• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অল্প পুঁজিতেই প্রচুর লাভ, হেভি ডিমান্ডের এই ৫ ব্যবসা শুরু করলেই সারাজীবন বসে খাবে গোটা পরিবার

যেভাবে মূল্যবৃদ্ধি বেড়ে চলেছে তাতে শুধুমাত্র একটা চাকরির টাকায় সংসার চালানো মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। তাই অনেকেই বিকল্পের সন্ধানে ছোটখাটো ব্যবসা (Small Business) করার চেষ্টায় রয়েছেন। কিন্তু কিসের ব্যবসা শুরু করলে ভালো হয়, কত পুঁজি লাগবে? এই সমস্ত নিয়ে চিন্তায় পড়ে যান। আজ আপনাদের এই মুশকিল আসান করতেই দুর্দান্ত ৫টি ছোট ব্যবসার আইডিয়া (Profitable Business Idea) নিয়ে হাজির বংট্রেন্ড

ব্যবসা মানেই শুরুতে কিছু টাকা পুঁজি লাগে, যা দিয়ে কাজের শুরুটা হয়। তবে ব্যবসার মানেই যে শুধু লাভ তা কিন্তু একেবারেই না লাভ লোকসান মিলিয়েই ব্যবসা। তবে আজ যে ব্যবসার খোঁজ আপনাদের জন্য দেব তাতে ক্ষতি নয় লাভের পরিমাণ যেমন বেশি তেমনি একবার তৈরী হয়ে গেলে বহুদিন পর্যন্ত চলবে সেটাও নিশ্চিত।

   

Food Stall Business

১. ব্রেকফাস্ট স্টল (Breakfast Stall Business) : পশ্চিমবঙ্গ তো বটেই গোটা ভারতবর্ষের খাবারের ব্যবসা সর্বত্রই বেশ লাভজনক। কম পুঁজিতে শুরু করে যদি ভালো উপার্জন করতে চান তাহলে এটাই সেরা উপায়। তাছাড়া খাবারের গুণমান ভালো হলে খদ্দের আর আয় দুটোই বাড়বে। চাইলে আপনিও বাড়ির কাছের কোনো ভালো জায়গায় একটা ছোট্ট খাবারের দোকান দিতেই পারেন।

আরও পড়ুনঃ এবার শীতে অল্প পুঁজিতেই লাখপতি হবেন আপনিও, ঝটপট শুরু করুন এই ব্যবসা 

Tailoring & Embroidery Business

২. টেলারিং বা এমব্রয়ডারি দোকান (Tailoring & Embroidery Business) : যতদিন যাচ্ছে ফ্যাশন নিয়ে আরও বেশি সচেতন হচ্ছে মানুষ। নারী পুরুষ উভয়েই আজকাল নিজেদের জামাকাপড়ের ফিটিংস থেকে স্টাইল নিয়ে বেশ সৌখিন। এদিকে আজকাল বেশিরভাগ লোকেই অনলাইন অর্ডার করছেন, কিন্তু অনলাইনের জামা পারফেক্ট ফিটিংস না হলে খোঁজ পড়ে টেলারের বা আরও কিছু কারুকার্য করতে হলে লাগে এমব্রয়ডারী। তাই ট্রেনিং নিয়ে এই কাজ শুরু করলে ভালো টাকা আয় যে হবে তা বলাই যায়।

Cooking Class

৩. রান্না শেখানোর ক্লাস (Cooking Class) : আগেই বলেছি খাবারের প্রতি ভারতীয়দের টান বেশ। তাই আপনি যদি দুর্দান্ত সমস্ত পদ রান্না করতে জানেন তাহলে অফলাইন বা অনলাইনে রান্না শেখাতে পারেন। এক্ষেত্রে আপনি যেমন লোকেদের খাইয়ে মনে তৃপ্তি পাবেন তেমনি আয়ও করতে পারবেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে ব্লগ বানিয়ে আজকাল অনেক গৃহিণীরা মোটা টাকা আয় করছেন।

৪. বয়স্কদের যত্ন নেওয়া (Old Age Care Business) : আধুনিক যুগে নারী পুরুষ উভয়েই কর্মরত। কিন্তু বাড়িতে বয়স্ক বাবা-মায়েরা একা হয়ে পড়ছেন। তাছাড়া অনেক সময় অসুস্থ বাবা-মায়েদের যত্ন নিয়ে চিন্তায় পরে যান লোকেরা। সেই সময় আপনি যদি তাদের যত্ন নিতে পারেন একজন আয়ার মত তাহলে যেমন সেবামূলক কাজ হল তেমনি মাস গেলে ভালো টাকা আয়ও হতে পারে।

Pet Walking

৫. পেট ওয়াকিং (Pet Walking Business) : শুনতে একটু আজব লাগলেও শহরের দিকে এই কাজ বেশ জনপ্রিয়তা পাচ্ছে। অনেকেই বাড়িতে পোষ্য রাখতে ভালোবাসেন, কেউ কুকুর তো কেউ বিড়াল বা অন্য একাধিক পোষা মানানো প্রাণীকে পোষ্য হিসাবে রাখেন অনেকেই। কিন্তু সময়ের অভাবে তাদের ঠিকমত যত্ন না দেওয়া বা ঘুরতে নিয়ে যেতে পারেন না। এক্ষেত্রে আপনার কাছে ফ্রি টাইম থাকলে আপনি পোষ্যদের ঘুরতে নিয়ে যেতে পারেন। এতে আপনার ফ্রি টাইমে যেমন কিছুটা ঘোরা ও মজা হল তেমনি পোষ্যদের মালিকেরা ভালো টাকাও দেন এই সার্ভিসের জন্য।

site