• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ধারে কাছেও নেই Jio! অম্বানিকে চ্যালেঞ্জ করে 3GB ডেটার বাজার কাঁপানো রিচার্জ প্ল্যান আনল BSNL

যতদিন যাচ্ছে ততই স্মার্টফোনের ব্যবহার বাড়ছে সাথে সমান তালে বেড়েছে ইন্টারনেট বা ডেটার ব্যবহার। বর্তমানে মার্কেটে রিলায়েন্স Jio, Airtel ও BSNL এই তিন টেলিকম অপারেটরই রয়েছে। তবে জিওকে টেক্কা দিতে হিমশিম খাওয়ার মত অবস্থা বাকিদের। কিন্তু আর নয়, এবার জিওর থেকেও সস্তায় দুর্দান্ত রিচার্জ প্ল্যান (Recharge Plan) নিয়ে হাজির ভারত সঞ্চার নিগম লিমিটেড (Bharat Sanchar Nigam Limited) বা বিএসএনএল।

সোশ্যাল মিডিয়া আর রিল দেখার দৌলতে বর্তমানে সকলেরই মোবাইল ডেটার চাহিদা বেড়েছে। তাই আগে ১ জিবি দিয়ে কাজ চলে গেলেও এখন ১.৫ জিবি এমনকি ২জিবিও কখন ফুরিয়ে যায় বোঝা দায়! তাই অনেকেই আরও বেশি ডেটার প্ল্যান রিচার করছেন। কিন্তু এতে খরচও বাড়ছে অনেকটাই। তবে এবার সস্তায় ভরপুর ডেটা সাথে আনলিমিটেড কলিংয়ের প্ল্যান নিয়ে হাজির বিএসএনএল।

   

BSNL Unlimited Recharge Plans 599 and 769

BSNL 599 Recharge Plan Benefits

যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, সাথে দিনে ১০০ এসএমএস একদম ফ্রি। একইসাথে প্রতিদিন পাওয়া যাবে ৩ জিবি ডেটা। এমনকি ৩ জিবি শেষ হয়ে গেলেও চাপ নেই, তারপরেও চলবে নেট। কিন্তু সেক্ষেত্রে স্পিড অনেকটাই কমে যাবে, ৪০ kbps স্পিড পাওয়া যাবে। এই সব কিছুই পাওয়া যাবে ৮৪ দিনের বৈধতার সাথে।

আরও পড়ুনঃ আপনার অজান্তে স্মার্টফোনের ক্ষতি করছে স্ক্রিন গার্ড, বাতিল হবে ওয়ারেন্টিও! সতর্ক করল Xiaomi

BSNL 769 Recharge Plan Benefits

এই প্লানটিও ৮৪ দিনের বৈধতা দেবে। এই প্ল্যানের সাথে প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যাবে। একই সাথে আনলিমিটেড কলিং ও প্রতিদিন ১০০টি করে এসএমএস একদম ফ্রি। অবশ্য এখানেই শেষ নয়, সাথে বিএসএনএল টিউনস, হার্ডি মোবাইল গেম সার্ভিস, লোকধুন ও জিঙ্ক এর মত একাধিক প্রিমিয়াম বেনিফিট পাওয়া যাবে।

আরও পড়ুনঃ সত্যিই একবছর আনলিমিটেড 5G ডেটা সাথে ফ্রি কলিং! Airtel-কে একহাত নিয়ে ধামাকা প্ল্যান আনল Jio

প্রসঙ্গত, রিলায়েন্স জিওতে যদি প্রতিদিন ৩ জিবি ডেটার প্ল্যান ৮৪ দিনের জন্য রিচার্জ করতে হয় সেক্ষেত্রে ৯৯৯ টাকা খরচ করতে হবে। সেহানে বিএসএনএল এ মাত্র ৫৯৯ টাকাতেই সেই সুবিধা পাওয়া যাবে। তবে তফাৎ কিছু রয়েছেই, বিএসএনএল এর 4G পরিষেবা সর্বত্র সমানভাবে পাওয়া যায় না। এছাড়াও জিওতে রিচার্জ করলে আপনার যদি 5G স্মার্টফোন হয় সেক্ষেত্রে আনলিমিটেড ফ্রি ফাইভজি ব্যবহার করতে পারবেন।