• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুধুই নয় ‘রামায়ণ’, দর্শকদের বিচারে আজও সেরা দূরদর্শনে সম্প্রচারিত এই ৬ ধারাবাহিক

Updated on:

Doordarshan,Serial,Ramayan,Mahabharat,Buniyaad,Chanakya,Shanti,Shaktimaan,Famous,Television,Entertainment,TV serial,দূরদর্শন,সিরিয়াল,রামায়ণ,মহাভারত,বুনিয়াদ,চাণক্য,শক্তিমান,শান্তি,চন্দ্রকান্ত,জনপ্রিয়,টেলিভিশন,টিভি সিরিয়াল,বিনোদন,Most famous serials of Doordarshan,দূরদর্শনের জনপ্রিয় সিরিয়াল,Chandrakanta

6 Popular serials of Doordarshan: ‘আদিপুরুষ’র (Adipurush) বিতর্ক যত প্রবল হচ্ছে, ততই সুনাম বাড়ছে রামানন্দ সাগরের (Ramanand Sagar) ‘রামায়ণ’র (Ramayan)। দূরদর্শনে (Doordarshan) সম্প্রচারিত এই ‘রামায়ণ’ ভারতীয় টেলিভিশনের আইকনিক সিরিয়ালগুলির মধ্যে একটি। লকডাউনের সময় যখন পুনঃসম্প্রচার শুরু হয়েছিল তখনও এর জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। তবে শুধুমাত্র ‘রামায়ণ’ নয়, দূরদর্শনে সম্প্রচারিত আরও বহু ধারাবাহিক (Serial) রয়েছে যা আজও দর্শকদের মনের মণিকোঠায় নিজের স্থান ধরে রেখেছে। সেই সময় ব্যাপক জনপ্রিয়তাও সেই সিরিয়ালগুলির। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক সেই ধারাবাহিকগুলির নাম।

মহাভারত (Mahabharat)- রামানন্দ সাগর একদিকে ‘রামায়ণ’ বানিয়েছিলেন, আর একদিকে ‘মহাভারত’ বানান বি আর চোপড়া। রামায়ণের মতো এই ধারাবাহিকটিও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। আজ এত দশক পরেও দর্শকমহলে ‘মহাভারত’র জনপ্রিয়তা দেখার মতো।

Mahabharat, Mahabharat Doordarshan, Doordarshan best serial

চন্দ্রকান্ত (Chandrakanta)- এখন কয়েক মাসের মধ্যে সিরিয়াল শেষ হয়ে যায় তবে, দূরদর্শনের এই ধারাবাহিক ১৯৯৪-১৯৯৬, টানা দু’বছর চলেছিল। দূরদর্শনে সম্প্রচারিত সিরিয়ালের জনপ্রিয়তার নিরিখে দ্বিতীয় স্থানে ছিল ‘চন্দ্রকান্ত’। আজ এত বছর পরেও এর জনপ্রিয়তা কিন্তু কমেনি।

Chandrakanta, Chandrakanta Doordarshan, Doordarshan best serial

চাণক্য (Chanakya)- জনপ্রিয় এই ধারাবাহিকটি লিখেছিলেন পরিচালক তথা অভিনেতা ডঃ চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। মুখু চরিত্রে অভিনয় করেছিলেন চন্দ্রপ্রকাশ নিজেই। আজও দর্শকদের মনের মণিকোঠায় নিজের স্থান ধরে রেখেছে ‘চাণক্য’।

Chanakya, Chanakya Doordarshan, Doordarshan best serial

বুনিয়াদ (Buniyaad)- ভারতে যখন প্রথম প্রথম টেলিভিশনের পথচলা শুরু হল, তখন এই সিরিয়ালের সম্প্রচার শুরু হয়। সাধারণ মানুষের নিত্যনৈমিত্তিক জীবনের চিত্র ফুটিয়ে তোলা হল এই ধারাবাহিকের মাধ্যমে। আইকনিক এই সিরিয়ালের পরিচালনা করেছিলেন রমেশ সিপ্পি এবং জ্যোতি।

Buniyaad, Buniyaad Doordarshan, Doordarshan best serial

শান্তি (Shanti)- দূরদর্শনে সম্প্রচারিত বাকি সিরিয়ালগুলির তুলনায় ‘শান্তি’ অনেক বেশি চলেছিল। ধারাবাহিকটির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী মন্দিরা বেদী। আজও দর্শকমহলে সিরিয়ালটির জনপ্রিয়তা দেখার মতো।

Shanti, Shanti Doordarshan, Doordarshan best serial

শক্তিমান (Shaktimaan)- নব্বইয়ের দশকের শিশুদের ইমোশন জড়িয়ে রয়েছে ‘শক্তিমান’র সঙ্গে। যতই হোক তিনি ভারতের প্রথম সুপারহিরো বলে কথা।

Shaktimaan, Doordarshan best serial

কালজয়ী এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা মুকেশ খান্না। ছোটপর্দা কাঁপানোর পর শীঘ্রই বড়পর্দায় আসতে চলেছে ‘শক্তিমান’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥