• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৫০০০ দিয়ে মাসে মাসে ৫০,০০০ টাকা পর্যন্ত যায়, এই ব্যবসা করলে মালামাল হওয়ার গ্যারেন্টি!

Published on:

Earn Upto Rs 50000 with 5000 investment Unique Business Idea

বর্তমান সময়ে দাঁড়িয়ে ভালো চাকরি পাওয়া  বেশ দুষ্কর ব্যাপার হয়ে গিয়েছে। তাই চাকরির পাশাপাশি একটা দ্বিতীয় আয়ের (Second Income) রাস্তা কমবেশি সকলেকি খুঁজছে। আপনাদের এই মুশকিল আসনে হাজির বংট্রেন্ড। আজ রইল মাত্র ৫ হাজার থাকা ইনভেস্ট করে প্রতিমাসে ৫০,০০০ টাকা আয়ের দুর্দান্ত এক ব্যবসার আইডিয়া (Unique Business idea)

আজকাল বাচ্চা থেকে বুড়ো সবার হাতেই স্মার্টফোন থাকছে। স্মার্টফোন ব্যবহারকারীদের ব্যবহার যেমন বাড়ছে তেমনি বাড়ছে কভার, হেডফোন এর মত অ্যাকসেসোরিস এর চাহিদাও। তাই এই ব্যবসা খুব কম পূজিতেই শুরু করতে পারেন। যাতে আয়ও হবে বেশ ভালো।

Unique Business Idea

কিভাবে ব্যবসা শুরু করবেন?

কলকাতার বেশ কিছু মার্কেট আছে যেখানে খুব সহজেই পাইকারি মূল্যে মোবাইলের অ্যাকসেসোরিস পাওয়া যায়। সেখান থেকেই কিনে নিজের এলাকায় ছোট একটি দোকানে বা অনলাইনে ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমে আপনি মোবাইল অ্যাক্লসেসরিসের ব্যবসা শুরু করতে পারেন।

আরও পড়ুনঃ অল্প পুঁজিতেই প্রচুর লাভ, হেভি ডিমান্ডের এই ৫ ব্যবসা শুরু করলেই সারাজীবন বসে খাবে গোটা পরিবার

কি কি জিনিস দিয়ে ব্যবসা শুরু করতে হবে?

মোবাইলের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে স্ক্রিন প্রটেক্টর,মোবাইল কভার, মোবাইল স্ট্যান্ড, হেডফোন ইত্যাদির চাহিদা ১২ মাসই থাকে তুঙ্গে। এছাড়া চার্জার, ব্লুটুথ হেডসেট, ব্লুটুথ স্পিকাবেরও চাহিদা তাকে বেশ। তাই অল্প অল্প করে সব ধরণের প্রোডাক্ট তুলে নিতে হবে। এরপর যেটা যেমন বিক্রি হবে সেই বুঝে প্রোডাক্ট তুলতে হবে।

কত টাকা যায় হতে পারে?

মোবাইল অ্যাকসেসোরিসে লাভের পরিমাণ বেশ ভালোই থাকে। তাই আপনি যদি ৫০০০ টাকার পুঁজি নিয়ে নামেন আর ঠিকমত সমস্ত প্রোডাক্ট বিক্রি করে ফেলতে পারেন তাহলে ৫০০০০ টাকা পর্যন্ত যায় হয়ে যেতে পারে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥