গসিপছবিবিনোদনলাইফ স্টাইল

চল্লিশ পেরিয়েও অষ্টাদশী! এভাবে বেসন ব্যবহার করেই আজও যৌবন ধরে রেখেছেন সুস্মিতা সেন

বেসনেই লুকিয়ে রহস্য! এই ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করেই যৌবন ধরে রেখেছেন সুস্মিতা সেন

বলিউড (Bollywood) অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen) শুধু অভিনয় নয়, মডেলিংয়ের দুনিয়ারও অত্যন্ত পরিচিত মুখ। তিনি একসময়কার বিশ্বসুন্দরী। এখন অবশ্য তাঁর বয়স ৪৫’র গণ্ডি পেরিয়েছে। তবে তাঁর চোখেমুখে বয়সের কোনও ছাপ পড়েনি। এখনও নিজের রূপের মাধ্যমে অষ্টাদশীদের টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। বঙ্গ তনয়া সুস্মিতা সেনের বিউটি সিক্রেট (Beauty Secret) কী তা জানার জন্য মুখিয়ে থাকেন প্রত্যেকে।

৪৫ পেরিয়েও কীভাবে সুস্মিতা অষ্টাদশীর মতো গ্ল্যামার ধরে রেখেছেন তা জানতে চান প্রত্যেকে। মাঝেমধ্যেই সমাজমাধ্যমে সুস্মিতার বিউটি সিক্রেট নিয়ে জোর চর্চা শুরু হয়। তবে আজকের এই প্রতিবেদনে এই বলি সুন্দরীর সৌন্দর্যের ‘গোপন’ রহস্য (Skin Care Routine) তুলে ধরা হল। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে নিজের রূপের জেল্লা ধরে রেখেছেন তিনি।

Sushmita Sen, Sushmita Sen beauty tips

সুস্মিতা নিজেই একবার বলেছিলেন, নিয়মিত শরীরচর্চা এবং পুষ্টিকর খাবারের মাধ্যমেই তিনি ফিট থাকেন। কঠিন কোনও উপায়ে নিজের রূপচর্চা করেন না তিনি। খুব সহজ ঘরোয়া উপায়ে নিজের রূপচর্চা করেন এই বঙ্গ তনয়া। সুস্মিতার কথায়, নানান ধরণের ফেসপ্যাক কিংবা স্ক্রাব ব্যবহার করার চেয়ে তাঁর কাছে বেশি জরুরি হল খাওয়াদাওয়ার সঠিক অভ্যাস।

পর্দার ‘আরিয়া’র কথায়, নিয়ম মেনে যদি খাবার খাওয়া হয় তাহলে শরীর পুষ্টি পায়। আর সেখান থেকেই রূপ ফুটে ওঠে। এছাড়া অভিনেত্রীর রূপচর্চার তালিকার আরও একটি বিশেষ জিনিস হল ফ্রেশ ক্রিম (Fresh Cream)। প্রাক্তন বিশ্বসুন্দরী নিয়মিত ফেস প্যাক হিসেবে ফ্রেশ ক্রিম ব্যবহার করেন। ত্বকের যত্নের ক্ষেত্রে এটি খুব উপকারী।

আরও পড়ুনঃ বর্ষায় চিটচিটে হয়ে যাচ্ছে চুল, চিন্তা নেই, এই ৫ সহজ টিপস মেনে চললে ২ দিনেই মিটবে সমস্যা!

Sushmita Sen, Sushmita Sen beauty tips

আরও পড়ুনঃ বর্ষাতেও চেহারায় সোনালী গ্লো! রাতে ৭ দিন এই ক্রিম মাখলেই হয়ে যাবেন পরম সুন্দরী!

জানা যায়, ত্বকের যত্নে ফ্রেশ ক্রিম ব্যবহার করা খুব ভালো। এটি ব্যবহার করলে ত্বক থেকে একটি আভা বের হয়। এছাড়া সের মধ্যে আলফা হাইড্রিক্স অ্যাসিড থাকে। এটা ত্বককে মসৃণ এবং উজ্জ্বল করে। তবে সুস্মিতা কিন্তু শুধু ফ্রেশ ক্রিম ব্যবহার করেন না, সেই সঙ্গে বেসনও (Besan) মেশান।

ত্বকের যে কোনও সমস্যা সমাধানের ক্ষেত্রে বেসন অত্যন্ত কার্যকর। সেই জন্য বেসন এবং ফ্রেশ ক্রিম মিলিয়ে একটি গো-টু ময়েশ্চারাইজিং ফেস স্ক্রাব তৈরি করে নেন সুস্মিতা। যা যে কোনও ত্বকের জন্যই অত্যন্ত উপকারী। আপনিও বাড়ি বসে এই ফেস প্যাক বানিয়ে নিতে পারেন। এটি বানানোর জন্য ১ টেবিল চামচ বেসন এবং ২ টেবিল চামচ মিল্ক ক্রিম মিশিয়ে নিন। এরপর সেই ফেস প্যাক বৃত্তাকারভাবে ত্বকে আলতো করে ঘষুন। কয়েক সপ্তাহ ব্যবহার করলেই নিজের চোখে রেজাল্ট দেখতে পাবেন।

Back to top button