• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘গুড্ডি’ শেষ হতেই নতুন ইনিংস শুরু, পাহাড়ে রণজয়ের পাশে সুন্দরীটি কে জানেন? ফাঁস আসল পরিচয়

Published on:

Guddi Actor Ranojoy Bishnu in Mountains with girl Photo goes viral on social media

ছোট পর্দায় অর্থাৎ স্টার জলসার ‘গুড্ডি’ (Guddi) সিরিয়ালের নায়ক অনুজ হিসাবেই জনপ্রিয় তিনি। যদিও বাংলা সিরিয়ালের (Bengali Serial) পাশাপাশি বড় পর্দাতেও কিন্তু বেশ জনপ্রিয় রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। টলিউড  অভিনেত্রী সোহিনী সরকারের (Sohini Sarkar) সাথে দীর্ঘদিন ধরেই সম্পর্কে ছিলেন তিনি। কিন্তু মাঝে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে সোহিনীর সাথে সম্পর্কে ফাটল ধরেছে রণজয়ের।

তাই এখন  নাকি তাঁদের মধ্যে আর সম্পর্ক নেই। যদিও বিচ্ছেদের গুঞ্জন ছড়ানোর পর থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি রণজয় কিংবা সোহিনী দুজনের কেউই। এর আগেও একবার তাঁদের বিচ্ছেদের খবর রটেছিল। তবে সেই সময় সমস্ত জল্পনা উড়িয়ে আবার এক হতে দেখা গিয়েছিল তাঁদের। কিন্তু এবারের এই বিচ্ছেদ গুঞ্জনের পর এখনও পর্যন্ত মুখ খোলেননি তাঁরা।

গুড্ডি,Guddi,অনুজ,Anuj,রণজয় বিষ্ণু,Ranojoy Bishnu,সোহিনী সরকার,Sohini Sarkar,নতুন প্রেমিকা,New Girlfriend,পত্রালি চট্টোপাধ্যায়,Patrali Chattopadhyay,বাংলা সিরিয়াল,Bengali Serial

আপাতত রণজয়-সোহিনী দুজনেই ব্যস্ত রয়েছেন নিজেদের কাজ নিয়ে। রণজয় বর্তমানে লীনা গাঙ্গুলির হিন্দি সিরিয়াল ‘ঝনক’-এর শুটিংয়ের জন্য রয়েছেন কাশ্মীরে। সেখান থেকেই মাঝে মধ্যেই নিত্যনতুন পোস্ট করতে দেখা যাচ্ছে অভিনেতাকে।  পাহাড়ের মনোরম প্রাকৃতিক পরিবেশে মাঝে মাঝেই তিনি হারিয়ে ফেলছেন নিজেকে। এখন সেখান থেকেই নিত্য নতুন পোস্ট করতে দেখা যাচ্ছে অভিনেতাকে।

আরও পড়ুন: দর্শকদের অপেক্ষা সার্থক, প্রকাশ্যে সূর্য-দীপার ভালোবাসার মহাপর্ব, প্রোমো না দেখলেই চরম মিস

ছবিতে রনজয়-এর সাথেই ব্যাকগ্রাউন্ডে ধরা পড়ছে সুন্দরী কাশ্মীরের নানান স্বর্গীয় রূপ। বুধবার এমনই একগুচ্ছ ছবি পোস্ট করেছিলেন অভিনেতা।সেখানে দেখা যাচ্ছে কখনও পাহাড়ি টিলায় বসে কিংবা কখনো পাহাড়ি রাস্তায় আনমনে নানা ধরনের পোজ দিয়ে ছবি তুলছেন রণজয়। তবে এসবের মধ্যে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে রণজয়ের পাশে থাকা এক সুন্দরী অভিনেত্রী।

আরও পড়ুন: সেলিব্রেটি হয়েও নেই অহংকার! রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছেন শ্রাবন্তী, জিভে জল ভক্তদের

গুড্ডি,Guddi,অনুজ,Anuj,রণজয় বিষ্ণু,Ranojoy Bishnu,সোহিনী সরকার,Sohini Sarkar,নতুন প্রেমিকা,New Girlfriend,পত্রালি চট্টোপাধ্যায়,Patrali Chattopadhyay,বাংলা সিরিয়াল,Bengali Serial

তাঁকে দেখেই নেটিজেনদের মনে উঁকি দিচ্ছে বেশ কিছু প্রশ্ন। যার যার মূল কেন্দ্রবিন্দু অভিনেতার পাশে বসে থাকা ওই নায়িকা। সকলেই জানতে চাইছেন পাহাড়ের কোলে অভিনেতার সঙ্গীনিটি কে? আবার কারও  প্রশ্ন বিচ্ছেদের পরে সোহিনীকে ভুলে কি নতুন কারও প্রেমে পড়েছেন অভিনেতা?

না আসলে এটা কিন্তু সত্যি নয়। আসলে রণজয়  লীনা গাঙ্গুলির যে হিন্দি সিরিয়ালে অভিনয় করতে চলেছেন সেই সিরিয়ালেরই  নায়িকা তিনি। তাঁর নাম আসলে পত্রালি চট্টোপাধ্যায় (Patrali Chattopadhyay)। তাই বোঝাই যাচ্ছে কাজের ফাঁকেই এদিন সহ অভিনেত্রীর সাথে ফ্রেমবন্দী হয়েছিলেন রণজয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥