সমাজমাধ্যমে (Social Media) প্রায়শয়ই নানান মজার মজার ব্রেন টিজার (Brain Teaser) ভাইরাল হতে দেখা যায়। কোনোটায় সংখ্যা খুঁজতে হয়, কোনোটায় সঠিক উত্তর দিতে হয়, কোনোটায় আবার দু’টি ছবির মধ্যে পার্থক্য খুঁজে বের করতে হয়। এমন অনেক মানুষ আছেন যারা নিয়মিত ব্রেন টিজার সমাধান করতে ভীষণ ভালোবাসেন। তাঁরা এটিকে একটি চ্যালেঞ্জের মতো করে দেখেন।
বিশেষজ্ঞরা বলেন, নিয়মিত ব্রেন টিজার সমাধান করার বেশ কয়েকটি ভালো দিক রয়েছে। এতে পর্যবেক্ষণ ক্ষমতার যেমন উন্নতি হয়, তেমনই বুদ্ধিতেও শান দেওয়া যায়। আজকের প্রতিবেদনে আপনার জন্য এমনই একটি ব্রেন টিজার নিয়ে এসেছি আমরা। যা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে।
নেটমাধ্যমে ভাইরাল (Viral) হওয়া এই ব্রেন টিজারে উপর-নীচে দু’টি ছবি দেখতে পাওয়া যাচ্ছে। দুই ছবিতেই দেখা যাচ্ছে, বৃষ্টির (Rain) দিনে ছাতা মাথায় রাস্তা দিয়ে যাচ্ছে কিছু মানুষ। আপাত দৃষ্টিতে দেখলে দু’টি ছবিকে একই মনে হবে। তবে আসলে কিন্তু এমনটা নয়। প্রায় ৯০% এক দেখতে এই দুই ছবির মধ্যে ১০টি পার্থক্য রয়েছে। ১০ সেকেন্ডের মধ্যে সেই পার্থক্যগুলিকে (Difference) খুঁজে বের করাই হল আজকের চ্যালেঞ্জ।
আরও পড়ুনঃ রথী-মহারথীরাও হার মানে! ছবি তে থাকা বেলুনের সঠিক দাম বলতে পারলে আপনি জিনিয়াস
দাবি করা হয়েছে, প্রচুর মানুষ এই ব্রেন টিজার সমাধান করার চেষ্টা করেছিলেন। কিন্তু হাতেগোনা কিছু মানুষ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে এটি সমাধান করতে ব্যর্থ হয়েছে বাকি প্রত্যেকে। আপনি একবার চেষ্টা করে দেখুন তো ১৩ সেকেন্ডের মধ্যে দু’টি ছবিতে থাকা ১০টি পার্থক্য খুঁজে পান কিনা।
আপনি যদি নির্ধারিত সময়ের মধ্যে ১০টি পার্থক্য খুঁজে পেয়ে যান তাহলে সত্যিই মানতে হবে আপনার নজর বাজপাখির মতো। সেই সঙ্গেই কুর্নিশ জানাতে হবে আপনার বুদ্ধিকে। কিন্তু আপনি যদি সবকটি পার্থক্য খুঁজে না পেয়ে থাকেন তাহলেও নিরাশ হবেন না। কারণ আমরা বৃত্তের মাধ্যমে পার্থক্যগুলিকে হাইলাইট করে দিচ্ছি। সেগুলি দেখলেই দু’টি ছবির তফাৎগুলি বুঝে যাবেন।