• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টিভি, আনলিমিটেড ইন্টারনেট সাথে ২১টা OTT! Jio-র মাথায় বাজ ফেলে ‘ধামাকা’ অফার আনল এই কোম্পানি

আজকের দিনে শুধু স্মার্টফোন নয় ইন্টারনেট ছাড়া থাকার কথা ভাবতেও পারেন না অনেকেই। কাজ থেকে বিনোদন কিংবা প্রিয়জনের সাথে যোগাযোগ সবেতেই ইন্টারনেট আর ডেটা প্রয়োজন। কেউ 4G তো কেউ 5G ব্যবহার করছেন, আবার সস্তায় আনলিমিটেড ডেটার জন্য ব্রডব্যান্ডও ব্যবহার করছেন অনেকেই। আর এবার হাই স্পিড ব্রডব্যান্ডের বাজারে হইচই ফেলে ফাটাফাটি অফার নিয়ে হাজির হল এক্সাইটেল (Excitel)

বর্তমানে ১০০ এমবিপিএস এর ইন্টারনেটই বেশিরভাগ ব্রডব্যান্ড উপভোক্তারা ব্যবহার করেন। এর জন্য ৮০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত খরচ হয়। তবে এবার সে সব অতীত হতে চলেছে। কারণ, মাত্র ৭৫০ তাকে 400 Mbps হাই স্পিডের ব্রডব্যান্ড পরিষেবা দিচ্ছে এক্সসাইটেল। অবশ্য এখানেই শেষ নয়, সাথে আরও যে সমস্ত অফার রয়েছে তা শুনলে শুরুতে বিশ্বাস নাও হতে পারে আপনার। চলুন জেনে নেওয়া যাক এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত।

   

High Speed Brodband with 21 Free OTT and TV channels by Excitel Brodband

Excitel 400 Mbps Unlimited Internet with 21 OTT Plan

আপনি যদি এক্সসাইটেলের এই প্ল্যানটি নিতে চাই সেক্ষেত্রে এক মাস, তিন মাস, ছয় মাস বা গোটা বছরের প্ল্যান রয়েছে। এর মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারেন আপনার পছন্দ মত। এতে ৪০০ এমবিপিএস স্পিডের আনলিমিটেড ইন্টারনেট পাবেন। একই সাথে টিভি দেখার জন্য, ষ্টার প্ল্যান, সোনি টিভি, কালারস, ডিসকভারি, কার্টুন নেটওয়ার্কের মত ৩৭টি প্রিমিয়াম চ্যানেল ও  চ্যানেলের জন্য ৩০০ এর মত FTA চ্যানেল পাবেন।

আরও পড়ুনঃ ১০০ টাকাও লাগবে না! Jioকে টেক্কা দিতে আনলিমিটেড কলিংয়ের ধামাকা প্ল্যান আনল BSNL

এতো গেল টিভি পর্ব, এখানেও শেষ হয়নি অফার। সাথে থাকছে ২১টি ওটিটি প্লাটফর্মের সাবস্ক্রিপশন একদম ফ্রি। যার মধ্যে জি ফাইভ, হটস্টার, সোনি লিভ থেকে অল্ট বালাজি এর মত ওটিটি রয়েছে। আর এই সমস্ত সুবিধা যদি আপনি নিতে চান তাহলে কোনো ইনস্টলেশন চার্জ ছাড়াই কোম্পানি কানেকশনও করে দেবে। তাহলে এবার আপনিই বলুন ধামাকা অফার কি না? এবার চলুন খরচ সম্পর্কে জেনে নেওয়া যাক।

Excitel 400 Mbps Plan with Unlimited Internet 21 OTT Apps and TV Channels

বাজার কাঁপানো এই এক্সসাইটেল ব্রডব্যান্ড প্ল্যান যদি আপনি নিতে চান সেক্ষেত্রে যতবেশি সময়ের জন্য নেবেন ততই সাশ্রয় হবে। উদাহরণ স্বরূপ নিচে ভিন্ন মেয়াদের ক্ষেত্রে প্লানের দাম দেওয়া হল। তবে এই সমস্ত দাম কিন্তু জিএসটি ছাড়া। তাই দামের সাথে আলাদা করে জিএসটি দিতে হবে।

  • 400 Mbps Ulmimited প্ল্যান যদি ৩ মাসের জন্য নেন সেক্ষেত্রে প্রতি মাসে খরচ পড়বে ১০২৯ টাকা।
  • 400 Mbps Ulmimited প্ল্যান যদি ৬ মাসের জন্য নেন সেক্ষেত্রে প্রতি মাসে খরচ হবে ৬৭৯ টাকা।
  • 400 Mbps Ulmimited প্ল্যান যদি ১২ মাসের জন্য নেন সেক্ষেত্রে প্রতি মাসে খরচ হবে মাত্র ৬০৪ টাকা। (জিএসটি সহ ৭১২ টাকা প্রতিমাসে)