• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আবার বাজবে বিয়ের সানাই! ‘এক্কা দোক্কা’য় রাধিকা-অনির্বাণর রোম্যান্স দেখে মুগ্ধ দর্শকেরা

Published on:

Ekka Dokka serial Radhika Anirban romance new promo on air

Ekka Dokka Anirban-Radhika Romance: বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে বরাবরই চর্চায় রয়েছে স্টার জলসার (Star Jalsa) জনপ্রিয় সিরিয়াল ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)। এখন এই ধারাবাহিকের প্রতিটা পর্ব জুড়েই থাকছে টানটান উত্তেজনা। পোখরাজের জীবনে রঞ্জা আসতেই ডক্টর অনির্বাণ গুহুর সাথে সম্পর্কের টানপোড়েন চলছে রাধিকার। খুব তাড়াতাড়িই এই ধারাবাহিকে আসতে চলেছে রাধিকা অনির্বাণের বিয়ের ট্র্যাক।

সদ্য প্রকাশ্যে এসেছে এই সিরিয়াল সিরিয়ালের একটি নতুন প্রমো (New Promo)। এই প্রমোতে দেখা যাচ্ছে রাধিকা ডক্টর গুহর চেম্বার এর প্রবেশ করতেই  তাকে স্বাগত জানাচ্ছেন ডক্টর অনির্বাণ গুহর হবু স্ত্রী। তার সাথে পরিচয় করিয়ে দিতে এগিয়ে আসে অনির্বাণ গুহ নিজেই। কিন্তু অনির্বাণ গুহর বিয়ের এই গোটা ঘটনাটাই  আসলে সাজানো।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,এক্কা দোক্কা,Ekka Dokka,রাধিকা,Radhika,অনির্বাণ,Anirban,প্রতীক সেন,Pratik Sen,সোনামনি সাহা,Sonamoni Saha,নতুন প্রোমো,New Promo,নতুন চমক,New Twist

আসলে রাধিকা যে অনির্বাণকে মনে মনে ভালবেসে ফেলেছেন সেটা তার মুখ দিয়ে শোনার জন্যই এই সবকিছু করছেন অনির্বাণ। তাই তাকে না জানিয়েই বিয়ের সমস্ত বন্দোবস্ত করে ফেলেছে সে। যদিও এসবের কিছুই  জানেন না অনির্বাণ। তবে ডক্টর গুহর  অন্য কারো সাথে বিয়ে হবে এ কথা জানতে পেরে মনে মনেই রাগে ফুঁসছে রাধিকা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,এক্কা দোক্কা,Ekka Dokka,রাধিকা,Radhika,অনির্বাণ,Anirban,প্রতীক সেন,Pratik Sen,সোনামনি সাহা,Sonamoni Saha,নতুন প্রোমো,New Promo,নতুন চমক,New Twist

আরও পড়ুনঃ চাকরি ছাড়া করে ‘বাবুউউ’র দিকে কু নজর! তিন্নিকে জব্বর টাইট দিল পর্ণা, ফাঁস ধামাকা পর্ব

কিন্তু বুক ফাটলেও মুখে সে কিছুই বলতে পারছে না। তবে এদিনের প্রোমোতে দেখা যাচ্ছে রাধিকা ঘরে আসতেই অনির্বাণ তার হবু (পড়ুন সাজানো) স্ত্রীর সাথে রাধিকার পরিচয় করিয়ে  দিতে আসলে রাধিকা বলে ওঠে ‘থাক কোনো প্রয়োজন নেই। তোমাদের সংসার সুখের হোক। ‘

আরও পড়ুনঃ মিঠাই থেকে গৌরী! রইল বাংলা সিরিয়ালের ৬ ঠাকুর ভক্ত অভিনেত্রীদের তালিকা

এই বলে রাধিকা নিজেই যখন সেখান দিয়ে বেরিয়ে আসছিল তখন সে  হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। তখনই তাকে ধরে নেয় অনির্বাণ। আর এইভাবেই ‘অনাধিকা’ জুটি  আরও  একবার একে  অপরের কাছাকাছি চলে আসে। আর এই নতুন প্রমো দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ‘অনধিকা’ জুটির অনুরাগীরা। তাই সকলেই এবার এই জুটির বিয়ে দেখার অপেক্ষায় রয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥