• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেঘের জীবনে দ্বিতীয় পুরুষ আসতেই তেলে বেগুনে জ্বলছে নীল, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্ব

Published on:

Iccheputul serial Neel feels jeleous with Megh's new hero Nilanjan

Zee Bangla Icche Putul Neel Jelous of Megh’s new friend : টেলিভিশনের পর্দায় এখনকার বেশিরভাগ বাংলা সিরিয়ালই (Bengali Serial) নতুন। তাই এই নতুনের ভীড়ে টিআরপি তালিকায় এগিয়ে থাকার প্রতিযোগিতাটাও একটু বেশি। এসবের মধ্যেই প্রতিনিয়ত দর্শকদের মনে এক আলাদাই জায়গা করে নিয়েছে জি বাংলার (Zee Bnagla) জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘ইচ্ছে পুতুল’ (Iccheputul)। এই সিরিয়ালের নায়িকা মেঘ (Megh) সম্পর্কে ময়ূরীর নিজের মায়ের পেটের বোন।

কিন্তু মেঘের জীবনে তার দিদি ময়ূরীর থেকে থেকে বড় শত্রু আর দুটো নেই। ছোট থেকেই মেঘ নিজের রক্ত দিয়ে প্রাণ বাঁচিয়েছে দিদি ময়ূরীর। কিন্তু পরিবর্তে কৃতজ্ঞতা তো দূরের কথা উল্টে প্রতিনিয়ত মেঘকে  বিপদে ফেলে চলেছে ময়ূরী।  প্রথমদিকে চোখের সামনে দিদির সমস্ত অন্যায় দেখেও মুখ বুজে থাকতো মেঘ। যা দেখে দর্শকরা মেঘকেই ট্রোল করতে শুরু করেছিলেন। সবাই মেঘের ঘুরে দাঁড়ানোর দাবি জানিয়েছিলেন।

Ichheputul serial Neel's bad Behaviour for Megh makes audience angry

দর্শকদের সেই দাবি মেনেই  ইদানিং মুখচোরা মেঘও এখন হয়ে উঠেছে প্রতিবাদী। তাই সম্পর্কে দিদি হলেও এখন পাল্টা জবাব দিয়ে ফাইটব্যাক করতে ভোলে না মেঘ। এরইমধ্যে সিরিয়ালে এসেছে আরো একটি নতুন চমক। এতদিন বিনা অপরাধে মেঘকে যাচ্ছেতাই ভাবে  অপমান করে এসেছে নীল। তাই সিরিয়ালের নায়ক থেকে সে এখন দর্শকদের চোখে খলনায়ক হয়ে উঠেছে।

তাই ইতিমধ্যেই নীলের নামের পাশে জুড়েছে ‘স্পাইনলেস’ কিংবা ‘অযোগ্য স্বামী’র মত তকমা। মেঘের প্রতি নীলের জঘন্য ব্যাবহার দেখে দর্শকরা, জানিয়েছেন নীলের জন্য ওই ময়ূরীই যোগ্য। তাই সকলেই চাইছিলেন নীলের সাথে ময়ূরীর বিয়ে দিয়ে মেঘের জীবনে নতুন নায়ক আনা হোক. সিরিয়ালটির নিয়মিত যারা দেখেন তারা জানেন সেই দিন বোধহয় আর বেশি দেরি নেই। কারণ ইতিমধ্যেই নীলের সাথে মেঘের ডিভোর্সের কথা চলছে।

আরও পড়ুনঃ মা কালী রূপে দেখা যাবে না পায়েলকে! রাতারাতি ‘রামপ্রসাদ’ ছাড়লেন অভিনেত্রী

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,ইচ্ছেপুতুল,Ichheputul,মেঘ,Megh,নীল,Neel,নতুন নায়ক,New Hero,হিংসা,Jealous,আসন্ন ট্র্যাক,Upcoming Track.

আরও পড়ুনঃ মেঘের নতুন নায়ককে দেখে ঘায়েল মহিলা ভক্তরা, রইল নিউ ক্রাশ ‘নীলাঞ্জন’র আসল পরিচয়

এছাড়া মেঘের জীবনে সদ্য এসেছেন নতুন নায়ক নীলাঞ্জন। মেঘের মতোই দুর্দান্ত গানের গলা রয়েছে তার।  কলেজের অনুষ্ঠানে মেঘের পাশে দাঁড়িয়ে গলা মেলাতেও  দেখা যাবে তাকে।  কিন্তু মেঘের পাশে অন্য কাউকে দেখে মেনে নিতে পারছে না নীল। তাই মঞ্চে মেঘ আর নীলাঞ্জন যখন গান গাইছিল তখন একেবারে গা জ্বলে যাচ্ছিল নীলের।

ধারাবাহিকে মেঘের নতুন নায়ক নীলাঞ্জনের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা শমীক চক্রবর্তী। এখন দেখার আগামী দিনে এই নীলাঞ্জনের সাথে মেঘের নতুন সফর শুরু হয়? নাকি মেঘ নীলের সাথে ভুল বোঝাবুঝি মিটিয়ে আবার ফিরে যাবে গাঙ্গুলী বাড়িতেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥