• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘এবার এসে কেন জানিনা…’, সুন্দরী অদিতির কথায় ক্লিন বোল্ড সৌরভ! কী এমন বললেন অভিনেত্রী?

Published on:

Dadagiri 10 Aditi Chatterjee compliments Sourav Ganguly

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ‘দাদাগিরি’র (Dadagiri 10) জনপ্রিয়তা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। ক্যুইজ বেসড এই শোয়ের অন্যতম আকর্ষণ হলেন ‘দাদা’ নিজে। বছরের পর বছর ধরে সফলভাবে সঞ্চালনা করে আসছেন তিনি। সৌরভ (Sourav Ganguly) আর ‘দাদাগিরি’ এখন যেন দর্শকদের কাছে সমার্থক হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি যেমন দাদার শোয়ে খেলতে এসেছিল ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকের কলাকুশলীরা। জি বাংলার পর্দায় শীঘ্রই শুরু হতে চলেছে এই মেগার সফর। মুখ্য চরিত্রে দেখা যাবে রণজয় বিষ্ণু এবং শ্বেতা ভট্টাচার্যকে। এছাড়াও বাংলা টেলিভিশনের একাধিক জনপ্রিয় তারকাকে দেখা যাবে এই সিরিয়ালে। নায়কের মায়ের ভূমিকায় যেমন অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী অদিতি চট্টোপাধ্যায় (Aditi Chatterjee)।

Aditi Chatterjee Kon Gopone Mon Bhesechhe serial casting

‘দাদাগিরি’র মঞ্চে রণজয়-শ্বেতাদের সঙ্গে খেলতে এসেছিলেন অদিতিও। সেখানেই সৌরভকে প্রশংসায় ভরিয়ে দেন অভিনেত্রী। কথার ফাঁকে অদিতি বলেন, ‘আপনাকে তো অসম্ভব সুন্দর লাগেই, সবসময় লাগে’। তিনি কথা সম্পূর্ণ করার আগেই সৌরভ বলে ওঠেন, ‘তাই? আসলে ওটা মেক আপ’।

আরও পড়ুনঃ চরিত্রহীন অপমান সহ্য না করতে পেরে আত্মঘাতী মেঘ! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র চোখে জল আনা পর্ব

মাঝপথেই ‘দাদা’কে থামিয়ে অদিতি বলেন, ‘না না না। ওটা ছাড়াও আমি বলছি, এবার এসে আপনাকে আরও সুন্দর লাগছে’। অভিনেত্রীর কাছ থেকে এমন প্রশংসা শুনে দুষ্টু হাসি দেখা যায় সৌরভের মুখে। প্রত্যুত্তরে বলেন, ‘ধন্যবাদ ম্যাম’।

Aditi Chatterjee and Sourav Ganguly in Dadagiri 10

আরও পড়ুনঃ ‘তোমার মতো নিষ্ঠা…’! ‘প্রধান’র সাফল্যের জন্য বড়মার দরবারে পুজো দিলেন সৌমিতৃষা, প্রশংসা নেটিজেনদের

এরপর মজার ছলে ‘দাদাগিরি’ সঞ্চালক বলেন, ‘এই জন্যই দাদাগিরিতে আসা। আমায় সবসময় আপগ্রেডেড রাখে’। এরপর অদিতি বলেন, ‘ক্রমশ বয়সটা কমছে কিন্তু!’ তখন হাসিমুখে ‘দাদা’ বলেন, ‘ভালো তো! ওপরে না গিয়ে নীচের দিকে… কারণ আমায় তোমাদের সবার সঙ্গে প্রতিযোগিতা করতে হবে তো’।

প্রসঙ্গত, ‘কোন গোপনে মন ভেসেছে’তে নায়ক অনিকেতের মা অপরাজিতার চরিত্রে অভিনয় করছেন অদিতি। বাড়ির কর্ত্রী তিনি, গোটা সংসারকে এক সুতোয় বেঁধে রেখেছেন। কিন্তু নিজের ছেলের সঙ্গেই সম্পর্ক ভালো নয় তার। কী কারণে নষ্ট হল মা-ছেলের সম্পর্ক? জানতে হলে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়। আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে এই মেগার পথচলা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥