• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেঘের নতুন নায়ককে দেখে ঘায়েল মহিলা ভক্তরা, রইল নিউ ক্রাশ ‘নীলাঞ্জন’র আসল পরিচয়

Published on:

All you need to know about Icche Putul serial Megh's new hero Shamik Chakraborty

Icche Putul Nilanjan’s Real Identity : জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘ইচ্ছে পুতুল’-এ (Icche Putul) সদ্য এন্ট্রি নিয়েছেন এক নতুন নায়ক (New Hero)। তাঁকে দেখামাত্রই দর্শকরা বলছেন আগামী দিনে তিনিই হতে চলেছে মেঘের নায়ক। আর মেঘের জীবনে এই নতুন হিরো এন্ট্রি  নিতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সুদর্শন, সুপুরুষ এই নায়ক এন্ট্রি নেওয়ার সাথে সাথেই  ধারাবাহিকের গল্পে এসেছে এক নতুন মোড়।

সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন শুরু থেকেই মেঘের সাথে একের পর এক অন্যায় করে চলেছে তার নিজের দিদি ময়ূরী। আর নিজের বোনকে বিপদে পড়তে দেখলেই মনে মনে দারুন আনন্দ হয় ময়ূরীর। এই ময়ূরীর চক্রান্তেই ইতিমধ্যে  প্রশ্ন উঠেছে মেঘের চরিত্র নিয়েও। এমনকি এই দুর্দিনে মেঘের পাশে দাঁড়ায়নি তাঁর স্বামী নীল। অকারণে প্রশ্ন উঠছে মেঘের চরিত্র নিয়েও।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,ইচ্ছেপুতুল,Ichheputul,মেঘ,Megh,নীল,Neel,নতুন নায়ক,New Hero,শমীক চক্রবর্তী,Shamik Chakraborty,আসল পরিচয়,Real Identity,Nilanjan,নীলাঞ্জন

যার ফলে এখন নীলের সাথেও সংসার ভাঙতে বসেছে মেঘের। কলেজের প্রফেসর হয়ে নীল যেভাবে নিজের ব্যক্তিগত জীবনকে প্রকাশ্যে নিয়ে এসে মেঘকে দিনের পর দিন অপমান করেছে তা দেখে দর্শকরা ইতিমধ্যেই তাকে ‘স্পাইনেলেস’-এর মতো তকমা দিয়েছে। তাই দর্শকরা অনেকদিন ধরেই বলে আসছিলেন এই নীল একেবারেই মেঘের যোগ্য নয়। তাই সকলেই চাইছিলেন মেঘের জীবনে নতুন নায়ক আসুক।

এবার দেখার সিরিয়ালে এন্ট্রি নেওয়া এই নতুন নায়ক সত্যিই মেঘের নায়ক হয় নাকি আগামী দিনে সেই মেঘ নীলের  সম্পর্ক জোড়া লাগাতে অনুঘটক হিসেবে কাজ করে। তবে টেলিপাড়ার এই নতুন হ্যান্ডসাম হিরোকে দেখে ইতিমধ্যেই  ক্রাশ খেতে শুরু করেছেন বাংলা সিরিয়ালের মহিলা অনুরাগীরা।

আরও পড়ুনঃ পর্দার সেরা শ্বাশুড়ি লাবণ্য বাস্তবে বসছেন বিয়ের পিঁড়িতে! প্রকাশ্যে এল বিয়ের দিনক্ষণ

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,ইচ্ছেপুতুল,Ichheputul,মেঘ,Megh,নীল,Neel,নতুন নায়ক,New Hero,শমীক চক্রবর্তী,Shamik Chakraborty,আসল পরিচয়,Real Identity,Nilanjan,নীলাঞ্জন

আরও পড়ুনঃ ‘সারেগামাপা’ থেকে তৃণমূল বিধায়ক, কীর্তন শিল্পী অদিতি মুন্সির কাছে গান শেখার খরচ কত জানেন?

জানা যাচ্ছে ইচ্ছে পুতুল সিরিয়ালের এই নতুন নায়কের নাম শমীক চক্রবর্তী (Shamik Chakraborty)। আগে প্রধান নায়কের চরিত্রে অভিনয়ের না করলেও শমীকের অভিনয়ের ঝুলিতে রয়েছে ‘করুণাময়ী রানী রাসমণি’, ‘খেলনা বাড়ি’, কিংবা ‘গোধূলি আলাপ’-এর মত একাধিক জনপ্রিয় ধারাবাহিক। এমনকি  ইতিমধ্যেই তিনি অভিনয় করে ফেলেছেন বড় পর্দাতেও। আর এবার তাকে নতুন রূপে দেখে দারুন উচ্ছাসিত তাঁর মহিলা অনুরাগীরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥