• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঝটপট তৈরী খেতেও একঘর, ছুটির সন্ধ্যায় এভাবে বানান হাক্কা নুডলস, জিভে স্বাদ লেগে থাকবে গোটা সপ্তাহ!

Published on:

Evening Snacks Hakka Noodles Recipe

দুপুরে খাওয়া যেমনই হোক না কেন সন্ধ্যে নামতে নামতে পেটে আবার ঠিকই টান পরে। তবে সন্ধের সময়ে ভারী নয়, বরং হালকা মুখরোচক কিছু পেয়ে গেলে ব্যাপারটা একেবারে জমজমাট হয়ে যায়।  বিশেষ করে দিনটা যদি হয় রবিবার।  আর আজ আপনাদের জন্য মাত্র ১৫ মিনিটেই কম তেলে দুর্দান্ত স্বাদের হাক্কা নুডুলস তৈরির রেসিপি (Lesss Oil Hakk Noodles Recipe) নিয়ে হাজির হয়েছি। 

Less Oil Hakka Noodles Recipe

নামমাত্র তেলে হাক্কা নুডুলস তৈরির জন্য  প্রয়োজনীয় উপকরণ :

১. চাওমিন
২. ক্যাপসিকাম গাজর বাঁধাকপি পেঁয়াজ কলি
৩. পেঁয়াজ কুচি রসুন কুচি
৪. গোলমরিচ গুঁড়ো
৫. সয়া সস
৬. ভিনেগার
৭. পরিমাণ মতো নুন
৮. রান্নার জন্য তেল
৯. সামান্য চিনি  স্বাদের জন্য

আরও পড়ুনঃ মুচমুচে খাস্তা, বিকেলের নাস্তা! সহজেই বানান ‘পটেটো পাফ’, একটা খেলেই আরও চাইবে বাচ্চা-বড় সবাই

নামমাত্র তেলে হাক্কা নুডুলস তৈরির পদ্ধতি

➥ প্রথমে রান্নার জন্য সমস্ত সবজি অর্থাৎ ক্যাপসিকাম গাজর বাঁধাকপি পেঁয়াজকলি ধুয়ে পরিষ্কার করে কেটে নিতে হবে।

Hakka Noodles Recipe,Noodles Recipe,Evening Snacks Recipe,সন্ধ্যের জলখাবার,হাক্কা নুডলস রেসিপি,হাক্কা নুডলস তৈরির রেসিপি

➥ এরপর বড় পার্টিতে বা কড়ায় বেশ কিছুটা জল নিয়ে তাতে এক চামচ তেল দিয়ে চাউমিন দিয়ে দুই মিনিট ফুটিয়ে নিতে হবে যাতে চাওমিন সেদ্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ বাচ্চারা তো বটেই বড়রাও খাবে চেয়ে চেয়ে, রইল সন্ধ্যের স্ন্যাক্সে টেস্টি পটেটো চিজ বল তৈরির রেসিপি

Less Oil Hakka Noodles Recipe

➥ চাউমিন সেদ্ধ হয়ে গেলে সেটাকে ছেঁকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে আবারও জল ঝরিয়ে রেখে দিতে হবে। এরপর কড়াই এক চামচ তেল দিয়ে প্রথমে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নিতে হবে।

➥ পেয়াজ রসুন কুচি দেওয়ার পর বাকি সবজি কুচি গুলোকে দিয়ে এক থেকে দুই মিনিট নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে।  ভাজা হয়ে গেলে করায় সেদ্ধ করে নেওয়া চাওমিন দিয়ে দিতে হবে।

Less Oil Hakka Noodles Recipe

➥ চাওমিন দেওয়ার পর পরিমাণমতো নুন, গোলমরিচ গুঁড়ো, সোয়া সস, চিলি অয়েল আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মিক্স করে নেড়েচেড়ে ৩-৪ মিনিট মত রান্না করে নিতে হবে।

Less Oil Hakka Noodles Recipe

➥ ৩-৪ মিনিট রান্না করে নেওয়ার পর ১ চামচ ভিনিগার দিয়ে সবটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিলেই তৈরী নামমাত্র তেলে তৈরী অথচ দুর্দান্ত স্বাদের হাক্কা নুডলস।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥