• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৭ দিনে বন্ধ হবে চুল পড়া, জবা ফুল দিয়ে এভাবে হেয়ার প্যাক বানালে টেকো মাথাতেও গজাবে চুল!

Hair Care tips to Stop Hair Fall in 7 Days: কমবেশি আমরা প্রত্যেকেই চুলের নানান সমস্যা (Hair Problem) ভুগি। চুল ওঠা থেকে শুরু করে রুক্ষ হয়ে যাওয়া- একাধিক সমস্যায় জেরবার আমরা প্রত্যেকে। এই সকল সমস্যা থেকে বাঁচতে (Hair Care Tips) অনেকেই ভরসা রাখেন বিউটি পার্লারের ওপর। তবে আপনি কি জানেন, চুলের যাবতীয় সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে জবা ফুলের (China Rose) মধ্যে। শুধুমাত্র সঠিক ব্যবহারটা জানতে হবে।

জবা ফুল বলতেই অনেকেই ভাবেন সেটি শুধুমাত্র পুজো দেওয়ার কাজেই লাগে। রূপচর্চার ক্ষেত্রেও যে এই ফুল ব্যবহৃত হয় তা অনেকেই জানেন না। বিশেষত চুল ভালো রাখায় জবার জুড়ি মেলা ভার। অ্যামাইনো অ্যাসিড, কেরাটিনে সমৃদ্ধ এই ফুল ব্যবহার করলে চুল দেখায় স্মুদ এবং ঝলমলে। পাশাপাশি ওঠা বন্ধ করতে এবং চুল বড় করতেও সাহায্য করে।

   

Hair care tips, China Rose, China Rose for hair care

জবার হেয়ার মাস্ক (China Rose Hair Mask)- চুল বড় করতে জবা ফুল এবং পাতা পেস্ট করে তা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন। এরপর সেই মাস্ক স্ক্যাল্প এবং চুলে ভালো করে লাগান। ৩০ মিনিট রেখে চুলে শ্যাম্পু করে দিন। এই হেয়ার মাস্কের জন্যই গজাবে নতুন চুল।

Hair care tips, China Rose hair mask

জবার তেল (China Rose Oil)- আপনি যদি মখমলের মতো নরম চুল চান তাহলে আমন্ড অয়েলে জবা ফুল দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। এরপর সেই তেল ছেঁকে নিন। শ্যাম্পু করার আগে এই তেল চুলে মেখে নিন। এতেই দেখবেন আপনার চুল একেবারে মখমলের মতো নরম হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ বর্ষাতেও চেহারায় সোনালী গ্লো! রাতে ৭ দিন এই ক্রিম মাখলেই হয়ে যাবেন পরম সুন্দরী!

Hair care tips, China Rose hair oil

জবা ফুলের প্যাক (China Rose Hair Pack)- চুল পড়া বন্ধ করতে জবা ফুলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এরপর সেই মিশ্রণ ভালো করে চুল এবং স্ক্যাল্পে লাগিয়ে ২০ মিনিট মতো রাখুন। তারপর ভালো করে ধুয়ে নিন। নিজের চোখেই দেখতে পাবেন রেজাল্ট।

আরও পড়ুনঃ চল্লিশ পেরিয়েও অষ্টাদশী! এভাবে বেসন ব্যবহার করেই আজও যৌবন ধরে রেখেছেন সুস্মিতা সেন

Hair care tips, China Rose hair pack

জবার হেয়ার স্প্রে (China Rose Hair Spray)- আপনার চুল যদি খুব রুক্ষ হয়ে থাকে তাহলেও চিন্তার কিছু নেই। কারণ রুক্ষ চুলের সমস্যাও সমাধান করার ক্ষমতা রয়েছে জবার মধ্যে।

Hair care tips, China Rose hair spray

প্রথমে কয়েকটি জবা ফুলের পাঁপড়ি জলে ফুটিয়ে নিন। এরপর সেই জল ঠাণ্ডা হয়ে গেলে সেটি ছেঁকে একটি স্প্রে বোতলে ঢালুন। রুক্ষ চুলে এই স্প্রে ব্যবহার করলে একেবারে ম্যাজিকের মতো কাজ করে।

site