কখনও ‘গোয়েন্দা গিন্নি’র মিমি, কখনও আবার ‘ত্রিনয়নী’র (Trinayani) কামিনী রূপে তাঁকে দেখেছেন দর্শকরা। অভিনেত্রী প্রিয়া মালাকারকে (Priya Malakar) এখনও বহু দর্শক এই নামেই মনে রেখে দিয়েছেন। তবে তাঁর অবশ্য এখন আরও একটা পরিচয় আছে। নামী অভিনেত্রী হওয়ার পাশাপাশি প্রিয়া এখন হাইকোর্টের আইনজীবী (Lawyer)। সদ্য ওকালতি পাশ করেছেন তিনি, যুক্ত হয়েছেন এই পেশার সঙ্গে। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখলেই জানা যায় একথা।
খুব কম বয়সে বাংলা বিনোদন ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন প্রিয়া। তাঁর বাবা চেয়েছিলেন, মেয়ে নাকি অভিনেত্রী হিসেবে। সেই স্বপ্ন পূরণ করতে ‘ডান্স বাংলা ডান্সে’ (Dance Bangla Dance) অংশগ্রহণ করেছিলেন প্রিয়া। পড়াশোনার পাশাপাশি নাচেও তুখোড় ছিলেন তিনি। নিজের নৃত্যশৈলীর মাধ্যমে বিচারকদের পাশাপাশি অগুনতি দর্শকের মনও জয় করে নিয়েছিলেন।
এরপর প্রিয়ার সামনে খুলে যায় অভিনয় জগতের দরজা। ইতিবাচক-নেতিবাচক সব ধরণের চরিত্রেই কাজের সুযোগ পেয়েছিলেন। তবে অভিনয়ের কারণে কখনও নিজের পড়াশোনা বন্ধ করেননি তিনি। আজ ওকালতি পাশ করে হাইকোর্টের আইনজীবী হয়ে গিয়েছেন প্রিয়া। কিন্তু আইনজীবীই কেন হলেন তিনি? এর পিছনে কি কোনও বিশেষ কারণ রয়েছে?
আরও পড়ুনঃ অন্য নায়িকার ঘনিষ্ঠ রাজ! গায়ে আগুন লাগানোর চেষ্টা শুভশ্রীর?
জনপ্রিয় এক সংবাদমাধ্যমের কাছে এই বিষয়ে প্রিয়া বলেছিলেন, সমাজের জন্যই তিনি আইনজীবী হতে চান। কারণ সমাজে এমন অনেক মানুষ আছেন যারা কটু কথা বলেন। একটা সময় তাঁকেও শুনতে হয়েছিল, ‘মা-মেয়ে কোথা থেকে রাত কাটিয়ে এল!’ আজ সফল অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন আইনজীবী প্রিয়া।
এই জায়গাটা অর্জন করার জন্য অবশ্য প্রচুর সংগ্রাম করতে হয়েছে প্রিয়াকে। একসময় শ্যুটিংয়ের ফাঁকে গাড়িতে বসে পড়াশোনা করতেন তিনি। অগাধ পরিশ্রমের পরেই আজ এই জায়গায় এসে পৌঁছেছেন ‘ত্রিনয়নী’ অভিনেত্রী।
আরও পড়ুনঃ বিয়ের পিঁড়িতে ‘মা’ সিরিয়ালের ঝিলিক! তিথির সিঁদুরদানের অদেখা ছবি ফাঁস হতেই ভাইরাল নেটপাড়ায়
View this post on Instagram
প্রসঙ্গত, গত বছর রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত ‘দিদি নম্বর ১’এ অভিনেত্রী হিসেবে খেলতে এসেছিলেন প্রিয়া। রচনার সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছলেন। তবে এখন ওকালতি পাশ করার পর অভিনয় জগতকে প্রিয়া বিদায় জানাবেন কিনা তা এখনও পরিষ্কার নয়। খুব সম্ভবত অভিনয় এবং ওকালতি, দুই পেশাই চালিয়ে যাবেন তিনি।