• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চাকরি ছাড়া করে ‘বাবুউউ’র দিকে কু নজর! তিন্নিকে জব্বর টাইট দিল পর্ণা, ফাঁস ধামাকা পর্ব

Published on:

Neem Phooler Madhu serial parna gives a perfect lesson to tinni

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হল জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Madhu)। শুরু থেকে এই সিরিয়ালের নায়িকা পর্ণা দারুন জনপ্রিয় দর্শকমহলে। অল্প দিনেই দর্শকদের পছন্দের একটি জুটি হয়ে উঠেছেন এই সিরিয়ালের নায়ক নায়িকা সৃজন-পর্ণা (Srijan-Parna)।সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন এই রথেই তিন্নির পাতা ফাঁদে পা দিয়ে বিরাট ফেঁসে গিয়েছে সৃজন।

তিন্নির কথায় তাঁর বস ওরফে ‘বটু সোনা’ ভেতর থেকে কলকাঠি নেড়ে কোম্পানীর দায়ভার সংকোচনের অজুহাতে বেশি বেতনের কর্মচারী হওয়ায় সৃজনকে অফিস থেকে ছাঁটাই করে দিয়েছে। যার ফলে এক অদ্ভুত মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে পর্ণা-সৃজন দুজনেই। এছাড়া সৃজনের মায়ের অধৈর্য হয়ে মানসিক চাপ সৃষ্টি করা তো রয়েইছে। তাই বাধ্য হয়ে তিন্নির ঠিক করে দেওয়া চাকরিতে যোগ দিয়েছে সৃজন।

Neem Phooler Madhu Srijan Parna romance

আর পুরনো প্রতিশোধ তুলতে তিন্নিও সৃজনকে দিয়ে ভুলভাল সব কাজকর্ম করাচ্ছে। কখনও রেস্টুরেন্টে নিয়ে গিয়ে নুডলস খাইয়ে দিতে বলছে আবার কখনও পার্লারে নিয়ে গিয়ে ব্যাগ বওয়াচ্ছে।  আর তিন্নি রানীর বটু সোনা অর্থাৎ বসও তার দিয়ে বলছে তিন্নিকে খুশি রাখাই তার কাজ।

শুধু তাই নয় চাকরিতে জয়েন করার আগে সৃজনকে দিয়ে এমন কায়দা করে কন্ট্রাক্ট পেপারে সই করিয়ে নেওয়া হয়েছে যে মাঝপথে চাকরি ছেড়ে বেরিয়েও যেতে পারবে না সে। কারণ চাকরি ছাড়তে গেলে তাকে নাকি ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

বাংলা সিরিয়াল,Bangla Serial,জি বাংলা,Zee Bangla,নিম ফুলের মধু,Neem Phooler Madhu,পর্ণা,Parna,সৃজন,Srijan,অপমান,Insult,তিন্নি,Tinni,বটুসোনা,Botusona,নতুন চমক,New Twist

আর ক্ষতিপূরণ দেওয়ার ভয়ে সৃজনও বাধ্য হয়ে তিন্নি যা বলছে তাই করে যাচ্ছে। কিন্তু পর্ণা থাকতে সৃজনের ওপর এই অন্যায় সে কিছুতেই হতে দেবে না।  তাই আগামী পর্বে দেখা যাবে তিন্নি কে টাইট দিতে জব্বর প্ল্যান করবে পর্ণা। মাস্ক দিয়ে মুখ ঢেকে পার্লারে গিয়ে তিন্নির চুল খারাপ করে দিয়ে আসবে পর্ণা। যা দেখে রেগে লাল হয়ে যাবে তিন্নি। কিন্তু এখন দেখার পর্ণার এই কাণ্ডের প্রতিশোধ নিতে আবার কি প্ল্যান করে তিন্নি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥