী যিনি সব মাধ্যমেই কাজ করেছেন। কখনও দুর্গা, কখনও আবার রাকা রূপে তাঁকে দেখেছেন দর্শকরা। বিয়ে পর্ব মিটিয়ে ইতিমধ্যেই কাজে ফিরেছেন এই টলি (Tollywood) নায়িকা। আর তারপরেই দিলেন একটি বিরাট সুখবর।

Sandipta Sen and Soumya Mukherjee

অভিজিৎ গুহ এবং সুদেষ্ণা রায়ের আসন্ন ছবি ‘আপিস’এ (Aapish) অভিনয় করতে দেখা যাবে সন্দীপ্তাকে। দুই নারীর কাহিনী ফুটে উঠবে এই ছবিতে। সন্দীপ্তার কেরিয়ারের দ্বিতীয় ফিচার ফিল্ম এটি। সম্প্রতি কয়েকটি ছবি শেয়ার করে ‘আপিস’এ তাঁর লুক কেমন হবে তা দেখিয়েছেন অভিনেত্রী। সেই সঙ্গেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন পরিচালকদ্বয় অভিজিৎ-সুদেষ্ণাকে।

আরও পড়ুনঃ ‘রামকৃষ্ণও অনেক খিস্তি দিয়েছেন’! ‘আমার বাবাও দিত’ গালাগালি বিতর্কে মুখ খুললেন রূপম

সন্দীপ্তা লেখেন, ‘২০২৪ সাল কী দারুণভাবে শুরু হলো। আমার দ্বিতীয় ফিচার ফিল্মের শ্যুট সবে শেষ করলাম। ‘আপিস’ দুই নারীর ছবি। পরিচালনা করেছেন অভিজিৎ গুহ (রানা দা) এবং সুদেষ্ণা দি। জয়িতা সান্যাল নামের এই দুর্দান্ত চরিত্রটি আমায় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। রানা দা আর সুদেষ্ণা দির সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। কী যে ভালো লাগছে তোমাদের সঙ্গে কাজ করে…। কী মসৃণভাবে কাজ হয়’।

Sandipta Sen marriage, Sandipta Sen and Soumya Mukherjee

সন্দীপ্তার পাশাপাশি ‘আপিস’এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুদীপ্তা চক্রবর্তীকে। সহ-অভিনেত্রীর প্রশংসা করে ছোট পর্দার দুর্গা লেখেন, ‘অবশেষে সুদীপ্তা চক্রবর্তীর মতো একজন দুর্দান্ত অভিনেত্রীর সঙ্গে কাজ করলাম। তোমার সঙ্গে কাজ করবো বলে ভীষণ উত্তেজিত ছিলাম। খুব খুব ভালোলাগলো, কত কিছু শিখতে পারলাম’।

আরও পড়ুনঃ মাসের শুরুতেই বড় চমক, ফুলকি জগদ্ধাত্রীকে চ্যালেঞ্জ ‘গীতা LLB’র! দেখুন চমকে দেওয়া TRP তালিকা

 

View this post on Instagram

 

A post shared by SANDIPTA SEN (@sandiptasen)

অভিজিৎ-সুদেষ্ণা পরিচালিত এই ছবিতে সন্দীপ্তার স্বামীর ভূমিকায় দেখা যাবে অভিনেতা কিঞ্জল নন্দাকে। অনস্ক্রিন স্বামীর তারিফ করে অভিনেত্রী লেখেন, ‘এই গল্পে আমার স্বামী হয়েছে দুর্দান্ত অভিনেতা কিঞ্জল। হীরালাল দেখার পর থেকেই ওর সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। সত্যি কী ভালো অভিনয় করে’। ইতিমধ্যেই ‘আপিস’এর শ্যুটিং সম্পন্ন হয়ে গিয়েছে। ছবি রিলিজের অপেক্ষায় রয়েছেন সন্দীপ্তার অনুরাগীরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥